Advertisment

বাজেট ১০ হাজার? দেখুন সেরা ফিচার্সের লেটেস্ট স্মার্টফোনের তালিকা

Smart Phone Under 10000 : আপনি যদি কম বাজেটে একটি দুর্দান্ত স্মার্টফোন কিনতে চান, তাহলে জেনে নিন ৫ থেকে ১০ হাজার টাকার বাজেটে কোন স্মার্টফোনগুলি বাজারে ট্রেন্ড করছে? সবকটি স্মার্টফোনেও আপনি পাচ্ছেন ব্যাঙ্ক অফারের সুবিধাও।

author-image
IE Bangla Tech Desk
New Update
smartphone under 10 k

০হাজার টাকার মধ্যে বাজেটে স্মার্টফোনগুলির ফিচার্স চমকে দেবে



Smart Phone Under 10000 : কম বাজেটে সেরা স্মার্টফোন কিনতে চাইছেন? আজকে এই প্রতিবেদনে ১০হাজার টাকার মধ্যে বাজেটে  স্মার্টফোনগুলির ফিচার্স চমকে দেবে আপনাকে। সঙ্গে রয়েছে ব্যাংক অফারও।  

Advertisment



আপনি যদি কম বাজেটে একটি দুর্দান্ত স্মার্টফোন কিনতে চান, তাহলে জেনে নিন ৫ থেকে ১০ হাজার টাকার বাজেটে কোন স্মার্টফোনগুলি বাজারে ট্রেন্ড করছে? সবকটি স্মার্টফোনেও আপনি পাচ্ছেন ব্যাঙ্ক অফারের সুবিধাও। 

দেখে নিন তালিকা-

Lava 02: লাভার এই স্মার্টফোনটি আপনার জন্য হতে পারে দুর্দান্ত একটি অপশন।  আপনি এটি ই-কমার্স প্ল্যাটফর্মে 20 শতাংশ ছাড় সহ মাত্র 7,999 টাকায় কিনতে পারে । এছাড়াও নির্বাচিত ব্যাঙ্ক ক্রেডিট কার্ডগুলিতে নো কস্ট ইএমআই এবং ডিসকাউন্টের সুবিধা রয়েছে।

টোটো চালকদের জন্য বিরাট খবর, 'রাহি' লঞ্চ করতে চলছে Ola

itel A70: এই স্মার্টফোনটিতে আপনি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাচ্ছেন যা এই রেঞ্জের খুব কম ফোনেই পাওয়া যায়। আপনি এই ফোনটি Amazon থেকে 34 শতাংশ ছাড়ের সাথে মাত্র 7,299 টাকায় কিনতে পারবেন। এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আপনি এতে 1,750 টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন।

আধার কার্ড যত্রতত্র ব্যবহার করবেন না, হোটেল বুক করতে ' Masked Aadhaar'-ই সেরা বিকল্প

Redmi 13C: আপনি 4GB RAM, 128GB স্টোরেজ ভেরিয়েন্ট মাত্র 7,698 টাকায় ছাড় পেতে পারেন। এটিতে আপনি নো কস্ট ইএমআই এর বিকল্পও পাচ্ছেন, এটি ছাড়াও আপনি ব্যাঙ্ক অফারের সুবিধাও নিতে পারেন।

Ganesh Chaturthi 2024: কোন সময়ে আরাধনায় মিলবে হাতে হাতে ফল? চটজলদি জানুন গণেশ চতুর্থীর গুরুত্ব

POCO M6 5G: Poco-এর স্মার্টফোনটিতে 5000 mAh ব্যাটারি রয়েছে, যা 18W দ্রুত চার্জিং সমর্থন করে। আপনি এই ফোনটি মাত্র 9,998 টাকায় ডিস্কাউন্ট সহ কিনতে পারবেন। এছাড়াও আপনি ফোনে 100 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ছাড় পাচ্ছেন।

চটজলদি ফিরে পান হারানো সামগ্রী! মুসকিল আসানে দুরন্ত উদ্যোগ ভারতীয় রেলের

Samsung Galaxy M: আপনি এই স্মার্টফোনটি 8,305 টাকায় কিনতে পারবেন, এতে আপনি Amazon-এ উপলব্ধ ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফারের সুবিধা নিতে পারবেন। এতে আপনি অনেক ফিচারও পাচ্ছেন।

best camera smartphone 5G smartPhone
Advertisment