Advertisment

Success Story: অটো চালিয়ে মেয়ের স্বপ্নপূরণে প্রাণপাত বাবার, পাহাড়প্রমাণ সাফল্যে ডাক্তার হওয়ার দৌড়ে রুবি

Autorickshaw driver's daughter cracks NEET: বাবা, অটোরিকশা চালক, এবং তার মা, ক্ষেত-খামারে কাজ করেন। ছোট থেকেই চরম দারিদ্রতার সঙ্গে লড়াই চালিয়েছেন রুবি। কখনও কখনও দুবেলা ঠিকমত খাবারও জুটত না। এই হতদরিদ্র মেয়েটার জীবনে একটাই লক্ষ্য ছিল ডাক্তার হয়ে সমাজের প্রান্তিক মানুষগুলোর জন্য কিছু করার।

author-image
IE Bangla Web Desk
New Update
ruby prajapati

পাহাড়প্রমাণ সাফল্যে ডাক্তার হওয়ার দৌড়ে রুবি

Success Story: অদম্য জেদ আর ইচ্ছাশক্তিকে সম্বল করে হার না মানা লড়াইয়ে অবশেষে সফল। জীবনে সাফল্যের পথে বড় ধাপ পেরিয়ে লাখো মানুষকে চমকে দিয়েছে এই তরুণী। তার এই সাফল্যের কাহিনী অনুপ্রেরণা জুগিয়েছে হাজার হাজার মানুষকে। কথায় আছে ইচ্ছা থাকলে উপায় হয়। তবে তার জন্য নিজের হাড়ভাঙা পরিশ্রম আর অদম্য মনোবল এই দুটি একান্ত ভাবে জরুরি। লক্ষ্যে অবিচল থেকে লড়াইয়ের পথে একে একে সিঁড়ি অতিক্রম করে অবশেষে নিট পরীক্ষায় চূড়ান্ত সফল রুবি। গুজরাটের এক গ্রামে চরম দারিদ্রতার মধ্যে বেড়ে ওঠা রুবি যেন আজ হাজার হাজার তরুণ প্রজন্মের অনুপ্রেরণার অপর নাম।

Advertisment

বাবা, অটোরিকশা চালক, এবং তার মা, ক্ষেত-খামারে কাজ করেন। ছোট থেকেই চরম দারিদ্রতার সঙ্গে লড়াই চালিয়েছেন রুবি। কখনও কখনও দুবেলা ঠিকমত খাবারও জুটত না। এই হতদরিদ্র মেয়েটার জীবনে একটাই লক্ষ্য ছিল ডাক্তার হয়ে সমাজের প্রান্তিক মানুষগুলোর জন্য কিছু করার। কিন্তু অর্থ হয়ে দাঁড়ায়  মূল বাধা। হাজার প্রতিকূলতাকে পেরিয়ে ৭২০-এর মধ্যে ৬৩৫ নম্বর পেয়ে সম্প্রতি NEET UG-এর কৃতকার্য্য হয়েছে সে।

উৎসব আবহে মাসের ১৫ দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক, অক্টোবরে চরম ভোগান্তির আশঙ্কা গ্রাহকদের

সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রুবি বলেন, "আমার পরিবার যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, তার জন্য আমি একজন ডাক্তার হওয়ার সিদ্ধান্ত নিয়েছি,"। ইতিমধ্যে দু'বার নিজে যক্ষ্মায় আক্রান্তও হয়েছিল রুবি। অসুস্থতার মধ্যেও সংকল্পে অটূট থাকতে মরিয়া লড়াই চালিয়েছেন।হাল ছাড়েন নি কখনই"।  আর্থিক চ্যালেঞ্জ সত্ত্বেও, রুবির পরিবার বরাবরই তার স্বপ্নে তার পাশে থেকে সাহস জুগিয়েছে। যা রুবির নিজের কাছে এক অনুপ্রেরণা।

বারে বারে ব্যর্থ হয়েছেন। তবুও থমকে যান নি তিনি। হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে, তিনি নতুন করে লড়াই চালিয়েছেন। বর্তমানে দিল্লির এক মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ছেন তিনি।  রুবি তার জীবনের সংগ্রাম ও সাফল্যের টিপস ইউটিউবে শেয়ার করছেন। যা হাজার হাজার ছাত্র-ছাত্রীকে উদবুদ্ধ করেছে। রুবি প্রজাপতির এই কাহিনী চোখে আঙুল  দিয়ে দেখিয়েছে সংকল্প দৃঢ় হলে হাজারো বাধা বিপত্তি তার কাছে তুচ্ছ। গুজরাটের একটি ছোট গ্রাম থেকে মেডিক্যাল স্টুডেন্ট হয়ে ওঠা রুবির জীবনকাহিনী অনেকের কাছেই যেন অন্ধকারে  আশার আলো বহন করে এনেছে।

'সিংহের তেজ' কংগ্রেসের! 'আহত বাঘ' হয়েও ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি

Success Story
Advertisment