Advertisment

সবচেয়ে দামি iPhone, কী কী ফিচার্স থাকবে iPhone 16 Pro Max-এ?

iPhone 16 Pro Max: সামনে এসেছে iPhone 16 সিরিজের লঞ্চের তারিখ! মানুষের মধ্যে উত্তেজনা তুঙ্গে। অ্যাপল প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন সিরিজের জন্য।

author-image
IE Bangla Tech Desk
New Update
iPhone 16 Pro Max

সামনে এসেছে iPhone 16 সিরিজের লঞ্চের তারিখ!



iPhone 16 Pro Max: সামনে এসেছে iPhone 16 সিরিজের লঞ্চের তারিখ! মানুষের মধ্যে উত্তেজনা তুঙ্গে। অ্যাপল প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন সিরিজের জন্য। আপনিও যদি iPhone 16 এর জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। লঞ্চের আগেই সিরিজের টপ মডেল iPhone 16 Pro Max-র ফিচার সামনে এসেছে। যা অবাক করবেই।

Advertisment

৩০০ দিন রিচার্জের ঝামেলা থেকে মুক্তি! পুজোর আগে বেস্ট প্ল্যান

বিশ্বের সবচেয়ে দামি iphone

 Apple 9 সেপ্টেম্বর, 2024-এ iPhone 16 সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে বাজারে নিয়ে আসা হবে চারটি নয়া মডেল। iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro, iPhone 16 Pro Max। iPhone 16 Pro Max হতে চলেছে আসন্ন iPhone 16 সিরিজের সবচেয়ে দামি এবং 'হাই-এন্ড ফিচার' আইফোন।

সবচেয়ে বড় ডিসপ্লে- Apple এর iPhone 16 Pro Max হতে পারে এখন পর্যন্ত সবচেয়ে বড় আইফোন। Apple প্রেমীরা iPhone 16 Pro Max-এ 6.9 ইঞ্চি সুপার রেটিনা ডিসপ্লে পেতে পারেন। এতে LTPO প্যানেল দেওয়া যেতে পারে। আমরা আপনাকে বলি যে iPhone 15 Pro Max 6.7 ইঞ্চি ডিসপ্লের সাথে লঞ্চ হয়েছিল।

চোখ তুলে তাকাবে না চিন-পাকিস্তান, MQ-9B ড্রোন আসছে ভারতের হাতে

নতুন চিপসেট  - কোম্পানি সর্বশেষ A18 চিপসেটের সাথে iPhone 16 সিরিজ লঞ্চ করতে পারে। তবে, কোম্পানি A18 প্রো চিপসেটের সাথে বাজারে iPhone 16 Pro Max লঞ্চ করতে পারে। এই চিপসেটের সাহায্যে ব্যবহারকারীরা আগের থেকে আরও ভালো পারফরম্যান্স পেতে চলেছেন।

অনন্য ক্যামেরা সেটআপ  - এবার iPhone 16 Pro Max-এ, ব্যবহারকারীরা আগের সিরিজের তুলনায় একটি নতুন ক্যামেরা সেটআপ পেতে পারেন। ক্যামেরা মডিউলের পাশাপাশি ক্যামেরা সেন্সরেও পরিবর্তন দেখা যায়। iPhone 16 Pro Max-এর ক্যামেরা সেটআপে একটি 48-মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাওয়া যাবে। এই 48 মেগাপিক্সেল চওড়া লেন্সটি 5x অপটিক্যাল জুম বৈশিষ্ট্য সহ আসতে পারে।

কীভাবে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরবেন সুনিতা? জানলে চমকে যাবেন

বড় স্টোরেজ ক্ষমতা- রিপোর্ট অনুযায়ী, অ্যাপল এবার পর্যন্ত সবচেয়ে বড় স্টোরেজ ক্ষমতা সহ iPhone 16 Pro Max লঞ্চ করতে পারে। একটি রিপোর্ট অনুযায়ী, আসন্ন স্মার্টফোনে 2TB পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে।

বিশেষ ফিচার - অ্যাপল খুব বিশেষ ফিচার অ্যাপল ইন্টেলিজেন্স সহ iPhone 16 Pro Max লঞ্চ করতে পারে। শুধু তাই নয়, ব্যবহারকারীরা প্রো ম্যাক্স মডেলে বিভিন্ন ধরনের AI বৈশিষ্ট্যও দেখতে পাবেন। iPhone 16 Pro Max মডেলে থাকতে চলেছে দুরন্ত নেটওয়ার্ক কানেকশন। থাকতে পারে WiFi 7, ব্লুটুথ 5.4 ।

নামমাত্র খরচে পান দুর্দান্ত রেঞ্জ, ই-লুনার ফিচার্স চমকে দেবে

apple iPhone iphone
Advertisment