Sunita Williams : ক্রু-9 কি? সুনিতা উইলিয়ামসকে ফিরিয়ে আনবে ইলন মাস্ক ও নাসা! জানুন ক্রু-৯ মিশন সম্পর্কে।
জুন থেকে মহাকাশে আটকে সুনিতা ও তাঁর এক সঙ্গী
ইন্দো-মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোরের পৃথিবীতে ফেরার আশা জোরালো হচ্ছে। জুন থেকে মহাকাশে আটকে রয়েছেন এই দুই মহাকাশচারী। সুনিতা ও বুচকে নাসার ক্রু-৯ মিশনের মাধ্যমে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে বলেই জানা গিয়েছে। তবে আগামী বছরের ফেব্রুয়ারির আগে তা কোন ভাবেই সম্ভব হবে না বলে জানিয়ে দিয়েছে নাসা। নাসা নিশ্চিত করেছে যে সুনিতা ও বুচ আর বোয়িং-এর স্টারলাইনারে চেপে পৃথিবীতে ফিরবেন না। উভয় মহাকাশচারীকে আনার জন্য ক্রু-9 মিশন চালু করা হবে।
রিপোর্ট অনুসারে, নাসা এবং বোয়িং সিদ্ধান্ত নিয়েছে যে সুনিতা এবং বুচের প্রত্যাবর্তন স্টারলাইনারে হবে না। পৃথিবীতে ফিরে আসতে দুজনেই এলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে চড়বেন।
ক্রু-9 মিশন কি?
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার উপরে অবস্থিত। মহাকাশচারীদের একটি দল সর্বদা সেখানে থেকে মহাকাশের জটিল বিষয়ে গবেষণা চালান। জুন মাসে সুনিতা এবং বুচ আইএসএসে পৌঁছেছিলেন। এরপরই মহাকাশযানে ত্রুটি ধরা পড়ে, যার পর থেকে মহাকাশেই আটকে রয়েছেন দুই মহাকাশচারী।
ক্রু -9 মিশনে কী পরিবর্তন হবে?
ক্রু-৯ মিশনের মহাকাশচারীরা স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে চড়ে মহাকাশে পৌঁছাবেন। এই মহাকাশযানটি ফিরে এলে সুনিতা ও বুচও এতে চেপে পৃথিবীতে ফিরে আসবেন। তাদের ফিরিয়ে আনতে ড্রাগন ক্যাপসুল পরিবর্তন করা হবে। রিপোর্ট অনুযায়ী, ড্রাগন ক্যাপসুলটি মাত্র ২ জন মহাকাশচারী নিয়ে চালু করা হবে, যাতে ফেরার সময় সুনিতা এবং বুচের জন্য জায়গা থাকে।
তাহলে স্টারলাইনারের কী হবে?
প্রশ্ন হচ্ছে স্টারলাইনার মহাকাশযানের কী হবে? নাসা এবং বোয়িং এই মহাকাশযানকে পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা করছে। সেপ্টেম্বরে, নিউ মেক্সিকোতে হোয়াইট স্যান্ডস স্পেস হারবারে এই মহাকাশযানটি অবতরণের চেষ্টা করা হবে।