Advertisment

Ganga Water Viral Video: কতটা বিশুদ্ধ গঙ্গার জল? ল্যাবে গিয়ে পরীক্ষা করে দেখলেন ইউটিউবার, ভিডিও দেখে চমকে যাবেন!

Ganga Water Viral Video: সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে যাতে দাবি করা হচ্ছে গঙ্গার জল শতভাগ বিশুদ্ধ। এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে এবং এটি প্রমাণ করার চেষ্টাও করা হয়েছে। অনেক নেটিজেন এ বিষয়ে তাঁদের মতামতও দিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Ganga Water Viral Video: গঙ্গা নদীর 'জলের বিশুদ্ধতা' নিয়ে বড় দাবি করলেন এক ব্যক্তি

Ganga Water Viral Video: গঙ্গা নদীর 'জলের বিশুদ্ধতা' নিয়ে বড় দাবি করলেন এক ব্যক্তি

Ganga Water Viral Video: ভারতের সবচেয়ে পবিত্র নদী হিসাবে মনে করা গঙ্গাকে। হিন্দু ধর্মে যে কোনও পুজোতেও গঙ্গার জল বিশেষভাবে ব্যবহৃত হয়। এর ধর্মীয় বিশ্বাসও অনেক বেশি। এ ছাড়া গঙ্গা পরিষ্কারের জন্য অনেক ধরনের প্রকল্প ধারাবাহিকভাবে চালানো হচ্ছে। কিন্তু এবার গঙ্গা নদীর 'জলের বিশুদ্ধতা' নিয়ে বড় দাবি করলেন এক ব্যক্তি। এই ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।

Advertisment

এমনটাই দাবি করেছেন আশু ঘাই নামে এক ইউটিউবার। তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যাতে তিনি হরিদ্বার থেকে গঙ্গা নদীর জল একটি পাত্রে জমা করেন। তারপর তিনি একটি মাইক্রোস্কোপ দিয়ে জল পরীক্ষা করা শুরু করেন এবং দেখতে পান যে এতে কোনও ব্যাকটেরিয়া বা জীব নেই। শুধু তাই নয়, তিনি 40X মাইক্রোস্কোপ দিয়ে জল পরীক্ষাও করেন।

আরও পড়ুন দিক নির্দেশে বিরাট ভুল, খালে পড়ল আস্ত গাড়ি

কিন্তু এতে কোনও আণুবীক্ষণিক জীব দেখতে না পাওয়ায় তিনি অবাক হন। এর পর সিদ্ধান্ত নেন গঙ্গা জলের কালচার করার। কালচার টেস্টের জন্য চারদিন জল রাখা হয়। পরীক্ষা করে দেখা গেছে জলে কলিফর্-সহ কোনও জীব নেই। এটি বেশ চমকপ্রদ ঘটনা এবং ভিডিওটিও দ্রুত ভাইরাল হচ্ছে।

Advertisment

টেস্ট রিপোর্টের ছবিও ভিডিওতে দেখানো হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে সম্প্রতি উত্তরপ্রদেশ কন্ট্রোল বোর্ড বলেছিল যে গঙ্গার অনেক অঞ্চলের জল খাওয়ার উপযুক্ত নয়, অন্যদিকে আইআইটি কানপুরের একটি গবেষণায় দেখা গেছে যে গঙ্গোত্রী এবং ঋষিকেশের মধ্যে অনেক জায়গায় গঙ্গার জল এখনও পরিষ্কার রয়েছে। আশু ঘাইয়ের এই ভিডিওটি 8 লাখ লাইক পেয়েছে।

আরও পড়ুন সকালে স্কুলে শিক্ষকতা, রাতে খাবার ডেলিভারি, শিক্ষকের কঠোর জীবন সংগ্রাম চোখে জল আনবে

এছাড়াও এই ভিডিওটি ১৫ মিলিয়ন ভিউ পেয়েছে। অনেক নেটিজেন এই ভিডিওতে মন্তব্যও করেছেন। একজন লিখেছেন যে, গঙ্গার জলে ব্যাকটেরিওফেজ পাওয়া যায়, তাই এটিকে পবিত্র জল বলা হয় কারণ এটি কোনও অণুজীবকে বংশবিস্তার করতে দেয় না। সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে এই ভিডিও।

viral news Ganga Youtuber National Mission for Clean Ganga viral youtuber Viral Video Ganga River
Advertisment