New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/lion.jpg)
একদল পর্যটকের মজাদার সাফারি ভ্রমণ, ভয়াবহ অভিজ্ঞতায় রূপান্তরিত হয়েছে। রেগে গিয়ে একটি সিংহ পর্যটকের গাড়িকে ধাওয়া করতে থাকে। সিংহের এই দৌড় গাড়িটিতে থাকা এক যাত্রী তার ক্যামেরা বন্দী করে। সেই ভয়ঙ্কর ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়।
Advertisment
ঘটনাটি ঘটেছে কর্ণাটকের অটল বিহারী বাজপেয়ী জুয়োলজিকাল পার্কে। এক পুরুষ সিংহ পর্যটক সাফারি জিপকে লক্ষ্য করে ছুটে আসে। জিপের গতি বাড়িয়ে ছুটে যায় চালক।
আরও পড়ুন: কমোডে বসতে গিয়ে আঁতকে উঠলেন মহিলা, ভিতরে বসে বিশালাকার পাইথন
আরও পড়ুন: এবার ডান্সিং দিদা’র ভাসান নাচে সেনসেশন সোশাল মিডিয়ায়
Read the full story inEnglish