Advertisment

Cyclone Yaas: জলমগ্ন শহরে ঘুরে বেড়াচ্ছে বিরাট সরীসৃপ! ভিডিও দেখে পিলে চমকাবে

Cyclone Yaas: সেই সরীসৃপের অবাধ বিচরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Cyclone Yaas, Monitor Lizard

এক পেল্লাই সাইজের গোসাপকে হেঁটে বেড়াতে দেখা যায় দমদম এলাকায়।

ঘূর্ণিঝড় ইয়াসের জেরে প্রবল জলোচ্ছ্বাস হয়েছে বাংলা উপকূলে। সমুদ্রের জল ঢুকে গিয়ে ভেসে গিয়েছে গ্রাম কে গ্রাম। শহরতলিতেও নদীর জল ঢুকে পড়েছে। আর সেই জলেই ভেসে আসছে অনেক জলজ প্রাণী।

Advertisment

তবে বুধবার যে প্রাণীকে লোকালয়ে জমা জলের মধ্যে হেঁটে বেড়াতে দেখা গেল তা দেখে পিলে চমকে যাওয়ার জোগাড়। এক পেল্লাই সাইজের গোসাপকে হেঁটে বেড়াতে দেখা যায় দমদম এলাকায়।

সেই সরীসৃপের অবাধ বিচরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বনদফতরের আধিকারিক প্রবীণ অঙ্গুসামী টুইট করেছেন সেই ভিডিও। তারপর থেকেই নেটিজেনরা আতঙ্কিত ওই গোসাপকে দেখে।

আরও পড়ুন নিম-তুলসির ‘ডাবল মাস্ক’! করোনা থেকে বাঁচতে নয়া উপায় ভাইরাল

ওই বন আধিকারিক টুইটে লিখেছেন, বিরাট এই গোসাপ প্রবল বৃষ্টির পর দমদম এলাকায় দেখা গিয়েছে। এ ধরনের কোনও বন্যপ্রাণী দেখতে পেলে দয়া করে বনদফতরকে খবর দিন। ধরার বা মারার চেষ্টা করবেন না দয়া করে। নিরাপদ দূরত্ব বজায় রাখুন।

আরও পড়ুন বিয়েবাড়ি ব্যুমেরাং! ব্যাঙের মতো লাফিয়ে বাড়ি ফিরতে হল আমন্ত্রিতদের

অনেক নেটিজেনই ভিডিওটি শেয়ার করেছেন। অনেকে আবার নানারকম মিম শেয়ার করেছেন। ভিডিওটির সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। তবে বহু পশুপ্রেমী ওই গোসাপের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Cyclone Yaas Monitor Lizard
Advertisment