/indian-express-bangla/media/media_files/Fz5NpHFvfGDasCbzm2Ry.jpg)
Trending Video: 'ভিক্ষা করার চেয়ে কাজ করা ভালো'! ৫৫ বছর বয়সী মহিলার গল্প আবেগপ্রবণ করেছে লাখো মানুষকে।
জীবিকা অর্জনের জন্য রাতে অটো চালান তিনি। মহিলার জীবন সংগ্রামের কাহিনী ইন্টারনেটকে আবেগপ্রবণ করে তুলেছে। কনটেন্ট ক্রিয়েটর আয়ুশ গোস্বামী একটি ভিডিওতে মহিলার কঠিন জীবন সংগ্রামের গল্প সকলের সামনে তুলে ধরেছেন, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং এখনও পর্যন্ত ৬ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে।
যাবো না বলাতেই মহিলাকে আক্রমণ! চড় কষাল অটোচালক, দাবাবনলের মত ছড়াল ভিডিও
দুঃখের সঙ্গে মহিলা স্বীকার করেন তাঁর ছেলে তাঁকে আর্থিকভাবে সাহায্য করেনি। তাকে সম্মান করেনি। তিনি আরও বলেন, “আমার একটি ছেলে আছে, সে কোনো কিছু করেনা। উল্টো মারধর করে। জিনিসপত্র ভাংচুর করে। আমার কাছ থেকে কেড়ে নেয় জামাকাপড়। আমার সন্তানরা আমাকে সম্মান না করলে আমি কি বলব? ভিক্ষা করার চেয়ে ভালো আমি কাজ করব"।
২০ হাজার ছাড়ের বিরাট ছাড়! Bajaj chetak ই-স্কুটারের অফার চমকে দেবে!
অনেকে কমেন্টে বৃদ্ধ মহিলার ছেলের সমালোচনা করেছেন। বলেছেন যে জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় তার মনোভাব এবং উত্সর্গ অনুপ্রেরণাদায়ক।