New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/viral-video-1.jpg)
গুরুতর অপরেশন চলছে খুদের পেটে। লোকাল অ্যানাসথেসিয়া করা হয়েছে, তাই সম্পূর্ণ জ্ঞান রয়েছে খুদের। কিন্তু একটুও ভয়ডর নেই। অপরেশন টেবিলে সাধারণত রোগীকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কিন্তু এই খুদে একেবারেই আলাদা। অপরেশন টেবিলে শুয়ে অস্ত্রপচার চলাকালীন একের পর এক মিষ্টি গান গেয়ে চলেছে সে। যা আপাতত ইন্টারনেটে সবচেয়ে চর্চিত বিষয়।
Advertisment
আরও পড়ুন: উবের চালকের কণ্ঠে নয়ের দশকের গান, মুগ্ধ সোশাল মিডিয়া
ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে ভিডিওটি। সোশাল মিডিয়ার সকলে আরোগ্য কামনা করছে শিশুটির। অপরেশন টেবিলে শুয়ে শিশুটি গেয়ে চলেছে, "একথা রাখব সদা মনে, সারাদিন ভালো হয়ে চলব, মন দিয়ে লেখা পড়া করব, ভক্তি করব গুরুজনকে" যা দেখে তাজ্জব নেটপাড়া। ভিডিওটি শেয়ার করেছে সিঙ্গুর নামের একটি ফেসবুক গ্রুপ।