Advertisment

পুলিশের হেফাজত থেকে 'পোর্শে' গাড়ি ছাড়াতে দিতে হল দেশের সর্বোচ্চ জরিমানা !

টাকা না থাকায় গাড়িটিকে ফিরিয়ে নিয়ে যেতে পারছিলেন না। এদিকে ফাইনের ঘাড়ে ছিল, সুদের বোঝা। অতএব ক্রমশ বেড়ে চলেছিল জরিমানা অঙ্কের সংখ্যা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

২৭ লক্ষ্য টাকার জরিমানা দিয়ে পুলিশের হেফাজত থেকে নিয়ে যেতে হল সাধের গাড়ি। এত বেশি অঙ্কের জরিমানা ভারতে এর আগে কেউ দেয়নি বলে জানিয়েছে আহমেদাবাদ পুলিশ। কিন্তু কেন এত টাকার জরিমানা? সেই প্রশ্নেই ভাইরাল আহমেদাবাদ পুলিশের টুইট।

Advertisment

গাড়িটি আবার যে সে গাড়ি নয়, পোর্শে, ৯১১ স্পোর্টস। ভারতের বাজারে যার দাম ২ কোটি টাকা। বলাই যায়, এটি একেবারেই সাধ্যের গাড়ি নয়। গাড়ির প্রয়োজনীয় কাগজ পত্র ছিল না মালিক রঞ্জিত দেশাইয়ের কাছে। কাজেই, ট্রাফিক পুলিশ গাড়িটিকে বাজেয়াপ্ত করে। এদিকে টাকা না থাকায় গাড়িটিকে ফিরিয়ে নিয়ে যেতে পারছিলেন না তিনি। একইসঙ্গে ফাইনের ঘাড়ে ছিল, সুদের বোঝা। অতএব ক্রমশ বেড়ে চলেছিল জরিমানা অঙ্কের সংখ্যা। অবশেষে সুদ ও জরিমানা সমেত মোট ২৭.৬৮ লক্ষ টাকা জমা করতে হয় রঞ্জিতকে। মঙ্গলবার আহমেদাবাদ পুলিশে গাড়িটিকে ফিরিয়ে দেয় মালিকের কাছে।

আরও পড়ুন: “সস্তার প্রচারের জন্য ছাত্র-ছাত্রীদের পাশে দীপিকা”, ছাপাক বয়কটের ডাক সোশাল মিডিয়ায়

গতকাল, আহমেদাবাদ ট্রাফিক পুলিশ রসিদ ও গাড়ির ছবি পোস্ট করে জানায়, এই গোটা ঘটনার কথা। যা নিয়ে বেশ উচ্ছ্বসিত নেট দুনিয়া।

পুলিশ টুইট করে জানিয়েছেন, যে ২৮ নভেম্বর নম্বর প্লেটহীন পোর্শেকে শহরের হেলমেট মোড়ে দাড়িয়ে থাকতে দেখে। গাড়িতে কোনো নম্বরপ্লেট না থাকায় পুলিশ গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু সেই সময় যথাযথ কাগজ পত্র দেখাতে পারেননি রঞ্জিতবাবু। অগত্যা পুলিশের হাতে তুলে দিতে হয় নিজের সাধের গাড়ি। প্রসঙ্গত, রেজিস্ট্রেশন হয়ে গেলেও, গাড়ির নম্বর না এলে রাস্তায় সে গাড়ি চালানো দন্ডনীয় অপরাধ। রঞ্জিন বাবুর ক্ষেত্রে এই ঘটনাই ঘটেছে বলে সংবাদ সূত্রে খবর।

আরও পড়ুন:সেকী কাণ্ড! চাকায় আগুন নিয়েই রানওয়ে ছাড়ে বিমান… তারপর

viral viral news
Advertisment