RPF কর্মীর তৎপরতায় প্রাণে বাঁচলেন যাত্রী, ভিডিও ভাইরাল

তাঁর এই সাহসিকতার জন্য তাকে কুর্নিশ জানান অজস্র নেটাগরিক।

তাঁর এই সাহসিকতার জন্য তাকে কুর্নিশ জানান অজস্র নেটাগরিক।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

তাঁর এই সাহসিকতার জন্য তাকে কুর্নিশ জানান অজস্র নেটাগরিক।

দিল্লি ক্যান্টনমেন্ট স্টেশনে বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন এক ব্যক্তি। সৌজন্যে স্টেশনে নিরাপত্তার দায়িত্বে থাকা RPF-এর এক কর্মী। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে RPF-এর পক্ষ থেকেই।

Advertisment

ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি দুহাতে ব্যাগ নিয়ে ট্রেনে উঠবেন বলে প্লাটফর্মে ধার দিয়ে হেঁটে চলেছেন। হটাৎ করেই ট্রেনটি ছেড়ে দেয়। ব্যক্তিটি দুহাতে থাকা ব্যাগ নিয়েই চলন্ত ট্রেনে উঠতে যান। আর তাতেই ঘটে বিপত্তি। ট্রেন থেকে পা হড়কে পড়ে যান তিনি। তাঁর পা আটকে যায় প্লাটফর্ম এবং ট্রেনের মাঝখানে।

এদিকে ট্রেন তখন চলতে শুরু করেছে। প্লাটফর্মে থাকা সকলে ‘রে রে’ বলে চিৎকার জুড়ে দিয়েছে। কর্তব্যরত এক RPF কনস্টেবল দৌড়ে গিয়ে ওই ব্যক্তিকে বাঁচাতে যান, প্রথমে পড়ে যান তিনি। হাল না ছেড়ে আবারও উঠে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে ব্যক্তিকে উদ্ধার করেন।

আরও পড়ুন ‘দাদা একটু ভ্যানটা দেখুন!’ পুলিশকর্তার হাতে দাঁড়িপাল্লা ধরিয়ে খেতে গেলেন হকার, তারপর

Advertisment

আরও পড়ুন দুই মুখে জোড়া ইঁদুর গিলে খাচ্ছে সাপ! ভয়ঙ্কর ভিডিও ভাইরাল

RPF-এর তরফ থেকে পুরো ঘটনার ভিডিও প্রকাশ করা হয়। যা ভাইরাল হয় নেটদুনিয়ায়। জানা যায় RPF কনস্টেবলের নাম রাজবীর সিং। তাঁর এই সাহসিকতার জন্য তাকে কুর্নিশ জানান অজস্র নেটাগরিক।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

RPF Viral Video