New Update
/indian-express-bangla/media/media_files/1df9eoWTyDQ6o0EKsC8w.jpg)
গরীব রথ এক্সপ্রেসের এসি কোচে দেখা মিলল একটি বিষধর সাপের।
গরীব রথ এক্সপ্রেসের এসি কোচে দেখা মিলল একটি বিষধর সাপের।
Snake Inside Train: গরীব রথ এক্সপ্রেসের এসি কোচে দেখা মিলল একটি বিষধর সাপের। যা দেখে ভয়ে আত্মারাম খাঁচা হওয়ার জোগাড় যাত্রীদের। এই সংক্রান্ত একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে কার্যত শিউরে উঠেছেন লাখো মানুষ।
সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রতিদিন সামনে আসে লাখো ভিডিও। তার মধ্যে কিছু ভিডিও এমনই যা মানুষের দৃষ্টি আকর্ষণ করে। সম্প্রতি এমনই এক ভিডিও তোলপাড় ফেলে দিয়েছে নেটদুনিয়ায়। চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে এর আগে ইঁদুরের ভিডিও তোলপাড় ফেলেছিল। এবার গবীর রথ এক্সপ্রেসের এসি কামরায় দেখা মিলল বিষধর সাপের। ভিডিওতে দেখা যাচ্ছে সাপটিকে ফণা উঁচিয়ে তেড়ে আসতে!
বাজারে ঝড় তুলবে Honda-Suzuki-এর ই-স্কুটার, লঞ্চ কবে? রইল দুরন্ত আপডেট
গরীব রথ এক্সপ্রেসের এসি কোচে দেখা মিলল বিষধর সাপের। চলন্ত ট্রেনের অনাকাঙ্খিত ঘটনায় যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে চূড়ান্ত আতঙ্ক। যদিও এবিষয়ে রেলের আধিকারিকরা বলেছেন, ভারতীয় রেলে এই ধরনের ঘটনা খুব বিরল। জব্বলপুর থেকে মুম্বইগামী গরীব রথ এক্সপ্রেস ট্রেনের এসি কোচের বার্থে হঠাৎ একটি বিষাক্ত সাপকে ফণা উঁচিয়ে বসে থাকতে দেখে পুরো কোচে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
रील मंत्री जी 👇🏼
— Congress (@INCIndia) September 22, 2024
जबलपुर–मुंबई गरीब रथ ट्रेन में यात्रियों के साथ सांप भी यात्रा कर रहा है।
जीवन में कितना एडवेंचर देना चाहते हैं। टिकट पर सीट दीजिए.. सांप नहीं चाहिए।
यात्रियों की सुरक्षा की थोड़ी सी गारंटी तो लीजिए। pic.twitter.com/vBMax2wFpI
যাত্রীরা তাৎক্ষণিকভাবে তাদের মোবাইল ফোনে দৃশ্যটি রেকর্ড করেন। পরে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওটি মাইক্রোব্লগিং সাইটে @rajtoday নামের একজন ব্যবহারকারী ২২ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং লিখেছেন- ট্রেনে সাপ! জব্বলপুর-মুম্বইগামী গরীব রক্ষা এক্সপ্রেসের ১২১৮৭ নম্বর ট্রেনের জি ১৭ নম্বর এসি কোচে দেখা মেলে সাপটির।
পেট্রোল ভরার 'টেনশন' শেষ! রোজের ব্যবহারের জন্য সেরা এই ই-বাইক, দাম মাত্র ৭৫ হাজার
ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। খবর লেখা পর্যন্ত ক্লিপটি ২ লাখ ৬৫ হাজারের বেশি ভিউ ও ১ লাখ ৬ হাজার লাইক পেয়েছে। এছাড়াও, শ'য়ে শ'য়ে শ'য়ে ব্যবহারকারী তাদের মতামত দিচ্ছেন। কংগ্রেসের তরফেও এক্স হ্যান্ডেল থেকেও ঘটনার ভিডিও পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে জব্বলপুর-মুম্বই গরীব রথ ট্রেনে যাত্রীদের সঙ্গে একটি সাপও ভ্রমণ করছে। যাত্রীদের নিরাপত্তার নিশ্চিত করুন।