Advertisment

Swiggy Delivery Boy Viral: প্রবল বৃষ্টিতে লক্ষ্যে অবিচল! এক ভিডিও মন জিতল লাখো মানুষের

Swiggy Delivery Boy Viral: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা কোটি কোটি মানুষের মন ছুঁয়ে গিয়েছে। প্রবল বৃষ্টিতেও কর্তব্যে অবিচল। সুইগি ডেলিভারি এজেন্টের একটি ভিডিও ভাইরাল হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
swiggy boy viral

বৃষ্টির মধ্যে খাবার ডেলিভারি করতে যাওয়া এক ডেলিভারি এজেন্টের ভিডিও ভাইরাল হয়েছে ।

Swiggy Delivery Boy Viral: প্রবল বৃষ্টির মধ্যে যানজটে আটকে এক ডেলিভারি বয়।  ভিডিও দেখে হৃদয় ব্যাথিত হবে। বৃষ্টি সকলের জন্য হয়ত রোমান্টিক নয়! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা কোটি কোটি মানুষের মন ছুঁয়ে গিয়েছে। প্রবল বৃষ্টিতেও কর্তব্যে অবিচল।  সুইগি ডেলিভারি এজেন্টের একটি ভিডিও ভাইরাল হচ্ছে। যেখানে তাকে তুমুল বৃষ্টির মধ্যে ক্রেতার কাছে খাবার  পৌঁছে দিতে যাচ্ছে। ভিডিওতে তাকে ট্রাফিক জ্যামে আটকে বৃষ্টিতে ভিজতে দেখা যাচ্ছে। 

Advertisment

আজকাল, অনলাইন ফুড ডেলিভারির রমরমা। লোকেরা ঘরে বসেই নিজেদের পছন্দের খাবার অর্ডার করতে পারেন এক ক্লিকেই। বৃষ্টির মধ্যে খাবার ডেলিভারি করতে যাওয়া এক ডেলিভারি এজেন্টের ভিডিও ভাইরাল হয়েছে যা হাজার হাজার মানুষের মন জয় করেছে। সুইগির ডেলিভারি বয়ের একটি ভিডিও আজকাল সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে।

মহাকাশেও সঙ্গীতের স্বাদ! পিয়ানোর সুরে ইতিহাস গড়লেন মহাকাশচারী

তুমুল বৃষ্টির মধ্যে গ্রাহকের কাছে খাবার পৌঁছে দিতে যাচ্ছেন তিনি। ডেলিভারি বয়কেও এক জায়গায় যানজটে  আটকে থাকতে দেখা যায়। প্রবল বৃষ্টিতে ভিজে যাচ্ছেন তিনি। এই পরিস্থিতিতে ডেলিভারি এজেন্টকে দেখে  আপনার হৃদয়ও ভারাক্রান্ত হয়ে উঠবে। 

"বৃষ্টি সবার জন্য রোমান্টিক নয়"

ভিডিওটি সোশ্যাল সাইট এক্স-এ শেয়ার করেছেন অঙ্কুশ শর্মা নামে এক ব্যবহারকারী। ভিডিওটি শেয়ার করার সময় ব্যবহারকারী ক্যাপশনে লিখেছেন- 'এই দৃশ্যটি আমার হৃদয়কে ভিতর থেকে নাড়া দিয়েছে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আজ থেকে আমি প্রত্যেক ডেলিভারি বয়কে ২০ টাকা টিপস দেব যারা খাবার ডেলিভারি করবেন।' বৃষ্টি সবার জন্য রোমান্টিক নয়।" ভিডিওটি এখন পর্যন্ত 1.2 মিলিয়ন মানুষ দেখেছেন এবং 14 হাজার মানুষ ভিডিওটি লাইক করেছেন। 

মাত্র ৯৯৯ টাকায় বুক করুন Ola Roadster বাইক! পুজোর আগে ধামাক অফারে চমকে দিল সংস্থা

অনেকেই এই ভিডিওটিতে মন্তব্য করছেন এবং তাদের নিজ নিজ প্রতিক্রিয়া জানাচ্ছেন। যেখানে একজন ব্যবহারকারী মন্তব্য করে লিখেছেন - "এই সব মানুষের জন্য সত্যিই একটু সম্মানের প্রয়োজন, যদি তারা ৫ মিনিট দেরি করেন তবে প্রশ্ন করবেন না"।  

viral Trending News
Advertisment