দিনের সেরা ভাইরাল খবর: কোয়ারান্টিন সেন্টারে চলছে টানটান ক্রিকেট ম্যাচ,সামুদ্রিক হিংস্র প্রাণীর বন্ধুত্ব

দিনের সেরা ভাইরাল দেখুন একসঙ্গে একটি প্রতিবেদনে

দিনের সেরা ভাইরাল দেখুন একসঙ্গে একটি প্রতিবেদনে

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Read today's top trending news headline in one place:

Advertisment

'দারু' কিনতে ড্রাম নিয়ে বাজার গেলেন শক্তি কাপুর!

publive-image মদ কিনতে যাচ্ছেন শক্তি কাপুর

Advertisment

লকডাউনের শেষার্ধেই খুলে দেওয়া হয়েছিল মদের দোকান। গোটা দেশ জুড়ে মদের দোকানের সামনে লম্বা লাইন দেখে কার্যত অবাক হয়েছিলেন সকলে। সম্প্রতি সেই দলেই কি নাম লেখালেন অভিনেতা শক্তি কাপুর!

বিস্তারিত পড়ুন- ভিডিওতে দেখুন শক্তি কাপুরের কম্ম

ছবিতে লুকিয়ে আছে বিড়াল, খুঁজতে গিয়ে হয়রান সোশাল মিডিয়া

publive-image খুঁজে দেখুন, কোথায় বিড়াল? ?

টুইটারে এই ছবি নিয়ে প্রায় হাজার পঞ্চাশেক লোক জোর চর্চা শুরু করেছে। তবে কয়েক জনই বিড়ালটির সন্ধান দিতে পেরেছেন। অনেকেই ব্যর্থ হয়েছেন।

বিস্তারিত পড়ুন- বিড়াল খুঁজতে উঠে পড়ে লেগেছে সোশাল মিডিয়া

একইসঙ্গে তিনটি বজ্রবিদ্যুৎ ছুটে এল বিমানের দিকে, তারপর…. দেখুন ভিডিওতে

publive-image বিমানের উপর বজ্রপাত

ল্যান্ড করছে বিমান। এমন সময় তিন দিক দিয়ে থেকে তিনটি বজ্রবিদ্যুত্ ছুটে এল। এমনই একটি দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। যা দেখে রীতিমত আঁতকে উঠেছে নেটপাড়া। ঘটনাটি লন্ডনের হিথরো বিমানবন্দরের আকাশের ঘটনা। স্থানীয় সংবাদসূত্রে জানা গিয়েছে, আবহাওয়া মনোরম সৌন্দর্য ক্যামেরাবন্দী করছিলেন এক ব্যক্তি। এমন সময় তিনি দেখতে পান অবতরণ করছে একটি বিমান। তখনই সেদিকে ক্যামেরা তাক করতেই ঘটে যায় সেই ভয়ঙ্কর ঘটনা। যা অজস্র নেট নাগরিকদের হাতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত পড়ুন- দেখুন ভিডিওতে

কোয়ারান্টিন সেন্টারে চলছে টানটান ক্রিকেট ম্যাচ, মিশ্র প্রতিক্রিয়া সোশাল মিডিয়ায়

publive-image কোরেন্টাইনে চলছে ক্রিকেট ম্যাচ

কোয়ারেন্টাইন কেন্দ্রগুলিতে গান নাচে মেতেছে মানুষ। অচেনা অজানা মানুষ গুলোর সামনে যে যার পারদর্শিতা তুলে ধরে খারাপ সময়ে আনন্দ উপভোগ করার চেষ্টা করছে। যা সোশাল মিডিয়া মারফত প্রকাশ্যে আসছে। সম্প্রতি একটি নতুন ভিডিওতে দেখা গেছে, একদল পুরুষ ক্রিকেট খেলছেন। জাতীয় কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ টুইটারে শেয়ার করা সেই ভিডিওটির ভিউয়ার্স সংখ্যা ছাড়িয়েছে কয়েক হাজার। কয়েকজন পুরুষকে ক্রিকেট খেলতে দেখা যায় যেখানে বেডে শুয়ে থাকা বাকিরা দর্শক।মুখোশ পরেই তাদের ক্রিকেট খেলতে দেখা যায় এবং প্রায়শই বল বিছানার মাঝে এসে পরে।

Latest viral, popular news headlines briefs in bengali

তিমি-হাঙর মুখে করে বয়ে নিয়ে যাচ্ছে একাধিক মাছ, সামুদ্রিক হিংস্র প্রাণীর বন্ধুত্ব মন কেড়েছে সোশাল মিডিয়ার

publive-image মাছের মুখে মাছ

যদিও এটি বিশ্বাস করা হয় যে সমুদ্র আজও অনাবিষ্কৃত এবং অবিচ্ছিন্ন, এমন বেশ কয়েকটি চিত্র রয়েছে যা সমুদ্রর নীচের এবং মনোমুগ্ধকর বিশ্বকে চিত্রিত করে।
বহু ছবি অনেককে হতবাকও করে দিয়েছে। ইভান্স বাউডিন যখন মেক্সিকান শহর কাবো সান লুকাসের জলে সাঁতার কাটছিলেন তখন ঠিক এই ঘটনার সাক্ষী থেকেছেন তিনি।

দিনের সেরা ভাইরাল একসঙ্গে দেখুন এই প্রতিবেদন, আসছে বাকি খবর 

viral viral news