Advertisment

দিনের সেরা ভাইরাল খবর: ১৮,০০০ ফুট উচ্চতায় যোগব্যায়াম, জেগে উঠল আগ্নেয়গিরি

ইন্দোনেশিয়ার মাউন্ট মেরাপি ফের একবার সক্রিয় হয়ে উঠল রবিবার। ওদিকে ডিমের ওপর ডিম দাঁড় করিয়ে বিশ্বরেকর্ড গড়লেন মালয়েশিয়ার তরুণ। দিনের সেরা ভাইরাল দেখুন একটি প্রতিবেদনে

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Read today's top trending viral headlines: গত দু'বছরে যার ঘুম ভেঙেছে প্রায়শই, ইন্দোনেশিয়ার সেই মাউন্ট মেরাপি ফের একবার সক্রিয় হয়ে উঠল রবিবার। ভয়ঙ্কর সুন্দর সেই দৃশ্য ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। ওদিকে ডিমের ওপর ডিম দাঁড় করিয়ে বিশ্বরেকর্ড গড়লেন মালয়েশিয়ার বাসিন্দা এক তরুণ। এমনই আরও ভাইরাল খবর জেনে নিন এক নজরে…

Advertisment

ভয়াবহ রূপ, জেগে উঠেছে আগ্নেয়গিরি, আকাশ ছুঁল ছাই-ধোঁয়া

publive-image প্রতীকী ছবি, সৌজন্যে পিক্সাবে

মৃত নয়, ইন্দোনেশিয়ার ঘুমন্ত আগ্নেয়গিরি মাউন্ট মেরাপি। রবিবার হঠাৎই জেগে ওঠে এই আগ্নেয়গিরি। শুরু হয় লাভা এবং ধোঁয়া উদ্‌গীরণ। সঙ্গে গলগল করে ঊর্ধ্বমুখী ছাই। দ্রুতগতিতে আগ্নেয়গিরি সংলগ্ন এলাকা ঢেকে গিয়েছে ছাই ও গ্যাসে। স্থানীয় সংবাদমাধ্যম মারফৎ জানা গিয়েছে, আগ্নেয়গিরি থেকে যে ধোঁয়ার স্তম্ভ বেরোচ্ছে, তার উচ্চতা প্রায় ছয় কিলোমিটার। শনিবার থেকেই স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তিন কিলোমিটার দূরবর্তী স্থানে। বিস্তারিত জানতে দেখুন ভিডিও

ডিমের উপর ডিম রেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, ভাইরাল ভিডিও

publive-image অসীম অধ্যবসায়

কোনো বাহ্যিক শক্তি ছাড়াই দিব্য একটির উপর একটি ডিম দাঁড় করিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে ফেললেন মহম্মদ আবেলহামীদ মুকবেল। যে ভিডিও দেখে অবাক নেট পাড়া। স্থানীয় সংবাদ সংস্থা থেকে জানা গিয়েছে, মাত্র ছয় বছর বয়স থেকেই ব্যালেন্সের খেলায় মেতে উঠেছিলেন এই যুবক। এখনও তাঁর বয়স মাত্র কুড়ি। আবেলহামীদের জন্মস্থান ইয়েমেনে, বর্তমানে মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুরের বাসিন্দা। বিস্তারিত পড়ুন, কীভাবে সম্ভব হল, দেখুন ভিডিওতে 

কুকুর ডলফিনের বন্ধুত্বে মুগ্ধ নেটপাড়া

publive-image

দুই প্রজাতির প্রাণীর মধ্যে বন্ধুত্ব জগতে নতুন নয়। তবু একটি কুকুর এবং একটি ডলফিনের বন্ধুত্বের ছবি মুগ্ধ করেছে নেট দুনিয়াকে। প্রাণী জগতে সর্বাপেক্ষা বুদ্ধিমান প্রজাতিদের তালিকায় একেবারে ওপরের দিকেই স্থান ডলফিন এবং কুকুরের। সেই হিসেবে সেয়ানে সেয়ানে মিষ্টি কোলাকুলি বলা যেতেই পারে।

১৮,০০০ ফুট উচ্চতায় যোগব্যায়াম, ভাইরাল হলো ছবি

publive-image

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে লাদাখের খারদুং লা পাসের কাছে যোগব্যায়াম করছেন ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ বা আইটিবিপি-র সদস্যরা, এই ছবিটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটি টুইটারে পোস্ট করা হয় ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের পক্ষ থেকেই। বর্তমানে ভারত-চিন সীমান্তে সংঘর্ষের কারণে শিরোনামে রয়েছে লাদাখ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

viral viral news
Advertisment