Advertisment

দিনের সেরা ভাইরাল: জেসিবি চালাচ্ছে একরত্তি ছেলে, মিস ইন্ডিয়া স্মৃতি ইরানী

এক নজরে দেখে নিন দিনের সেরা ভাইরাল

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Read today's top trending news headline in one place. Latest viral, popular news headlines briefs in bengali: বাঁদরের এ হেন মানুষের মত আচরণ মন কেড়েছে সোশাল মিডিয়ার। গত তিন দিনে প্রায় দশ হাজারের বেশি শেয়ার হয়েছে ভিডিওটি।চিৎকার চেঁচামেচিতে প্রাণ ওষ্ঠাগত হয় পাড়া প্রতিবেশীদের। তারপর...। মিস ইন্ডিয়া স্মৃতি ইরানী। এমনই অনেক ভাইরাল খবর দেখুন এক নজরে...

Advertisment

মুরগির ছানাকে জল থেকে বাঁচাতে মরিয়া বাঁদর, ভাইরাল ভিডিও

publive-image

জলের মধ্যে পরে গিয়েছে মুরগির ছানা। তাঁকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালায় বাঁদর। টানা দীর্ঘক্ষণ চলে মুরগির ছানাকে জল থেকে তোলার চেষ্টা। যতবারই বাঁদরটি হাত বাড়ায়, তত বারই আরও ভয় পেয়ে যায় মুরগির ছানাটি। কিন্তু অবশেষে মুরগির ছানাটিকে জল থেকে তুলে নেয় বাঁদরটি।বিস্তারিত জানতে দেখুন ভিডিও

জেসিবি চালাচ্ছে পাঁচ বছরের খুদে, শেওয়াগ মুগ্ধ হতেই সমস্যা অন্যত্র

publive-image

বয়স মাত্র পাঁচ বছর। এই বয়সেই পাকাপোক্তভাবে জেসিবি মেশিন চালাচ্ছে। বালিও তুলছে। পাঁচ বছরের রাজেশের এমন নিখুঁত দক্ষতা দেখেই টুইটারে সেই ভিডিও শেয়ার করেছেন স্বয়ং বীরেন্দ্র শেওয়াগ। বিস্তারিত জানতে দেখুন ভিডিও

বাচ্চাদের ফুটবল থামাতে এসে পুলিশ নিজেই ফুটবলার, হৃদয় গলল সবার

publive-image

রাস্তায় ফুটবল নিয়ে দাপাদাপি করছিল একদল খুদে। চিৎকার চেঁচামেচিতে প্রাণ ওষ্ঠাগত হয় পাড়া প্রতিবেশীদের। সহ্য করতে না পেরে সটান থানাতেই খবর দিয়ে দেন এক পড়শি। কিন্তু, একি! বাচ্চাদের থামাতে যে পুলিশ কর্তারা এসেছিলেন, তারাই জামা-প্যান্ট গুটিয়ে নেমে পড়লেন খুদেদের সঙ্গে। চিৎকার শোরগোলে ফের গমগম করে উঠল ছোট্ট এলাকা। বিস্তারিত জানতে দেখুন ভিডিও

মিস ইন্ডিয়া স্মৃতি ইরানি, পুরোনো ভিডিও দেখে অবাক সোশাল মিডিয়া

publive-image

টেলিভিশন প্রযোজক একতা কাপুর শুক্রবার ইনস্টাগ্রামে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় মন্ত্রী স্মৃতি ইরানীর একটি থ্রোব্যাক ভিডিও শেয়ার করছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, টেক্সটাইলের বর্তমান মন্ত্রী, যিনি একজন প্রাক্তন টেলিভিশন অভিনেত্রী এবং মডেল ছিলেন, তিনি ১৯৯৮ এর মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের পরিচয়কে আরও দৃঢ় করেন। বিস্তারিত জানতে ভিডিও দেখুন

সোশাল মিডিয়ার মন কাড়ল পাঞ্জাবের দম্পতি

publive-image

১৯৬২ সালের সিনেমার গান ‘আওয়াজ ডেকে হমে তুম বুলাও’ গেয়ে ভাইরাল পাঞ্জাবের দম্পতি। অবশ্য বলা চলে তাদের সঙ্গে গলা মিলিয়েছে পরিবারের বাকি সদস্যরাও।

ভিডিওটি শেয়ার করার সঙ্গে জানানো হয়, পাঞ্জাবের কৃষক লালচাঁদ এবং তাঁর স্ত্রী সহ গণেশগড় গ্রামে চাষের জমিতে গাছের ছায়ায় দাঁড়িয়ে গান করছেন। সিনেমায় গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর এবং মহম্মদ রফি।

viral viral news
Advertisment