New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/top-viral.jpg)
দিনের সেরা ভাইরাল দেখুন এই প্রতিবেদনে
সম্প্রতি ভাইরাল একটি মাছের ভিডিও। যিনি জল থেকে উঠে এসে এক ব্যক্তির হাত থেকে চিল্ড বিয়ার পান করছে। যা দেখে অবাক নেট পাড়া। তবে অনেকেই প্রশ্ন করেছে, এটি মাছের শরীরের জন্য ক্ষতিকারক নয়!
দেখুন ভিডিওতে...‘চিল্ড বিয়ার’ খাচ্ছে মাছ! জোর চর্চা সোশাল মিডিয়ায়
অস্ত্রোপচারের পরেই চক্ষু চরকগাছ সার্জনের। পাকস্থলী নয়, মোবাইল চার্জার বেরোল মূত্রথলি থেকে! যৌন উদ্দীপক হিসাবে তিনি মোবাইলের চার্জার ব্যবহার করছিলেন। সেটাই ঢুকে যায় মূত্রথলিতে।
বিস্তারিত পড়ুন :পেট ব্যথায় কাবু রোগী, মূত্রনালিতে মিলল ফোনের চার্জার
বাঁদরের মাথায় যে বাজে বুদ্ধির বাস, তা বেশ কিছু ক্ষেত্রে স্পষ্ট। সোশাল মিডিয়া মারফত এমন বহু ভিডিওতে দেখা গিয়েছে বাঁদরের অদ্ভুত সমস্ত কাণ্ডকারখানা। করোনার নমুনা নিয়ে পালিয়ে যাওয়া থেকে শুরু করে চিতাবাঘকে ভেলকি দেখানো। সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, বাঁদরের বাচ্চাটি ছাগলের শিং ধরে দুলছে... তারপর..
Monkeys mind can run into all kinds of thoughts ????
????Merlin pic.twitter.com/j42eE5gkfQ
— Susanta Nanda (@susantananda3) June 6, 2020
বিয়ে নিয়ে ফের একটি ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। নেপালিদের বিয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ভিডিওতেই দেখা যাচ্ছে বর ও কন্যে পরস্পরকে মাস্ক পড়িয়ে দিচ্ছেন।
Wow.. wermaala ki jagaah mask pehnaai ki rasam.. pic.twitter.com/eOheHHupMo
— Arif Aajakia (@arifaajakia) June 4, 2020
বিস্তারিত পড়ুন বিয়ের মঞ্চেই কত্তা মাস্ক পড়ালেন গিন্নিকে, করোনা বধের শপথ সবাইয়ের
গিরগিটি নিয়ে ভ্লগিং করছিলেন কন্যে। বাড়ির পাঁচিলের উপরেই নিশ্চিন্দে ছিল গিরগিটিটি। তবে সেই ভ্লগিংয়ের মাঝেই বিপত্তি বাঁধাল এক বেয়াড়া সাপ। সাপ বেরোতেই সেই কন্যে দৌঁড়ে পালিয়ে গেলেন মায়ের কাছে। অসমাপ্ত এই ভিডিওটিই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে দিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের মৃত্যু, বর্ণবৈষম্য, এবং পুলিশি বর্বরতার প্রতিবাদে দেশজুড়ে এখনও চলছে হাজার হাজার মানুষের প্রতিবাদ। তারই মাঝে একটি ছোট্ট মেয়ের প্রতি এক পুলিশ অফিসারের সহৃদয়তার পরিচয় মিলেছে একটি ভাইরাল ভিডিওতে, যা দেখে আবেগপূর্ণ প্রতিক্রিয়া দিচ্ছেন অজস্র নেটিজেন।