লেজেন্ড ডাকাত! জেসিবি দিয়ে চুরি করল এটিএম মেশিন, ধরা পড়ল সিসিটিভি ফুটেজে

একেবারে মেশিন কাঁধে করে নিয়ে পালাল একদল ডাকাত। হ্যাঁ, মেশিন মাটি থেকে উবরে নেওয়ার জন্য ব্যবহার করেছেন জেসিবি মেশিন।

একেবারে মেশিন কাঁধে করে নিয়ে পালাল একদল ডাকাত। হ্যাঁ, মেশিন মাটি থেকে উবরে নেওয়ার জন্য ব্যবহার করেছেন জেসিবি মেশিন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এটিএম মেশিনে কারচুপি নয়, জালিয়াতি পদ্ধতিতে টাকা তোলাও নয়, একেবারে মেশিন কাঁধে করে নিয়ে পালাল একদল ডাকাত। হ্যাঁ, ঠিকই পড়েছেন।

Advertisment

ডাকাতদল মেশিন মাটি থেকে উবরে নেওয়ার জন্য ব্যবহার করেছেন জেসিবি মেশিন। ঘটনাটি ঘটেছে আয়ারল্যান্ডে। গ্লোবাল নিউজ নেটওয়ার্ক আরটি একটি সিসিটিভি ফুটেজ শেয়ার করেছেন টুইটারে। যা ভাইরাল হয়ে পড়ে সোশাল মিডিয়ায়।

Advertisment

আরও পড়ুন: লাফ দিয়েছেন লক্ষ্মী ঠাকুর, আবার উড়েও গেছেন, বউ’কে রাগাতে ভিডিও স্বামীর

আরও পড়ুন: প্রথম সারির ক্রিকেটার এখন ভাড়ার গাড়ি চালান, মানতে পারছে না নেটপাড়া

আরও পড়ুন: এবার ডান্সিং দিদা’র ভাসান নাচে সেনসেশন সোশাল মিডিয়ায়

জেসিবি মেশিন দিয়ে দু ঘায়ে ভেঙে ফেলে এটিএম'র দেওয়াল সহ ছাদ। তারপর সেই মেশিন মাটি থেকে তুলে ফেলে। এই সিসিটিভি ফুটেজ দেখে ডাকাতদলের প্রশংসা করেছে নেটপাড়া।

viral