Advertisment

শরীর নিয়ে 'ছেলেখেলা'! পিছন থেকে সামনে এল ঘাড়, নাচে আসর মাতিয়ে দিল যুবক

Trending Video: পুরো ভিডিওতে তাকে রাবারের মতো শরীর নিয়ে ছেলেখেলা করতে দেখা যাচ্ছে ওই যুবককে। খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ৮৭ হাজারের বেশি মানুষ।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral Video

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি মুম্বইয়ের লোকালের


Trending Video: পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদের প্রতিভা মানুষকে অবাক করতে বাধ্য। সময়ে সময়ে এমন অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যাতে  চমকপ্রদ স্টান্ট মানুষের হুঁশ উড়িয়ে দেয়। এই মুহূর্তে একই ধরনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যা আপনাকে অবশ্যই অবাক করবে। ভিডিওতে দেখা যায়, ব্যক্তি নাচের সময় আশ্চর্যজনক স্টান্ট করেছেন।

Advertisment

Vivo T3 Ultra: স্মার্টফোনের বাজারে 'বিস্ফোরণ'! 24GB RAM সহ দুর্দান্ত স্মার্টফোন আনছে Vivo

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি মুম্বইয়ের। ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি লোকাল ট্রেনে গানের তালে নাচছেন। কিন্তু তিনি সাধারণ মানুষের মতো নাচছেন না, শরীর নিয়ে এক আজব কৌশল করতে করতে নাচছেন তিনি। প্রথমে তিনি তার কোমর প্রায় পেছনের দিকে বাঁকিয়ে তারপর নাচতে থাকেন। এর পরে সে হাতলটি ধরে তার পুরো হাতটি ঘোরান এবং তারপর ঝুলে থাকেন এবং পরে হাতটি নিজেই সোজা করেন। পরে ভিডিওতে, তিনি সম্পূর্ণরূপে ঘাড় ঘুরিয়ে দেন। এভাবে পুরো ভিডিওতে তাকে রাবারের মতো শরীর নিয়ে 'ছেলেখেলা' করতে দেখা যায়।

শুরু হচ্ছে BSNL 5G পরিষেবা! কোটি কোটি গ্রাহকদের জন্য বড় খবর

এই ভিডিওটি @Gulzar_sahab নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম X-এ শেয়ার করা হয়েছে। ভিডিওটি শেয়ার করার সময় ক্যাপশনে লেখা, 'ভাই, আপনি মানুষ নাকি রোবট।' খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ৮৭ হাজারের বেশি মানুষ। ভিডিওটি দেখার পর একজন ব্যবহারকারী মন্তব্য করে লিখেছেন- আরে ভাই, আপনার অসাধারণ প্রতিভা আছে। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন – হাড় ভাঙ্গা নাচ, খুব সুন্দর। তৃতীয় ব্যবহারকারী লিখেছেন- আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। অপর ব্যবহারকারী লিখেছেন - আমি অভিভূত।

যাত্রী স্বার্থে যুগান্তকারী পদক্ষেপ, টিকিট বুকিং এখন আরও সহজ!

দেখুন ভিডিও

viral Trending News Trending
Advertisment