Advertisment

Vivo T3 Ultra: স্মার্টফোনের বাজারে 'বিস্ফোরণ'! 24GB RAM সহ দুর্দান্ত স্মার্টফোন আনছে Vivo

Vivo T3 Ultra with 24GB RAM: স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ খবর। 24GB RAM সহ লঞ্চ হতে চলেছে Vivo T3 Ultra! লঞ্চের আগেই দেখুন প্রথম ঝলক।

author-image
IE Bangla Tech Desk
New Update
Vivo T3 Ultra with 24GB RAM

24GB RAM সহ লঞ্চ হতে চলেছে Vivo T3 Ultra!

 Vivo T3 Ultra with 24GB RAM: 24GB RAM সহ লঞ্চ  হতে চলেছে Vivo T3 Ultra!  লঞ্চের আগেই দেখুন প্রথম ঝলক। স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ খবর।  বাজারে শক্তিশালী স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে ভিভো। কোম্পানি শীঘ্রই বাজারে লঞ্চ করতে চলেছে Vivo T3 Ultra 5G স্মার্টফোন। এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল এতে থাকছে 24GB RAM।

Advertisment

৬ হাজার বছর আগেও সূর্যগ্রহণ! ঋগ্বেদের সামনে মাথা নোয়ালেন বিজ্ঞানীরা

স্মার্টফোন নির্মাতা কোম্পানি Vivo-র একটি শক্তিশালী স্মার্টফোন, ভারতীয় স্মার্টফোনে আলোড়ন সৃষ্টি করতে চলেছে। আপনি যদি একটি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করেন তবে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর রয়েছে। Vivo লঞ্চ করতে চলেছে Vivo T3 Ultra স্মার্টফোন। এখন লঞ্চের আগেই এর লুক এবং ডিজাইন সামনে এসেছে। Vivo একটি কার্ভড ডিসপ্লে সহ Vivo T3 Ultra 5G লঞ্চ করবে। কোম্পানির মতে, এটি হতে চলেছে ব্র্যান্ডের সবচেয়ে পাতলা স্মার্টফোন।

শুরু হচ্ছে BSNL 5G পরিষেবা! কোটি কোটি গ্রাহকদের জন্য বড় খবর

তোলপাড় ফেলতে চলেছে ভিভো'র এই স্মার্টফোন

আসন্ন স্মার্টফোনটি 5500mAh ব্যাটারি থাকবে বলেই জানা গিয়েছে। বড় ব্যাটারির কারণে, আপনি এতে আরও বেশি ব্যাকআপ পেতে চলেছেন। Vivo T3 Ultra মডেলটি 0.785 সেমি পুরু। সবচেয়ে পাতলা স্মার্টফোন। বড় ব্যাটারি চার্জ করার জন্য, এতে 80W দ্রুত চার্জিং সমর্থন থাকবে বলেও জানা গিয়েছে।

যাত্রী স্বার্থে যুগান্তকারী পদক্ষেপ, টিকিট বুকিং এখন আরও সহজ!

Vivo T3 Ultra-এ আপনি মোট 24GB RAM পাবেন। এতে আপনার 12GB স্ট্যান্ডার্ড RAM থাকবে এবং 12GB ভার্চুয়াল RAM এর বিকল্প থাকবে।  আপনি ভিভোর সমস্ত স্মার্টফোন থেকে আলাদা ক্যামেরা মডিউল পেতে চলেছেন। আপনি এই স্মার্টফোনে MediaTek Dimension 9200+ প্রসেসর থাকতে চলেছে।  যদি আমরা স্টোরেজ সম্পর্কে কথা বলি, আপনি বেস ভেরিয়েন্টে 256GB স্টোরেজ পেতে পারেন।

পুজোর আগে বিরাট অফার! jio-র, অষ্টম বর্ষপূর্তীতে কী কী চমক থাকছে?

Vivo 5G smart phone vivo Vivo smartphone
Advertisment