New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/viral-video.jpg)
আহমেদবাদ স্টেশনে মঙ্গলবার সকালে যাত্রীর লাইনে পড়ে যাওয়ার ভয়ঙ্কর দুর্ঘটনার ভিডিও শেয়ার করে ভারতীয় রেল।
চলন্ত ট্রেনে লাফ দিয়ে ওঠার সময় পা পিছলে পড়ে যান এক অজ্ঞাত পরিচয়ের যাত্রী। সে সময় ছুটে আসে স্টেশনে উপস্থিত দুই রেল পুলিশ কনস্টেবল। খুব টানা হ্যাঁচরা করে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন যাত্রীকে। কিন্তু শেষ রক্ষা হল না। প্ল্যাটফর্মের ফাঁকা জায়গা দিয়ে ট্রেনের নিচে লাইনে পড়ে যায় যাত্রী।
চলন্ত ট্রেনে যাত্রীরা যাতে না ওঠেন তার জন্য চূড়ান্ত সাবধানতা অবলম্বন করার জন্য ভারতীয় রেলের পক্ষ থেকে সচেতনতার বার্তা দেওয়া হয়ে থাকে। কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না। আহমেদবাদ স্টেশনে মঙ্গলবার সকালে যাত্রীর লাইনে পড়ে যাওয়ার ভয়ঙ্কর দুর্ঘটনার ভিডিও শেয়ার করে ভারতীয় রেল। রেল পুলিশ সাহায্যের জন্য এগিয়ে এলেও শেষপর্যন্ত প্রাণে বাঁচানো যায় না।
আরও পড়ুন: ট্রাফিক পুলিশকে জরিমানা দেবে না বাইক চালক,জানেন কী করল?
A passenger tried to board moving 12915 Ashram Exp. at Ahmedabad Station but he slipped and was about to fall in between platform & train. He was promptly pushed back into the coach by the RPF staff. HOWEVER FIT AND SMART YOU ARE, PL. DONT TRY TO ENTRAIN/DETRAIN A MOVING TRAIN pic.twitter.com/TwIgK95ZIs
— Ministry of Railways (@RailMinIndia) September 24, 2019
আরও পড়ুন: জাঙিয়া শুকানো নিয়ে ধর্না, হেসে লুটোপাটি নেটপাড়া
আহমেদাবাদ স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছিল ১২৯১৫ আশ্রম এক্সপ্রেস। সে সময় ওভারব্রিজ থেকে ছুটে নামচ্ছিলেন এক যাত্রী। দৌড়ে গিয়ে চলন্ত ট্রেনের দরজা পা দিয়ে উঠতে যান, কিন্তু পা পিছলে যায় তাঁর। স্টেশনে পড়ে যায় যাত্রী। রেল মন্ত্রকের তরফে এই ভিডিও ট্যুইট করে ফের সাবধানতা অর্জন করার বার্তা দেওয়া হয়েছে। আপনি যতই সুস্থ এবং সপ্রতিভ হোন না কেন কখনই চলন্ত ট্রেনে দৌড়ে উঠতে যাবেন না৷