/indian-express-bangla/media/member_avatars/2024/12/31/2024-12-31t044624928z-img-20241202-wa00852.jpg )
/indian-express-bangla/media/media_files/2025/06/20/cyber-crime-16-billion-logins-leaked-2025-06-20-13-28-04.jpg)
প্রতীকী ছবি।
share market investment fraud arrested Kolkata: এবার শেয়ার বাজারে লগ্নিতে মোটা টাকা লাভের প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। বিধান নগর সাইবার ক্রাইম থানায় অভিযোগের ভিত্তিতে কলকাতার লেকটাউন থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তিকে দফায় দফায় জেরা করে এই চক্রে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা।
জানা গিয়েছে, সল্টলেকের এক বাসিন্দাকে শেয়ার বাজারে লগ্নি করে মোটা টাকা লাভের প্রলোভন দেখায় মৈনাক বাগচি নামে ধৃত ব্যক্তি। দফায় দফায় এরপর সল্টলেকের বাসিন্দা অনিমেষ তায়ের কাছ থেকে ১৮ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মৈনাক বাগচি নামে ওই ব্যক্তির বিরুদ্ধে।
গত বছরের জুলাই মাসে অনিমেষ তা নামে ওই ব্যক্তিকে ফোন করা হয়েছিল। সেই ফোনেই শেয়ার বাজারে লগ্নির মাধ্যমে মোটা টাকা উপার্জনের প্রলোভন দেখানো হয় বলে দাবি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে একটি টেলিগ্রাম গ্রূপে যুক্ত করিয়ে নেওয়া হয় অনিমেষ তা নামে ওই ব্যক্তিকে। এরপর তাঁকে একটি লিংক পাঠানো হয়। সেই লিংকে ক্লিক করে অনিমেষ শেয়ার ট্রেডিংয়ের 'তথ্য' পান। তবে টাকা তুলতে যাওয়ার সময় বারবার তাঁর কাছ থেকেই টাকা চাওয়া হচ্ছিল বলে দাবি প্রতারিত ব্যক্তির।
আরও পড়ুন- mob lynching:সন্দেহের বশেই ভয়াবহ ভয়ঙ্কর অত্যাচার! কলকাতার বুকে অবর্ণনীয় নৃশংতার বলি ১
প্রতারিতের আরও দাবি, আরও টাকা লগ্নি করলে আগের টাকা মিলবে বলে তাঁকে জানানো হয়। তখনই তিনি প্রতারিত হয়েছেন বলে বুঝতে পারেন। এরপরেই বিধান নগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। শেষমেশ লেকটাউন থেকে গ্রেফতার করা হয় মৈনাক বাগচি নামে ওই ব্যক্তিকে।