Barasat News: ভুয়ো আধার কার্ড বানিয়ে বাংলাদেশিদের পাসপোর্ট পেতে সাহায্য, পুলিশের জালে ১

Barasat News: দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি মোটা টাকার বিনিময়ে ভুয়ো আধার-ভোটার কার্ড তৈরির রমরমা কারবার চালাচ্ছিলেন বলে দাবি পুলিশ সূত্রের।

Barasat News: দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি মোটা টাকার বিনিময়ে ভুয়ো আধার-ভোটার কার্ড তৈরির রমরমা কারবার চালাচ্ছিলেন বলে দাবি পুলিশ সূত্রের।

author-image
Mobarak Koraisi
New Update
Barasat News,North 24 Parganas News,Fake Aadhar,passport scam,বারাসতের খবর

Barasat News: গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে অভিযুক্তকে।

1 arrested from Barasat for making fake Aadhaar card: পাসপোর্ট জালিয়াতি (Passport Scam) কাণ্ডে রাজ্যে একের পর এক গ্রেপ্তারির মাঝেই এবার ভুয়ো আধার ও ভোটার কার্ড তৈরির অভিযোগে গ্রেপ্তারি। এক্ষেত্রেও পাসপোর্ট জালিয়াতি চক্রের যোগ রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। উত্তর ২৪ পরগনার বারাসত থেকে গ্রেপ্তার এক ব্যবসায়ী সমীর দাস। ধৃতের দুই ছেলের একজন পুলিশ ও অন্যজন চিকিৎসক। সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতেই আচমকা অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বারাসত থানার পুলিশ।

Advertisment

জাল শংসাপত্র দেখিয়ে ভুয়ো পাসপোর্ট তৈরির রমরমা কালো কারবার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। একাধিক জেলা থেকে এই চক্রে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তারও হয়েছে বেশ কয়েকজন। গতকালই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে হুগলির খানাকুল থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে শুধু পূর্ব বর্ধমান জেলা পুলিশের হাতেই পাঁচজন গ্রেপ্তার হয়েছে।

এবার ভুয়ো আধার (AADHAR) ও ভোটার কার্ড তৈরির অভিযোগে উত্তর ২৪ পরগনার বারাসত থেকে গ্রেপ্তার এক মুদি ব্যবসায়ী। ধৃত ব্যক্তি বারাসতের নবপল্লী বয়েজ স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে জাল আধার কার্ড তৈরি করে বাংলাদেশিদের পাসপোর্ট পাইয়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করত এই সমীর দাস। এটি বড়সড় কোনও চক্র হতে পারে বলে আশঙ্কা পুলিশকর্তাদের। গ্রেপ্তারির পরপর দফায়-দফায় জেরা করা হচ্ছে ধৃতকে।

Advertisment

আরও পড়ুন- Mamata Banerjee: 'মমতা' নামটি পছন্দ নয় মুখ্যমন্ত্রীর! জন্মদিন নিয়েও বিরাট 'রহস্য' ফাঁস করলেন

এদিকে, পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে ধৃতের দুই ছেলের মধ্যে একজন পুলিশে চাকরি করেন। ধৃতের অপর সন্তান পেশায় একজন চিকিৎসক। তবে কি পুলিশে চাকরি করা সন্তানের সাহায্যেই জালিয়াতির এই কারবার ফেঁদেছিলেন ধৃত সমীর? বিষয়টি স্পষ্ট না হলেও সবদিক খতিয়ে দেখছেন বারাসত থানার তদন্তকারী অফিসাররা।

আরও পড়ুন- Cyber Crime: এক ফোনেই সর্বস্ব খোয়াতে পারেন! বিপদ এড়াতে পুলিশের সাবধানবাণী আগে জানুন

Barasat Passport Bangla News Bengali News Today North 24 Pargana Aadhar Card Bangladeshi news in west bengal news of west bengal