Advertisment

Mamata Banerjee: 'মমতা' নামটি পছন্দ নয় মুখ্যমন্ত্রীর! জন্মদিন নিয়েও বিরাট 'রহস্য' ফাঁস করলেন

CM Mamata Banerjee: ছাত্রছাত্রীদের একটি অনুষ্ঠানে কলকাতার ধনধান্য স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানেই ছোটবেলার নানা কাহিনী তুলে ধরেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata news,west bengal news,mamata banerjee,concluding ceremony of students week,মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee:অন্য মেজাজে মুখ্যমন্ত্রী। কলকাতার ধনধান্য স্টেডিয়ামে বুধবার ছাত্র সপ্তাহের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য মন্ত্রী, দলের সাংসদ-বিধায়কদের অনেকেই ছিলেন এই অনুষ্ঠানে। ছাত্র-ছাত্রীদের অনুষ্ঠানে এদিন বেশ খোজ মেজাজে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। ছাত্র সমাজকে এগিয়ে চলার পরামর্শ দেওয়ার পাশাপাশি নিজের ছোটবেলার বেশ কয়েকটি ঘটনার কথা এদিন অকপটে জানালেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে নিজের রাজনৈতিক জীবনের শুরুর দিনগুলির কথা মনে করিয়ে আবারও তিনি নিশানা করেছেন সিপিএমকে।

Advertisment

'জন্মদিন' বিষয়টি বিশেষ পছন্দের নয় মমতার:

মুখ্যমন্ত্রী বলেন, "সবাই আমায় জন্মদিন-জন্মদিন করে! আমি মনে করি এখনও জন্মায়নি। আমার একটা কবিতা আছে..."জন্ম হবে সেদিন, এই পৃথিবী থেকে বিদায় নেব যেদিন"! অনেকে আমায় 'হ্যাপি বার্থ ডে' বলেন, কিন্তু দিনটা আমার কাছে মোটেই পছন্দকর নয়। ওটা সার্টিফিকেটের বয়স। বাবা-মা করে দিয়ে গেছেন। আমি জানতামও না। আমি যখন কলেজে পড়ি দাদা আমাকে একদিন বলল, 'তুই কি জানিস বাবা কী করে তোর বয়স দিয়েছে? সার্টিফিকেটে তোর আর আমার বয়সের মধ্যে ৬ মাসের ডিফারেন্স'।  আগেকার দিনে সমস্যাটা ছিল...যারা আমরা বাড়িতে জন্মেছি। কাজেই আসল বয়সটা কিন্তু লুকিয়ে থাকে। সার্টিফিকেটের বয়সটা মানুষ ধরে নেয়। আমার নামটাও আমার পছন্দের নয়, কিন্তু হয়ে গেছে। ছোটদের সামনেই ছোটবেলার ঘটনা বললাম।"

তবে এদিনের বক্তব্যে নিজের রাজনৈতিক জীবনের শুরুর দিকের বেশ কিছু ঘটনাও ফের একবার প্রকাশ্যে এনেছেন মুখ্যমন্ত্রী। এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী ফের একবার নিশানা করেছেন বামেদের। রাজ্যে সিপিএম-এর আমলে তাঁকে মারধর করা হয়েছে বলে আবারও সরব মমতা বন্দ্যোপাধ্যায়। 

Advertisment

আরও পড়ুন- Cyber Crime: এক ফোনেই সর্বস্ব খোয়াতে পারেন! বিপদ এড়াতে পুলিশের সাবধানবাণী আগে জানুন

আমি একটা জীবন্ত লাশের মতো: মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী বলেন, "পা থেকে মাথা পর্যন্ত এমন কোনও জায়গা নেই যে আমি পিটুনি খায়নি সিপিএমের হাতে। মৃত্যুর হাত থেকে অনেকবার বেঁচে এসেছি। কাজেই সেই সময়টা যেতে ভয় পেতাম। তা সত্ত্বেও দু'বছর MA-এর যে ক্লাস থাকে আমি তার মধ্যে একবছর লুকিয়ে লুকিয়ে ক্লাস করেছিলাম। আমার পরিচয় তখন কেউ জানতে পারেনি। আমি যখন LLB করেছি তখনও কেউ জানতে পারেনি।" 

আরও পড়ুন- West Bengal News Live Updates: স্বামী জীবিত, অথচ ২ বছর ধরে বিধবা ভাতা পাচ্ছেন শান্তিপুরের মহিলা

Bangla News news of west bengal news in west bengal CM Mamata banerjee Bengali News Today
Advertisment