RG Kar Medical College: আরজি কর মেডিকেল কলেজ (RG Kar Medical College) হাসপাতালে দিনের পর দিন থ্রেট কালচারে এই ১০ চিকিৎসক ছাড়াও আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তবে আপাতত এই ১০ চিকিৎসককেই আজীবনের মত কলেজের হস্টেল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের বাড়িতেও অভিযোগপত্র পাঠানো হবে বলে স্থির করা হয়েছে। কলেজ কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবার আরজি কর মেডিকেল কলেজের প্ল্যাটিনাম জুবিলি হলে কাউন্সিলের বৈঠক হয়। সেই বৈঠকে কলেজ কর্তৃপক্ষ ছাড়াও ডাক্তার, ইন্টার্নদের প্রতিনিধিরা ছিলেন। দীর্ঘ সেই বৈঠকে হাসপাতালে থ্রেট কালচার সমূলে উৎখাতের সিদ্ধান্ত হয়। সেই বৈঠকে কলেজ হস্টেলে থ্রেট কালচারে অভিযুক্ত ৫৯ জনকে চিহ্নিত করা হয়। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে শাস্তির সুপারিশ ওঠে ওই বৈঠকে। শেষমেষ বৈঠকে সিদ্ধান্ত হয় যে ১০ চিকিৎসককে অবিলম্বে বহিষ্কার করা হবে। বাকিদের বিরুদ্ধেও অত্যন্ত কড়া পদক্ষেপ করা হচ্ছে বলে খবর।
কোন ১০ চিকিৎসককে বহিষ্কার?
বহিষ্কৃত চিকিৎসক আশিস পান্ডে, অভিষেক সেন, সৌরভ পাল, তনভীর আহমেদ কাজী, অমরেন্দ্র সিং, সরিফ হাসান, আয়ুশ্রী থাপা, সত্যপাল সিং, নিলাগ্নি দেবনাথ এবং নির্জন বাগচী।
আরও পড়ুন- Junior Doctors Hunger Strike: 'উৎসবে নয়', ন্যায় বিচারের দাবিতে আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা
আরও পড়ুন- Jaynagar Child Death: জয়নগরে বালিকা ধর্ষণ-খুন, তুমুল বিক্ষোভ বাম-BJP-র, TMC বিধায়ককে তাড়া, গোব্যাক স্লোগান সাংসদকেও
আরও পড়ুন- Hilsa: পুজোর মুখে ইলিশপ্রেমীদের জন্য বিরাট সুখবর! বড়সড় আশার কথা শোনালেন মৎস্য আধিকারিক
এদিকে একাধিক দাবিতে এবার কর্মবিরতি প্রত্যাহার করে নিলেও আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। শনিবার রাত থেকে ধর্মতলায় অনশনে বসেছেন ৬ জুনিয়র ডাক্তার। আগামিদিনে এই অনশন কর্মসূচি আরও ব্যাপক হারে চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।