/indian-express-bangla/media/media_files/2025/06/18/High court-a2e77e2c.jpg)
Calcutta High Court: কলকাতা হাইকোর্ট।
MGNREGA: ১০০ দিনের কাজ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় জয়ের পর রাজ্য সরকার এবার নতুন পদক্ষেপ নিল। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে ১০০ দিনের কাজ সংক্রান্ত একাধিক মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। সেই সমস্ত মামলার দ্রুত শুনানি ও নিষ্পত্তির আবেদন জানিয়েছে রাজ্য। ইতিমধ্যেই আদালত জানিয়েছে, আগামী ৭ নভেম্বর মামলার শুনানি হবে।
চার বছরের লড়াইয়ের পর আশার আলো
প্রায় চার বছর ধরে বন্ধ থাকা ১০০ দিনের কাজের প্রকল্প আবারও শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দীর্ঘ আইনি লড়াই শেষে রাজ্য সরকার অবশেষে সুপ্রিম কোর্টে বড় জয় পেয়েছে। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, ১০০ দিনের কাজের প্রকল্পে রাজ্যের প্রাপ্য সমস্ত বকেয়া অর্থ মিটিয়ে দিতে হবে কেন্দ্রীয় সরকারকে।
আরও পড়ুন- West Bengal news Live Updates:ভক্তি থেকে বিপত্তি! ছট পুজোর সকালে গঙ্গায় নেমে তলিয়ে গেলেন তিনজন
আর্থিক জট কাটাতে পদক্ষেপে রাজ্য
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পের অর্থ বরাদ্দ সংক্রান্ত মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের কাছে আবেদন জানানো হয়েছে।
আরও পড়ুন-cyclone montha:প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত ‘মন্থা’, অন্ধ্র ও ওড়িশায় সতর্কতা জারি
২০২১ থেকে বন্ধ প্রকল্পে অর্থ বরাদ্দ
আর্থিক অনিয়মের অভিযোগ তুলে ২০২১ সাল থেকে কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের খাতে রাজ্যকে কোনও অর্থ দেয়নি। রাজ্যের বারবার অনুরোধ সত্ত্বেও সেই আবেদন খারিজ করা হয়েছিল। দীর্ঘ তিন বছর ধরে প্রকল্পটি স্থগিত থাকার পর অবশেষে সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের সামনে নতুন আশা জেগেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us