/indian-express-bangla/media/media_files/2025/10/28/cyclones-2025-10-28-12-18-36.jpg)
cyclone montha: মঙ্গলবার সকালে পুরীর সমুদ্র পাড়ের ছবি।
cyclone montha news:বাংলায় বড়সড় প্রভাব না পড়লেও ঘূর্ণিঝড় দিক না হলেও দক্ষিণের রাজ্যগুলিতে তীব্র প্রভাব ফেলতে চলেছে ঘূর্ণিঝড় মন্থা। আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার ভোর ৫.৩০ নাগাদ বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় মন্থা আরও শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। গত ছয় ঘণ্টায় এটি ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ভোর ৫.৩০ নাগাদ মন্থার কেন্দ্র ছিল — মছলিপত্তনম থেকে প্রায় ১৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে, কাকিনাডা থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং বিশাখাপত্তনম থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে।
আরও পড়ুন- West Bengal news Live Updates:ভক্তি থেকে বিপত্তি! ছট পুজোর সকালে গঙ্গায় নেমে তলিয়ে গেলেন তিনজন
ওড়িশার আট জেলায় প্রবল বৃষ্টি, উদ্ধারকারী বাহিনী মোতায়েন:
মঙ্গলবার সকাল থেকেই ওড়িশার আটটি দক্ষিণাঞ্চলীয় জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে, মলকানগিরি, কোরাপুট, রায়গড়া, গজপতি, গঞ্জাম, নবরংপুর, কলাহান্ডি ও কাঞ্চমল। সম্ভাব্য পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকার আগেই নীচুভূমি ও পাহাড়ি এলাকাগুলিতে বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।
মোট ১৪০টি উদ্ধারকারী দল (প্রায় ৫,০০০ সদস্য) — এনডিআরএফ, ওডিআরএফ ও ফায়ার সার্ভিসের কর্মীদের মোতায়েন করা হয়েছে এই জেলাগুলিতে।
অন্ধ্রপ্রদেশে রেড অ্যালার্ট:
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ উপকূলবর্তী জেলাগুলিতে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোট ১৯টি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। নন্দ্যল, কদাপা ও অন্নামাইয়া জেলায় জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট — যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে কুর্নুল, অনন্তপুর, শ্রী সাথ্য সাই ও চিত্তুর জেলায় জারি হয়েছে ইয়েলো অ্যালার্ট।
আরও পড়ুন-ED raid:সাতসকালে ফের আ্যাকশন মোডে ED! আধাসেনা সঙ্গে নিয়ে কলকাতায় দুরন্ত অভিযান
৩,৭৭৮টি গ্রামে প্রভাব পড়তে পারে:
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু বলেছেন, "মঙ্গলবার সকাল থেকেই মন্থার প্রভাব তীব্র আকার নিতে পারে। সরকারি বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, “মঙ্গলবার সকাল থেকেই ঘূর্ণিঝড় মন্থার প্রভাব শুরু হবে। প্রশাসনের তথ্য অনুযায়ী, রাজ্যের ৩৩৮টি মণ্ডল ও প্রায় ৩,৭৭৮টি গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।”
আবহাওয়া দফতর জানিয়েছে, ভোর ৫.৩০ নাগাদ ঘূর্ণিঝড় মন্থা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং তা ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে চলেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us