cyclone montha:প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত ‘মন্থা’, অন্ধ্র ও ওড়িশায় সতর্কতা জারি

cyclone montha latest news: শক্তি বেড়েছে ঘূর্ণিঝড় মন্থার। প্রবল শক্তি নিয়ে অন্ধ্রপ্রদেশের উপকূলে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে। এই ঘূর্ণিঝড়ের কতটা পড়বে পশ্চিমবঙ্গে?

cyclone montha latest news: শক্তি বেড়েছে ঘূর্ণিঝড় মন্থার। প্রবল শক্তি নিয়ে অন্ধ্রপ্রদেশের উপকূলে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে। এই ঘূর্ণিঝড়ের কতটা পড়বে পশ্চিমবঙ্গে?

author-image
IE Bangla Web Desk
New Update
cyclone montha, cyclone montha tracker, cyclone montha live tracker, cyclone montha news, cyclone montha latest news, cyclone montha tamil nadu, cyclone montha affected areas, cyclone montha map, cyclone montha path, cyclone montha live news, Chennai cyclone montha, Chennai cyclone montha live news, Hyderabad cyclone montha, odisha cyclone montha, cyclone montha today news,ঘূর্ণিঝড় মন্থা, ঘূর্ণিঝড় মন্থার আপডেট

cyclone montha: মঙ্গলবার সকালে পুরীর সমুদ্র পাড়ের ছবি।

cyclone montha news:বাংলায় বড়সড় প্রভাব না পড়লেও ঘূর্ণিঝড় দিক না হলেও দক্ষিণের রাজ্যগুলিতে তীব্র প্রভাব ফেলতে চলেছে ঘূর্ণিঝড় মন্থা। আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার ভোর ৫.৩০ নাগাদ বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় মন্থা আরও শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। গত ছয় ঘণ্টায় এটি ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে।

Advertisment

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ভোর ৫.৩০ নাগাদ মন্থার কেন্দ্র ছিল — মছলিপত্তনম থেকে প্রায় ১৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে, কাকিনাডা থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং বিশাখাপত্তনম থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে।

আরও পড়ুন- West Bengal news Live Updates:ভক্তি থেকে বিপত্তি! ছট পুজোর সকালে গঙ্গায় নেমে তলিয়ে গেলেন তিনজন

Advertisment

ওড়িশার আট জেলায় প্রবল বৃষ্টি, উদ্ধারকারী বাহিনী মোতায়েন:

মঙ্গলবার সকাল থেকেই ওড়িশার আটটি দক্ষিণাঞ্চলীয় জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে, মলকানগিরি, কোরাপুট, রায়গড়া, গজপতি, গঞ্জাম, নবরংপুর, কলাহান্ডি ও কাঞ্চমল। সম্ভাব্য পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকার আগেই নীচুভূমি ও পাহাড়ি এলাকাগুলিতে বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

আরও পড়ুন- Prashant Kishor:দুই রাজ্যের ভোটার তালিকাতেই নাম PK-র, একুশের ভোটে তৃণমূলের জয়ের 'প্রধান কারিগর' বিরাট বিতর্কে!

মোট ১৪০টি উদ্ধারকারী দল (প্রায় ৫,০০০ সদস্য) — এনডিআরএফ, ওডিআরএফ ও ফায়ার সার্ভিসের কর্মীদের মোতায়েন করা হয়েছে এই জেলাগুলিতে।

অন্ধ্রপ্রদেশে রেড অ্যালার্ট:

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ উপকূলবর্তী জেলাগুলিতে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোট ১৯টি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। নন্দ্যল, কদাপা ও অন্নামাইয়া জেলায় জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট — যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে কুর্নুল, অনন্তপুর, শ্রী সাথ্য সাই ও চিত্তুর জেলায় জারি হয়েছে ইয়েলো অ্যালার্ট।

আরও পড়ুন-ED raid:সাতসকালে ফের আ্যাকশন মোডে ED! আধাসেনা সঙ্গে নিয়ে কলকাতায় দুরন্ত অভিযান

৩,৭৭৮টি গ্রামে প্রভাব পড়তে পারে:

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু বলেছেন, "মঙ্গলবার সকাল থেকেই মন্থার প্রভাব তীব্র আকার নিতে পারে। সরকারি বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, “মঙ্গলবার সকাল থেকেই ঘূর্ণিঝড় মন্থার প্রভাব শুরু হবে। প্রশাসনের তথ্য অনুযায়ী, রাজ্যের ৩৩৮টি মণ্ডল ও প্রায় ৩,৭৭৮টি গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।”

 আবহাওয়া দফতর জানিয়েছে, ভোর ৫.৩০ নাগাদ ঘূর্ণিঝড় মন্থা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং তা ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে চলেছে।

Bengal Weather rain Cyclone Mantha