West Bengal news Updates:ভক্তি থেকে বিপত্তি! ছট পুজোর সকালে গঙ্গায় নেমে তলিয়ে গেলেন তিনজন

West Bengal News Updates 28 October 2025: আজ থেকেই রাজ্যে শুরু SIR।ঘূর্ণিঝড় মন্থা স্থলভাগের দিকে এগোচ্ছে, অন্ধ্রপ্রদেশ উপকূলে ল্যান্ডফলের আশঙ্কা। কলকাতা, হাওড়া, হুগলি ও দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

West Bengal News Updates 28 October 2025: আজ থেকেই রাজ্যে শুরু SIR।ঘূর্ণিঝড় মন্থা স্থলভাগের দিকে এগোচ্ছে, অন্ধ্রপ্রদেশ উপকূলে ল্যান্ডফলের আশঙ্কা। কলকাতা, হাওড়া, হুগলি ও দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
West Bengal news,  Kolkata news live  ,28 October 2025 news updates  ,Cyclone Montha update  ,West Bengal weather alert  ,Alipore weather office  ,Kolkata rain forecast,  SIR process West Bengal  ,Voter list revision West Bengal,  Supreme Court 100 days work order  ,Abhishek Banerjee statement  ,Mamata Banerjee government news  ,Andhra Pradesh cyclone impact  ,North Bengal rainfall,  Election Commission West Bengal , Political developments in Bengal,  Heavy rain warning Bengal  ,Fishermen alert Bay of Bengal,পশ্চিমবঙ্গ খবর,  কলকাতা নিউজ লাইভ  ,২৮ অক্টোবর ২০২৫ আপডেট  ,ঘূর্ণিঝড় মন্থা আপডেট,  পশ্চিমবঙ্গের আবহাওয়া,  আলিপুর আবহাওয়া দপ্তর  ,কলকাতায় বৃষ্টির পূর্বাভাস  ,এসআইআর প্রক্রিয়া শুরু,  ভোটার তালিকা সংশোধন  ,সুপ্রিম কোর্ট ১০০ দিনের কাজ রায়,  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য,  মমতা বন্দ্যোপাধ্যায় সরকার  ,অন্ধ্রপ্রদেশ উপকূলে ল্যান্ডফল,  দক্ষিণবঙ্গের বৃষ্টি,  উত্তরবঙ্গ আবহাওয়া আপডেট  ,নির্বাচন কমিশনের ঘোষণা  ,রাজনৈতিক আপডেট পশ্চিমবঙ

News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata news live:ছট পুজোয় গঙ্গায় নেমে বিরাট বিপত্তি! পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায় মর্মান্তিক মৃত্যু মোট ৩ জনের। এদিন সকালে কাটোয়ায় ছট পুজো উপলক্ষে গঙ্গায় নেমেছিলেন দুই যুবক। জলের প্রবল স্রোতে দু'জনেই তলিয়ে গিয়েছেন। অন্যদিকে, এদিন সকালে মুর্শিদাবাদের সুতির ঔরঙ্গাবাদ বালিকা বিদ্যালয়ের সামনে গঙ্গার ঘাটেও ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ছট পুজো চলাকালীন গঙ্গায় নেমে তলিয়ে গিয়েছে ১৬ বছরের এক কিশোর। ওই যুবকের নাম বুবাই দত্ত। তার বাড়ি সুতি থানার বারুইপাড়ায় এলাকায়। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করলেও তারা সফল হননি। ডুবুরিদের নামিয়ে ওই কিশোরের খোঁজ চলছে। 

Advertisment

আরও পড়ুন- Cyclone Mantha:অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‘মন্থা’, রাজ্যে বৃষ্টির সতর্কতা জারি

ঘূর্ণিঝড় মন্থা বাড়াচ্ছে আশঙ্কা

এদিকে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেটে আশঙ্কা বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মন্থা। আপাতত সেটি স্থলভাগের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ রাতেই অন্ধ্রপ্রদেশ উপকূলে মন্থার ল্যান্ডফল হতে পারে প্রবল শক্তি নিয়ে।যদিও ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব বাংলায় পড়বে না, তবে এর পরোক্ষ প্রভাবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

Advertisment

আরও পড়ুন- ED raid:সাতসকালে ফের আ্যাকশন মোডে ED! আধাসেনা সঙ্গে নিয়ে কলকাতায় দুরন্ত অভিযান

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস—

কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।বাতাসের বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত। এছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন মোড় ১০০ দিনের কাজ নিয়ে

আরও পড়ুন-Abhishek Banerjee:সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

অন্যদিকে, রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে ১০০ দিনের কাজের টাকা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে— পশ্চিমবঙ্গকে ১০০ দিনের কাজের বকেয়া টাকা কেন্দ্রীয় সরকারকে মঞ্জুর করতেই হবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেই প্রতিক্রিয়ায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “যদি এরপরেও কেন্দ্র টাকা না ছাড়ে, তবে আমরা দিল্লিতে মেগা আন্দোলনে নামব।”

  • Oct 28, 2025 16:46 IST

    WB News Live Updates:প্রশান্ত কিশোরকে চিঠি নির্বাচন কমিশনের

    প্রশান্ত কিশোরকে চিঠি নির্বাচন কমিশনের। বিহার এবং পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় তার নাম রয়েছে। নির্বাচন কমিশন ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, পশ্চিমবঙ্গের উত্তর কলকাতা সংসদীয় আসনের অধীনে মানিকতলা বিধানসভা আসনের মধ্যে ৬২১ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার বিহারের করাকাত বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকাতেও তার নাম আছে। নির্বাচন কমিশন চিঠিতে উল্লেখ করেছে, "জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ধারা ১৭ অনুযায়ী, কোনও ব্যক্তির নাম একাধিক নির্বাচনী এলাকার ভোটার তালিকায় নিবন্ধিত করা যাবে না। এই বিধান লঙ্ঘনের জন্য ১৯৫০-এর জনপ্রতিনিধিত্ব আইনের ধারা ৩১-এর অধীনে শাস্তিযোগ্য ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, যেখানে কারাদণ্ড বা জরিমানা, অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে"।



  • Oct 28, 2025 12:29 IST

    West Bengal News Live:কড়া হুঁশিয়ারি অভিষেকের

    ১০০ দিনের কাজ (মনরেগা) প্রকল্প নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে বড় জয় পেয়েছে রাজ্য সরকার। দীর্ঘ তিন বছর পর রাজ্যের দাবির পক্ষে রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত। আদালত জানিয়েছে, ১০০ দিনের কাজের টাকার বকেয়া রাজ্য সরকারকে পরিশোধ করতেই হবে কেন্দ্রীয় সরকারকে।এই রায়ের পরেই এক্স -এ বিস্ফোরক বার্তা দেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা — “সুপ্রিম কোর্টের এই কথার পরেও যদি আমাদের পাওনা পরিশোধ না করা হয়, বাংলা আবার জেগে উঠবে এবং দিল্লির পথে লড়াই করবে।”

    বিস্তারিত পড়ুন- Abhishek Banerjee:সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের



  • Oct 28, 2025 12:26 IST

    Kolkata News Live Updates:প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত ‘মন্থা’

    বাংলায় বড়সড় প্রভাব না পড়লেও ঘূর্ণিঝড় দিক না হলেও দক্ষিণের রাজ্যগুলিতে তীব্র প্রভাব ফেলতে চলেছে ঘূর্ণিঝড় মন্থা। আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার ভোর ৫.৩০ নাগাদ বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় মন্থা আরও শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। গত ছয় ঘণ্টায় এটি ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে।

    বিস্তারিত পড়ুন- cyclone montha:প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত ‘মন্থা’, অন্ধ্র ও ওড়িশায় সতর্কতা জারি

     



  • Oct 28, 2025 10:05 IST

    WB News Live:একুশের ভোটে তৃণমূলের জয়ের 'প্রধান কারিগর' বিতর্কে!

    নির্বাচনী কৌশলী থেকে রাজনীতিক হয়ে ওঠা প্রশান্ত কিশোর আবারও বিতর্কের কেন্দ্রে। জানা গেছে, তাঁর নাম দুই রাজ্যের ভোটার তালিকায় একসঙ্গে রয়েছে — পশ্চিমবঙ্গ ও বিহারে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে প্রশান্ত কিশোরের ঠিকানা হিসেবে উল্লেখ রয়েছে ১২১, কালীঘাট রোড, যা আসলে তৃণমূল কংগ্রেসের রাজ্য কার্যালয়। এখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর অবস্থিত। প্রশান্ত কিশোর ২০২১ সালের বিধানসভা ভোটে তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করেছিলেন। তাঁর ভোটকেন্দ্র হিসেবে উল্লেখ রয়েছে বি. রানি শঙ্করী লেনের সেন্ট হেলেন স্কুল।

    বিস্তারিত পড়ুন- দুই রাজ্যের ভোটার তালিকাতেই নাম, একুশের বিধানসভা ভোটে তৃণমূলের জয়ের 'প্রধান কারিগর' বিরাট বিতর্কে!



  • Oct 28, 2025 09:29 IST

    Kolkata News Live Updates:ফের আ্যাকশন মোডে ED!

    মঙ্গলবার সকালেই ফের অ্যাকশন মোডে কেন্দ্রীয় আর্থিক তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সাতসকালে কলকাতার বেলেঘাটা এলাকার ৭৫ নম্বর হেমচন্দ্র নস্কর রোডে এক ব্যবসায়ী পরিবারের বাড়িতে হানা দেয় ইডি-র আধিকারিকরা। সূত্রের খবর, ওই বাড়িটি দুই নামী ব্যবসায়ী ভাই— বিশ্বজিৎ চৌধুরী ও রণজিৎ চৌধুরীর। তাঁরা পেশায় কাপড়ের ব্যবসায়ী বলে জানা গিয়েছে। তবে তাঁদের অন্য কোনো ব্যবসায়িক সংযোগ বা আর্থিক কার্যকলাপ সম্পর্কেও খোঁজ নিচ্ছেন তদন্তকারীরা।

    বিস্তারিত পড়ুন- ED raid:সাতসকালে ফের আ্যাকশন মোডে ED! আধাসেনা সঙ্গে নিয়ে কলকাতায় দুরন্ত অভিযান



  • Oct 28, 2025 09:01 IST

    West Bengal News Live:অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‘মন্থা’

    আজ সকালেই নিম্নচাপ থেকে শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মন্থা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি দ্রুত গতিতে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। ল্যান্ডফলের সময় মন্থার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    বিস্তারিত পড়ুন- Cyclone Mantha:অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‘মন্থা’, রাজ্যে বৃষ্টির সতর্কতা জারি



Cyclone Mantha Breaking news SIR West Bengal News kolkata news