Malda News: বিরাট 'দুর্নীতি'র আঁচই পেলেন না মুখ্যমন্ত্রী? ধুলো উড়িয়ে চপার উড়তেই কপাল চাপড়ালেন 'কন্যাশ্রী'রা!

Mamata Banerjee-Kanyashree: মালদায় প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিস্তর দুর্নীতি নিয়ে অভিযোগ জানাতে গিয়েছিলেন ১৭ স্কুলছাত্রী। তবে ফিরতে হল হতাশ হয়ে।

Mamata Banerjee-Kanyashree: মালদায় প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিস্তর দুর্নীতি নিয়ে অভিযোগ জানাতে গিয়েছিলেন ১৭ স্কুলছাত্রী। তবে ফিরতে হল হতাশ হয়ে।

author-image
Madhumita Dey
New Update
Kanyashree project,Kanyashree,Malda News,Mamata Banerjee,west bengal news,মালদার খবর,কন্যাশ্রী,মমতা বন্দ্যোপাধ্যায়

Kanyashree: মুখ্যমন্ত্রীর কপ্টার ওড়ার মুহূর্তে প্ল্যাকার্ড হাতে ছাত্রীরা।

17 students returned disappointed thinking they would complain to Mamata Banerjee about Kanyashree project:মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে হেলিপ্যাডে গিয়ে ১৭ জন 'বঞ্চিত কন্যাশ্রী' ঠাঁয় দাড়িয়েই থাকলেন। মঞ্চে তখন সরকারি প্রকল্পের সরাসরি সুবিধা প্রদান করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সাধের 'কন্যাশ্রী' (Kanyashree) প্রকল্প নিয়ে বক্তব্য রাখছেন তিনি নিজে। তখনই মানিকচকের এনায়েতপুর হাই স্কুলের ১৭ জন ছাত্রী হাতে ব্যানার নিয়ে সেখানে ঢোকার  চেষ্টা করছিলেন। তাঁদের লক্ষ্য ছিল, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার। কিন্তু ঠাঁয় দাঁড়িয়ে থাকাই সার হল। তাঁরা দেখা পাননি মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

Advertisment

এই ১৭ ছাত্রীর অভিযোগ, তাঁরা 'কন্যাশ্রী' প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। তাঁদের প্রাপ্য টাকা চলে গেছে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে। বিভিন্ন জায়গায় অভিযোগ করার পর তদন্ত শুরু হলেও হয়নি সুরাহা। তাই তাঁরা মুখ্যমন্ত্রীকে সেকথা জানাবেন। কারও ব্যানারে লেখা ছিল 'আমাদের কন্যাশ্রীর ২৫ হাজার টাকা ফেরত দিতে হবে'। আবার কারও ব্যানারে লেখা 'এই জালিয়াতির বিচার চাই'। কিন্তু ভিড়ের জন্য সভাস্থলে ঢুকতে না পেরে তাঁরা চলে গিয়েছিলেন হেলিপ্যাডে।

সেখানে ব্যানার হাতে বাঁশ দিয়ে ঘেরা ব্যারিকেডের পাশে ঠাঁয় দাড়িয়ে থাকলেন ওই ১৭ ছাত্রী। আশা ছিল, যদি প্রশাসনের কর্তারা অনন্ত তাঁদের দেখতে পান। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ যাতে হয় তাঁদের। কিন্তু যখন ধুলো উড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চপার মালদা (Malda) ছাড়ল, তখন বেশ হতাশ হয়ে পড়েন ওই ছাত্রীরা। 

আরও পড়ুন- Saraswati Puja: প্রস্তুতিতেই বিপুল সাড়া! কলকাতার নাকের ডগায় 'বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী' প্রতিমা

Advertisment

হতাশ ছাত্রীদের একজন পায়েল খাতুন। তিনি বলেন, "আমরা ১৭ জন এসেছিলাম অনেক আশা নিয়ে। প্রায় ৪৬ জনের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকেছে। তৎকালীন সহকারি প্রধান শিক্ষক সুনন্দ মজুমদার এই দুর্নীতি করেছেন। ভেবেছিলাম আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সব বলব।" দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী বলেন, "মুখ্যমন্ত্রীর সাধের 'কন্যাশ্রী' প্রকল্পের টাকা নয়ছয় হচ্ছে। মানে কি! সরষের মধ্যে ভূত আছে। ভূতকে খুঁজে বের করতে হবে। না হলে সব কিছুতে এই দুর্নীতি হবে।"

আরও পড়ুন-Puri: পুরী যাওয়ার আগে এই খবর আগে জানুন! বদলাচ্ছে জগন্নাথ দর্শনের নিয়ম

Maldah Bangla News news of west bengal news in west bengal CM Mamata banerjee kanyashree Malda Bengali News Today