Puri: পুরী যাওয়ার আগে এই খবর আগে জানুন! বদলাচ্ছে জগন্নাথ দর্শনের নিয়ম

Puri-Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরে বছরভর ভক্তদের ভিড় লেগেই থাকে। এবার ভক্তদের স্বার্থেই নতুন নিয়ম চালু করতে চলেছে জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ।

Puri-Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরে বছরভর ভক্তদের ভিড় লেগেই থাকে। এবার ভক্তদের স্বার্থেই নতুন নিয়ম চালু করতে চলেছে জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
new rules at Jagannath Temple in Puri,Jagannath Temple, Puri,odisha,west bengal news,পুরী,জগন্নাথ মন্দির,পশ্চিমবঙ্গের খবর

Puri: পুরীর জগন্নাথ মন্দির।

New rules at Jagannath Temple in Puri: কথায় আছে বাঙালির 'সেকেন্ড হোম' পুরী (Puri)। বছরভর ভ্রমণপ্রিয় বাঙালির আনাগোনা লেগেই থাকে পড়শি রাজ্য ওড়িশার এই সৈকতনগরীতে। এবার পুরীর জগন্নাথ মন্দিরে (Jagannath Temple) প্রভু জগন্নাথের দর্শনের ক্ষেত্রে নিয়মে বেশ কিছু বদল আনছে মন্দির কর্তৃপক্ষ। পুরীর মন্দিরে ভক্তদের বিপুল ভিড় সামাল দিতেও নতুন নিয়ম চালু করছে মন্দির কর্তৃপক্ষ। সবটাই হচ্ছে ভক্তদের সুবিধার কথা ভেবেই। চলতি মাসেই এই নিয়ম চালু হওয়ার কথা ছিল। তবে তা হয়নি। এবার আগামী ১ ফেব্রুয়ারি থেকে চালু হয়ে যাচ্ছে সেই নয়া নিয়ম। 

Advertisment

পুরীর জগন্নাথ মন্দিরে নয়া নিয়ম: 

আগামী ১ ফেব্রুয়ারি থেকে পুরীতে জগন্নাথ দর্শনের নিয়ম বদলে যাচ্ছে। এবার থেকে ভিড় ঠেলে আর প্রভু জগন্নাথকে দর্শন করতে হবে না ভক্তদের। প্রত্যেক ভক্ত সারিবদ্ধভাবে মন্দিরে ঢুকে বিগ্রহ দর্শনের সুযোগ পাবেন। আগামী ১ ফেব্রুয়ারি থেকে লাইন দিয়ে পুরীর মন্দিরে ঢুকতে হবে। পুরীর মন্দিরের ভেতরে মোট ৬টি লাইন থাকবে ভক্তদের জন্য। পুরীর মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এবার থেকে সাধারণ ভক্তরা চাইলেও মন্দিরের যে কোনও দিক দিয়ে ঢুকতে পারবেন না। 

Advertisment

এমনিতে পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে নির্দিষ্ট চারটি পথ রয়েছে। জানানো হয়েছে এবার থেকে শুধুমাত্র সিংহদ্বার দিয়ে মন্দিরে ঢোকা যাবে। অন্য তিনটি দ্বার থাকবে মন্দির থেকে বেরিয়ে যাওয়ার জন্য। জানা গিয়েছে, ভক্তদের জন্য পুরীর মন্দিরের ভেতরে এবার ৬টি লাইন থাকবে। একটি লাইন দিয়ে মহিলা ভক্তরা ও শিশুরা যাবে। এছাড়াও একটি লাইন থাকছে বিশেষভাবে সক্ষম ভক্তদের জন্য। অন্য আরও একটি লাইন থাকছে প্রবীণ নাগরিকদের জন্য। বাকি তিনটি লাইন সাধারণ পুরুষ ভক্তদের জন্য রাখা হবে।

আরও পড়ুন- West Bengal News LIVE: ব্যারাকপুরে শপিং মলে বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা

সারাবছর ভক্তদের বিপুল ভিড় থাকে পুরীর মন্দিরে। ওড়িশা ও দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বিদেশ থেকেও ভক্তরা ভিড় জমান পুরীর মন্দিরে। প্রভু জগন্নাথ দেবের দর্শনে ভক্তদের এবার আরও সুবিধা দিতে উদ্যোগী হয়েছে মন্দির কর্তৃপক্ষ। ভিড় এড়িয়ে সুষ্ঠুভাবে বিগ্রহ দর্শনের স্বার্থেই নয়া এই নিয়ম চালুর পথে। 

আরও পড়ুন- Sonarpur News: চুরি করতে ঢুকে রাতভর চুটিয়ে মদ্যপান, ভোরে টাকা-গয়না নিয়ে চম্পট

Bengali News Puri Bangla News Bengali News Today Jagannath Dev Jagannath Temple Lord Jagannath