Advertisment

Saraswati Puja: প্রস্তুতিতেই বিপুল সাড়া! কলকাতার নাকের ডগায় 'বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী' প্রতিমা

Saraswati Puja 2025: দারুণ তৎপরতায় এগোচ্ছে প্রতিমা তৈরির কাজ। ইতিমধ্যেই প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে। এবার সরস্বতী তাঁদের মণ্ডপে ভিড় উপচে বলবে বলে আশাবাদী উদ্যোক্তারা।

author-image
Joyprakash Das
New Update
Saraswati Puja,Saraswati Puja 2025,Batanagar 111 feet Saraswati Puja,Batanagar,সরস্বতী পুজো, বাটানগর ১১১ ফুটের সরস্বতী পুজো

Saraswati Puja 2025: তৈরি হচ্ছে বিশালাকারের সেই মণ্ডপ।

111 feet Saraswati idol is being built in Batanagar near Kolkata: কলকাতার পাশেই হতে চলেছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার সরস্বতী প্রতিমা? তবে এত বড় সরস্বতী প্রতিমা আগে হয়েছে বলে শোনেননি উদ্যোক্তারা। অনেকটা কলকাতার দেশপ্রিয় পার্কের বৃহৎ দুর্গা প্রতিমার আদলে। 'মণ্ডপ-কাম প্রতিমা'। এই সরস্বতী (Devi Saraswati) প্রতিমার উচ্চতা ১১১ ফুট। বাটানগরের (Batanagar) নিউল্যান্ড ময়দানে চলছে জোরকদমে প্রতিমা তৈরির কাজ। এলাকারই দুটি ক্লাবের উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয়েছে। উদ্যোক্তাদের আশা, বাটানগরে এবার সরস্বতী পুজোয় জনতার ঢল নামবে। 

Advertisment

প্রায় ১১ তলা বাড়ির বেশি উচ্চতা। টানা কাজ চলছে। কাঠামো দাঁড় করানোর জন্য হাজার হাজার বাঁশ জোগাড় করা হয়েছে। এছাড়াও লোহার পাইপ, কাপড়, থার্মোকল ব্যবহার করা হচ্ছে প্রতিমা তৈরিতে। ইতিমধ্যে ৭০ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, এতটা উচ্চতার জন্য নিরাপত্তার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। মণ্ডপের সামনে ডি-জোন তৈরি করা হচ্ছে। প্রয়োজনে ডি-জোনের বাইরে থেকে প্রতিমা দর্শনের ব্যবস্থা করা হবে। বেশ বড় ময়দান। দূর থেকেও স্পষ্ট দর্শন করা যাবে সরস্বতী প্রতিমার। তাছাড়া মণ্ডপ-প্রতিমা হালকা করার জন্য বাঁশ ও লোহার পাইপ ব্যবহার করা হচ্ছে।

উদ্যোক্তাদের দাবি, শুধু এরাজ্যের সব থেকে বড় প্রতিমা নয়, এটাই হবে সাড়া বিশ্বের সব থেকে বড় উচ্চতার সরস্বতী প্রতিমা। আগে কখনও এত বড় সরস্বতী প্রতিমা হয়েছে বলে জানা যায়নি। এরাজ্যে পূর্ব বর্ধমানের কালনায় সর্বজনীন সরস্বতী পুজো হয়ে আসছে দীর্ঘকাল ধরে। এবার সরস্বতী প্রতিমার টানে কলকাতার পাশে বাটানগরে সাধারণ মানুষ ভিড় জমাবেন বলে আশা করছেন উদ্যোক্তারা।    

Advertisment

আরও পড়ুন- Puri: পুরী যাওয়ার আগে এই খবর আগে জানুন! বদলাচ্ছে জগন্নাথ দর্শনের নিয়ম

পুজোর আয়োজকদের মধ্যে অন্যতম সমন শেখ বলেন, "এই পুজোর প্রধান উপদেষ্টা ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা। এখানকার দুটো সংগঠন ক্রিয়েশন ও বাটানগর স্কোয়াডের কর্তারা গোপাল সাহার সঙ্গে দেখা করেন। বড় পুজোর কথা ওঠায় যৌথভাবে উদ্যোগ নেওয়ার চিন্তাভাবনা হয়। মণ্ডপ-প্রতিমার কাজ করছেন মেদিনীপুরের শিল্পী সোমনাথ তামলি। বাটা নিউল্যান্ডের মাঠে দেড় মাস ধরে কাজ চলছে। বাটানগর স্কোয়াডের রাকেশ দাস, ক্রিয়েশনের সৌমিক বোস প্রধান উদ্যোক্তা।" কলকাতা থেকে সড়ক পথে বাটানগরের দূরত্ব মেরেকেটে ১৯ কিলোমিটারের মতো। গাড়িতে শহর কলকাতা থেকে লাগোয়া জেলা দক্ষিণ ২৪ পরগনার এই তল্লাটে যেতে মিনিট ২৫ সময় লাগবে।

আরও পড়ুন- Tiger in Purulia: বনকর্মীদের নাস্তানাবুদ করে বাংলার সীমা পার জিনাতের প্রেমিকের, স্বস্তি পুরুলিয়ায়

 

Saraswati Puja Bangla News Bengali News Today news in west bengal news of west bengal
Advertisment