Doctors: ভাতা নিয়েও চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস, ১৯ চিকিৎসককে তলব স্বাস্থ্য দফতরের

Doctors: এই ১৯ চিকিৎসকরে নামের তালিকা তৈরি করে ফেলেছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের তদন্ত কমিটির সামনে এই ১৯ চিকিৎসককে হাজিরা দিতে হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Doctors, West Bengal health department, Government Allowance,  non practicing allowance,নন প্র্যাকটিসিং ভাতা,চিকিৎসক

Doctors: প্রতীকী ছবি।

19 govt doctor are accused to practice in private hospitals even getting non practicing allowance: সরকারি হাসপাতাল ছাড়া বেসরকারি হাসপাতালে তাঁরা চিকিৎসা করবেন না, এই মর্মে মুচলেখা দিয়ে সরকার থেকে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স নিচ্ছেন কয়েকজন চিকিৎসক। তবে এরপরেই তাঁরা নিয়ম ভেঙেছেন বলে অভিযোগ। বেসরকারি হাসপাতালে চিকিৎসা না করার মুচলেখা দিয়েও নিয়মের ধার ধারছেন না ১৯ চিকিৎসক, উঠেছে এমনই অভিযোগ। নাম ধরে ধরে এবার তাঁদের তলব স্বাস্থ্য দফতরে।

Advertisment

সরকারি হাসপাতালের চিকিৎসক হয়ে ও তদুপরি নন প্র্যাকটিসিং অ্যালাউন্স নিয়েও চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস করছিলেন বেসরকারি একাধিক হাসপাতালে। সরকারকে মুছলেখা দিয়েও বিধি ভাঙা এমন ১৯ চিকিৎসককে এবার ডেকে পাঠিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। এদের মধ্যে ১০ জনকে আজ অর্থাৎ ১২ ফেব্রুয়ারি তলব করা হয়েছে। বাকিদের ডেকে পাঠানো হয়েছে আগামী ২০ ফেব্রুয়ারি। এদের বিরুদ্ধে অভিযোগ, এঁরা বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পে চিকিৎসা করেছেন, অথচ সরকারি হাসপাতালে আউটডোর ডিউটিতে এরা গরহাজির থেকেছেন।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওই ১৯ জন চিকিৎসককে স্বাস্থ্য ভবনের তদন্ত কমিটির সামনে হাজিরা দিতে হবে। ওই হাজিরার সময় তাঁদের পে-স্লিপ , প্রাইভেট প্র্যাকটিসের জন্য প্রয়োজনীয় অনুমতি সহ একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে যেতে বলা হয়েছে। সরকারের থেকে ভাতা নিয়েও সরকারি হাসপাতালে পরিষেবা না দিয়ে কেন তাঁরা বেসরকারি হাসপাতালগুলিতে সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের চিকিৎসা পরিষেবা দিয়ে গিয়েছেন সে ব্যাপারে তাঁদের কাছে কৈফিয়ৎ চাইবেন তদন্ত কমিটির আধিকারিকরা।

আরও পড়ুন- West Bengal News Live: লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা আরও বাড়বে? ফের DA ঘোষণা? আজ রাজ্য বাজেটে নজর

Advertisment

উল্লেখ্য নন প্র্যাকটিসিং অ্যালাউন্স হল এমন একটি ভাতা যেটা সরকারি চিকিৎসকরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা না করলে পেয়ে থাকেন। সাধারণ ক্ষেত্রে এই ভাতা মূল বেতনের ৩০ শতাংশ হয়। এভাবে নন প্র্যাকটিসিং ভাতা নিয়েও ১৯ জন সরকারি চিকিৎসক বিধি ভেঙেছেন বলে অভিযোগ। জানা গিয়েছে, এই ১৯ জন চিকিৎসক পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, পুরুলিয়া, নদিয়া, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন সরকারি হাসপাতালে চাকরি করেন।

আরও পড়ুন- Kolkata Weather Today: ম্যাজিকের মতো বদলাবে আবহাওয়া! ফিরছে শীত, একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

Bengali News Today news in west bengal news of west bengal Doctors