/indian-express-bangla/media/media_files/2025/02/12/pjH3Adx8MnlrhXsgxNeT.jpg)
Bengal Weather Update: আবারও পারদ পতনের সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়।
IMD Weather Update Today February 12: কলকাতার পাশাপাশি জেলাগুলিতে শীতের আমেজ একেবারে ফিকে হয়ে গেছে। অনেকেই মনে করছেন এবার পাকাপাকিভাবে শীতের বিদায়ঘণ্টা বেজে গেল। তবে সেই ভাবনায় জল ঢেলে ফের ফিরছে শীত। আবারও একাধিক জেলায় দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত পারদ কমে যেতে পারে। তারই জেরে ফের একবার ঠান্ডার অনুভূতি বাড়তে পারে। তবে এরই মধ্যে কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় আবহাওয়ার তেমন বদল চোখে না পড়লেও তারপর থেকে পরিস্থিতি বদলাবে। বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এক ধাক্কায় দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে। তারই জেরে জোরালো হতে পারে শীতের অনুভূতি।
কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতাতেও ঠান্ডা গায়েব। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার তিলোত্তমা মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত শুষ্ক আবহাওয়া রয়েছে। তবে আগামী রবিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার পতন চোখে পড়তে পারে। দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। তবে বুধবার উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের কিছু কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- Partha Chatterjee: 'পার্থকে চিরতরে সরিয়ে দিতে চায়', সাংঘাতিক আশঙ্কায় রাজ্যপালকে চিঠি BJP সাংসদের