Two arrested for murdering father and son in Murshidabad had planned to flee to Bangladesh: ওয়াকফ সংশোধনী আইনের (Waqf Amendment Act) প্রতিবাদে চলা বিক্ষোভ মুর্শিদাবাদে দাঙ্গা (Murshidabad Riot) পরিস্থিতি তৈরি করে। জঙ্গিপুর থেকে ছাড়ানো অশান্তি ক্রমেই উমরপুর হয়ে সামশেরগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। মুর্শিদাবাদের এই হিংসায় ৩ জনের মৃত্যু হয়েছে। দু'জনকে কুপিয়ে খুন করা হয়েছে। সেই খুনের অভিযোগে দু'জনকে গ্রেফতারের পর বড়সড় আশঙ্কার কথা প্রকাশ্যে এল। পুলিশ সূত্রের খবর, এই হত্যাকাণ্ডের পর দুই অভিযুক্ত বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক কষেছিল। তবে শেষ রক্ষা হয়নি। তার আগেই পুলিশের জালে তারা ধরা পড়ে যায়।
মঙ্গলবার ADG দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার সাংবাদিকদের বলেন, "সামশেরগঞ্জে এক পরিবারের দু'জন খুন হন। তাঁদের নাম হরগোবিন্দ দাস ও চন্দন দাস। সেই খুনের তদন্তে সিট গঠন করা হয়। যাতে স্থানীয় থানার অফিসরাদের পাশাপাশি CID, IB ও STF-এর অফিসাররা আছেন। তদন্তে নেমে ওই এলাকা থেকে গত দু'দিনে আমরা বিস্তারিত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজ খতিয়ে দেখে বেশ কয়েকজন দুষ্কৃতীকে চিহ্নিত করতে আমরা সক্ষম হই।"
তিনি আরও বলেন, "সেই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গতরাতে গ্রেফতার করেছি। তাদের নাম কালু নাদাব ও দিলবর নাদাব। সম্পর্কে এরা ভাই। কালু গ্রেফতার হয়েছে বীরভূমের মুরারই থেকে। দিলবার নাদাবকে গ্রেফতার করা হয়েছে সুতি থানার বাংলাদেশ সীমান্তের কাছ থেকে। বাকি দুষ্কৃতীদেরও ধরার চেষ্টা চলছে। এই নৃশংস খুনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা জড়িত তাদের কাউকে ছাড়া হবে না। প্রত্যেককে আমরা ধরব ও দ্রুত তদন্ত শেষ করে তাদের শাস্তিও সুনিশ্চিত করব।"
আরও পড়ুন- West Bengal News Live: ওয়াকফ অশান্তিতে তপ্ত পশ্চিমবঙ্গের একাধিক জেলা, এই আবহে বিরাট সিদ্ধান্ত বাংলাদেশের
উল্লেখ্য, ওয়াকফ বিক্ষোভের মাঝেই গত ১২ এপ্রিল সামশেরগঞ্জে কুপিয়ে খুন করা হয় হরগোবিন্দ দাস ও চন্দন দাস নামে দু'জনকে। বাড়িতে ঢুকে নৃশংসভাবে সম্পর্কে বাবা-ছেলে দু'জনকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে।
এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার আগুন জ্বলে ওঠে সামশেরগঞ্জে। বহু পরিবার প্রাণভয়ে মুর্শিদাবাদ থেকে পালিয়ে মালদা-সহ পার্শ্ববর্তী অন্য জেলাগুলিতে গিয়ে আশ্রয় নিয়েছে। যদিও পুলিশের আশ্বাসে তাঁদের মধ্যে অনেকেই বাড়িতে ফিরতেও শুরু করেছে।
আরও পড়ুন- Adhir Chowdhury: 'মুর্শিদাবাদ আফগানিস্তান নয়..', মমতাকে পদ্মা-পাড়ে কবিতা লেখার আমন্ত্রণ অধীরের
মঙ্গলবার এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার আরও জানিয়েছেন, মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ২২১ জনকে গ্রেফতার করা হয়েছে। ১০৯৩টি সোশ্যাল মিডিয়ার ফেক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। সমগ্র পরিস্থিতির দিকে পুলিশ নজর রাখছে। রাজ্য পুলিশের পাশাপাশি BSF, CRPF-এর টহলদারি চলছে সংবেদনশীল এলাকাগুলিতে। তবে নতুন করে কোনও অশান্তির খবর মেলেনি বলে পুলিশের ওই শীর্ষকর্তা জানিয়েছেন।
আরও পড়ুন- South 24 Parganas News: শেষমেষ চরম সিদ্ধান্তটা নিয়েই ফেললেন 'মাস্টারমশাই'! দিশেহারা পরিবার