2 Bangladeshis arrested from Dattapukur in North 24 Parganas: আবারও গ্রেপ্তার দুই বাংলাদেশি (Bangladeshi)। এবার উত্তর ২৪ পরগনার বামনগাছি থেকে দুই বাংলাদেশের যুবককে গ্রেপ্তার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বামনগাছির দত্তপুকুর এলাকার একটি বাড়িতে হানা দেয় পুলিশ। ওই বাড়ি থেকেই দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে দত্তপুকুর এলাকার ওই বাড়িতে বসবাস করছিলেন ওই দুই যুবক। ধৃত নুরুল ইসলাম এবং শেখ রফিকুল ইসলাম, দু'জনেই বাংলাদেশের বাসিন্দা। বাংলাদেশ থেকে কোনওভাবে ঢুকে ভুয়ো শংসাপত্র বানিয়ে ফেলেছিল দু'জনেই।
ধৃত দু'জনের মধ্যে নুরুল ইসলাম নাম বদলে ফেলেছিলেন। নুরুল নাম পাল্টে নিজেকে নারায়ণ অধিকারী বলে পরিচয় দিতেন। এমনকী ওই নামেই তিনি ভুয়ো শংসাপত্র পর্যন্ত বানিয়ে ফেলেছিলেন বলে দাবি সূত্রের।
আরও পড়ুন- Bangladeshi Arrest: ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে ঢুকে সাংঘাতিক ছক? সোনারপুরে গ্রেপ্তার ৫ বাংলাদেশি
তবে শেষ রক্ষা হয়নি। গোপন সূত্রে ওই দুই বাংলাদেশি যুবকের ব্যাপারে খবর যায় পুলিশের কাছে। সেই মতো দত্তপুকুরের ওই বাড়িতে হানা দিয়ে দু'জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে কাদির ধারায় মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন- West Bengal News Live: স্যালাইন-কাণ্ডের প্রতিবাদ, কংগ্রেসের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার
অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনা সোনারপুর থেকেও পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ বৈকুন্ঠপুর এলাকা থেকে ওই পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাঁরাও অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকেছিল বলে জানতে পেরেছে পুলিশ।
আরও পড়ুন- Tiger in Jhargram: ফের লোকালয়ে বাঘ, গলায় নেই রেডিও কলার, গতিবিধি জানতে হিমশিম খাচ্ছে বনদপ্তর