/indian-express-bangla/media/media_files/2025/01/13/VKyO1FSFqsGgzTgyjRVt.jpg)
Tiger footprints in Jhargram: প্রতীকী ছবি।
Tiger footprints in Belpahari area of Jhargram: বাঘিনী জিনাতের পর ফের বাঘের হানা বাংলার জঙ্গলমহল এলাকায়। এবার বেলপাহাড়িতে (Belpahari) ঢুকে পড়েছে আরও এক রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)। বনদপ্তর ইতিমধ্যেই এই খবর নিশ্চিত করেছে। বাঘটি ধরতে জঙ্গলে ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে। বাঘটির উপর সর্বক্ষণ নজরদারি চালানোর মরিয়া চেষ্টা বনকর্মীদের। জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দাদের সতর্ক করতে এলাকায় চলছে মাইকিং।
ফের বাঘের হানা জঙ্গলমহলে। রবিবার বেলপাহাড়ির বাঁশপাহাড়ি পঞ্চায়েতের মনিয়ার্ডি ও চিটামাটা গ্রামের মাঝে জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা। দ্রুত খবর দেওয়া হয় বনদপ্তরে। খবর পেয়েই এলাকায় যান বনদপ্তরের কর্মীরা। এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পান বনকর্মীরাও। গতকালই বনদপ্তরের কর্তারা নিশ্চিত করেছেন এলাকায় ঘুরছে একটি পুরুষ বাঘ। তবে আতঙ্কের বিষয় হল, জিনাতের মতো এই বাঘের গলায় রেডিও কলার নেই। সেই কারণেই বাঘটির গতিবিধির উপর বিশেষভাবে রাখা যাচ্ছে না বলে জানা গেছে।
জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে রীতিমতো সতর্কতা জারি হয়েছে। বাঘটির উপর নিয়মিত নজরদারি রাখতে জঙ্গলে ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে। বাঘটির গতিবিধির উপর নজর রাখতে জঙ্গলে বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা। এলাকার বাসিন্দাদের মাইকিং করে সতর্ক করছে প্রশাসন।
আরও পড়ুন- West Bengal News Live: স্যালাইন-কাণ্ডের জল গড়াল হাইকোর্টে, মামলা দায়েরের অনুমতি আদালতের
অন্যদিকে, অবশেষে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার মৈপিঠের বাঘও ধরা পড়েছে। ছাগলের টোপ দিয়ে প্রকাণ্ড ওই বাঘটিকে খাঁচাবন্দি করেছেন বনকর্মীরা। দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভাগীয় বনাধিকারিক নিশা গোস্বামী জানিয়েছেন বাঘটি সুস্থ আছে।
সোমবারই তাঁকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বনদপ্তরের প্রায় ৮০ জনের একটি দল বাঘটিকে ফাঁদে ফেলার চেষ্টায় কাজে নেমেছিলেন। লোকালয় সংলগ্ন এলাকায় বাঘের খবর পেলেই দ্রুত পদক্ষেপ করা হচ্ছে বলে জানান বিভাগীয় বনাধিকারিক।