/indian-express-bangla/media/media_files/2024/12/04/L6ZBtYbcHTKROZ7Vgxyk.jpg)
News in West bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Latest West Bengal News Highlights: স্যালাইন কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। গাফিলতি প্রমাণ কড়া পদক্ষেপ করবে নবান্ন। সোমবার স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলনে জানান মুখ্যসচিব। তিনি বলেছেন, যাঁদের গাফিলতিতে প্রসূতির মৃত্যু হয়েছে তাঁদের কোনও ছাড় দেওয়া হবে না। স্বাস্থ্য দফতরের পাশাপাশি এই ঘটনায় তদন্ত করবে সিআইডি।
মেদিনীপুর মেডিকেলে স্যালাইন দেওয়ার পর অসুস্থ তিন প্রসূতিকে এবার কলকাতার SSKM হাসপাতালে আনা হয়। পিজি হাসপাতালে ওই প্রসূতিদের চিকিৎসায় তৈরি হয়েছে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড। মেদিনীপুর মেডিকেলে অস্ত্রোপচারের পর পাঁচ প্রসূতিকে স্যালাইন দেওয়া হয়েছিল। পাঁচজনেই অসুস্থ হয়ে পড়েছিলেন। একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। ওই প্রসূতিদের দেওয়া স্যালাইন মেয়াদ উত্তীর্ণ ছিল বলে অভিযোগ।
এদিকে নজিরবিহীন সিদ্ধান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। যাদবপুরের Anti Ragging কমিটির সিদ্ধান্ত যে যারা Ragging-এ জড়িত, বিশ্ববিদ্যালয়ে তাঁরা লেখাপড়া চালিয়ে গেলেও পরীক্ষার ফলাফলের মার্কশিট তাঁদের দেওয়া হবে না। স্বাভাবিকভাবেই যাদবপুর থেকে পড়াশোনা শেষ করে বেরিয়েও নতুন চাকরিতে যোগদান তাঁদের ক্ষেত্রে বেশ সমস্যাজনক হতে পারে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের Anti Ragging কমিটির বৈঠক হয়। সেই বৈঠকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
অন্যদিকে, অস্থিরতা বেড়েই চলেছে বাংলাদেশে (Bangladesh)। গত কয়েকদিনে বিভিন্ন জায়গায় বাংলাদেশ সীমান্তে কাঁটাতার লাগানো ঘিরে উত্তেজনার পারদ চড়েছিল। এই আবহে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলব করেছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। দুই দেশের সীমান্তে চোরাচালান, মানব পাচার এবং নানা অপরাধ গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় বর্মা। বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ উঠেছে মহম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর থেকে নানা কারণে বারবার তলব করা হচ্ছে ভারতের হাইকমিশনারকে।
-
Jan 13, 2025 17:46 IST
West Bengal News Live: স্যালাইন-কাণ্ডের তদন্তে এবার সিআইডি, জানালেন মুখ্যসচিব
স্যালাইন কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। গাফিলতি প্রমাণ কড়া পদক্ষেপ করবে নবান্ন। সোমবার স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলনে জানান মুখ্যসচিব। তিনি বলেছেন, যাঁদের গাফিলতিতে প্রসূতির মৃত্যু হয়েছে তাঁদের কোনও ছাড় দেওয়া হবে না। স্বাস্থ্য দফতরের পাশাপাশি এই ঘটনায় তদন্ত করবে সিআইডি।
-
Jan 13, 2025 14:50 IST
West Bengal News Live:কংগ্রেসের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে উত্তেজনা
স্যালাইন-কাণ্ডে অভিনব প্রতিবাদে কংগ্রেস। কংগ্রেসের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে তুমুল হট্টগোল সল্টলেকে। স্বাস্থ্যভবনের আগেই ব্যারিকেড করে কংগ্রেসের মিছিল আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় কংগ্রেস কর্মীদের। ব্যারিকেড ভাঙার চেষ্টা কংগ্রেস কর্মীদের। স্বাস্থ্য ভবন অভিযানে স্যালাইনের বোতল নিয়ে প্রতিবাদ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি কংগ্রেস কর্মীদের।
-
Jan 13, 2025 14:39 IST
West Bengal News Live:ফের লোকালয়ে বাঘ
বাঘিনী জিনাতের পর ফের বাঘের হানা বাংলার জঙ্গলমহল এলাকায়। এবার বেলপাহাড়িতে (Belpahari) ঢুকে পড়েছে আরও এক রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)। বনদপ্তর ইতিমধ্যেই এই খবর নিশ্চিত করেছে। বাঘটি ধরতে জঙ্গলে ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে। বাঘটির উপর সর্বক্ষণ নজরদারি চালানোর মরিয়া চেষ্টা বনকর্মীদের। জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দাদের সতর্ক করতে এলাকায় চলছে মাইকিং।
বিস্তারিত পড়ুন- Tiger in Jhargram: ফের লোকালয়ে বাঘ, গলায় নেই রেডিও কলার, গতিবিধি জানতে হিমশিম খাচ্ছে বনদপ্তর
-
Jan 13, 2025 14:06 IST
West Bengal News Live:ফের গ্রেপ্তার দুই বাংলাদেশি
Bangladeshi Arrested: দুই বাংলাদেশি গ্রেপ্তার। গোপন সূত্রে খবর পেয়ে উত্তর ২৪ পরগনার বামনগাছি থেকে গ্রেপ্তার বাংলাদেশি ২ যুবক। গতকাল সন্ধ্যায় এই দুই যুবককে দত্তপুকুর থানার পুলিশ গ্রেপ্তার করে। ধৃত ২ যুবকের নাম নুরুল ইসলাম এবং শেখ রফিকুল ইসলাম। দু'জনই বাংলাদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ভুয়ো শংসাপত্র তৈরি করে দীর্ঘদিন ধরে দত্তপুকুর এলাকায় বাস করছিলেন ওই দুই যুবক। ধৃত নুরুল ইসলাম নিজের নাম পরিবর্তন করে ফেলেছিলেন। নারায়ণ অধিকারী নামে ভারতীয় শংসাপত্র তৈরি করে ফেলেছিলেন তিনি।
-
Jan 13, 2025 13:34 IST
West Bengal News Live:কেরলে তৃণমূলের আহ্বায়ক আনভার
কেরলে তৃণমূলের রাজ্য আহ্বায়ক হলেন পি ভি আনভার। দিন কয়েক আগেই কেরলের এই রাজনীতিবিদ সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন। এবার সেই আনভারকেই দক্ষিণের রাজ্য কেরলে দলের আহ্বায়ক হিসেবে ঘোষণা করেছেন তৃণমূলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়।
-
Jan 13, 2025 13:09 IST
West Bengal News Live:স্যালাইন-কাণ্ডের জল গড়াল হাইকোর্টে
মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ উঠেছে। স্যালাইন দেওয়ার পরপরই বেশ কয়েকজন প্রসূতি অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের মধ্যে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। এবার স্যালাইন কাণ্ডের জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। দুটি জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
-
Jan 13, 2025 13:04 IST
West Bengal News Live:প্রয়াত ফসিলসের প্রাক্তনী
ফসিলসের প্রাক্তন লিড গিটারিস্ট, চন্দ্র মৌলি গতকাল মারা গিয়েছেন। এমনকী, তাঁর মৃত্যুতে গতকাল কল্যাণীতে শো করতে গিয়ে রীতিমতো ভারাক্রান্ত হৃদয়ে কথা বলতে শোনা যায় রূপম ইসলামকে ( Rupam Islam )। তিনি এও বলেন, বেশ কিছু গান তিনি তুলে রেখেছিলেন তাঁর জন্য। আলোচনা করার কথা ছিল। কিন্তু এখন আর হবে না।
-
Jan 13, 2025 13:02 IST
West Bengal News Live:পড়ুয়ার রহস্যমৃত্যু
খড়গপুর আইআইটির ( IIT Kharagpur) এক ছাত্রের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে খড়গপুর আইআইটি-র হোস্টেল থেকে ওই পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তবে মৃত্যুর কারণ এখও স্পষ্ট হয়নি। ওই ছাত্রটি আত্মহত্যা করেছেন নাকি তাঁর মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। মেদিনীপুর মেডিকেল কলেজে মৃত ছাত্রের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বিস্তারিত পড়ুন- Student Death at IIT Kharagpur: খড়গপুর আইআইটি-তে পড়ুয়ার রহস্যমৃত্যু, খুন না আত্মহত্যা? তদন্তে পুলিশ
-
Jan 13, 2025 09:34 IST
West Bengal News Live:গ্রেফতার পাঁচ বাংলাদেশি
এবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থেকে গ্রেফতার পাঁচ বাংলাদেশি। ধৃতদের আজ পেশ করা হবে বারুইপুর আদালতে। গোপন সূত্রে খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ বৈকুন্ঠপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে। রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। কীভাবে তারা ভারতে ঢুকেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
-
Jan 13, 2025 09:33 IST
West Bengal News Live:কুম্ভ স্পেশাল ট্রেনে হামলা
কুম্ভ স্পেশাল ট্রেনে হামলা। মহাকুম্ভ উপলক্ষে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের উদ্দেশে পুণ্যার্থীদের ঢল নেমেছে। গুজরাটের সুরাট থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের উদ্দেশে যাচ্ছিল তাপ্তি গঙ্গা এক্সপ্রেস। অভিযোগ, মহারাষ্ট্রের জলগাঁও এলাকা দিয়ে যাওয়ার সময় ওই ট্রেনের ওপর আচমকা হামলা হয়। লাইনের ধার থেকে ওই ট্রেন লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে শুরু করে দুষ্কৃতীরা। ইটের ঘায়ে ট্রেনের কামরার জানালার কাচ ভেঙে গিয়েছে।
রেলমন্ত্রীর কাছে সুরক্ষা চেয়ে আবেদন আতঙ্কিত যাত্রীদের। -
Jan 13, 2025 09:21 IST
West Bengal News Live:খাঁচা বন্দি বাঘ
অবশেষে ছাগলের টোপ দিয়ে খাঁচা বন্দি করা গিয়েছে মৈপীঠের বাঘকে। রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির কিশোরী মোহনপুর এলাকায় লোকালয়ে একটি বাঘ ঢুকে পড়েছিল। সেই বাঘ ধরতে ফাঁদ পেতেছিল বনদপ্তর। একটি জায়গায় খাঁচা পাতা হয়েছিল। টোপ হিসেবে ব্যবহার করা হয়েছিল একটি ছাগলকে। রবিবার রাতে সেই ছাগলের টোপ খেতে এসেই ফাঁদে পড়ে বাঘ। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, সোমবার শারীরিক পরীক্ষার পর বাঘটিকে ফের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
-
Jan 13, 2025 09:19 IST
West Bengal News Live: কাল সংক্রান্তিতে কাঁপানো শীত?
গত কয়েকদিন রাজ্যজুড়ে জামাটি শীত ছিল। তবে রবিবার থেকে তাপমাত্রা সামান্য বেড়ে চললেও শীতের ভরপুর আমেজে বিশেষ ভাঁটা পড়েনি। আগামিকাল মঙ্গলবার পৌষ সংক্রান্তি (Poush Sankranti)। তবে আবহাওয়ার যা পরিস্থিতি তাতে সংক্রান্তিতেও হাড়কাঁপানো ঠান্ডার পরশ মিলবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
বিস্তারিত পড়ুন- West Bengal Weather: কাল পৌষ সংক্রান্তি থেকেই শীতের দুরন্ত ইনিংস শুরু? আবহাওয়ায় জমাটি আপডেট জানুন
-
Jan 13, 2025 09:17 IST
West Bengal News Live: নামী স্কুলে বিরাট বিপত্তি
দক্ষিণ কলকাতার নব নালন্দা স্কুলে দুর্ঘটনা। সাতসকালে স্কুলের ঘরের জানলার কাচ ভেঙে আহত নবম শ্রেণীর দুই ছাত্র। একজন ছাত্রের আঘাত গুরুতর বলে দাবি। জখম পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার প্রতিবাদে অভিভাবকের ব্যাপক বিক্ষোভ স্কুলে। স্কুলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন অভিভাবকদের।