Kolkata News: ভিনরাজ্যে সাংঘাতিক কাণ্ড ঘটিয়ে কলকাতায় গা ঢাকার চেষ্টা, পুলিশের জালে কুখ্যাত দুই গ্যাংস্টার

gangsters arrested: এর আগেও কলকাতা থেকে ভিনরাজ্যের দাগী দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়েছে। এক্ষেত্রেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি।

author-image
Joyprakash Das
New Update
2 gangsters from Jharkhand arrested in Kolkata: ঝাড়খণ্ডের দুই গ্যাংস্টার গ্রেফতার কলকাতায়

Kolkata News: ঝাড়খণ্ডের দুই গ্যাংস্টার গ্রেফতার কলকাতায়।

2 gangsters from Jharkhand arrested in Kolkata: ফের ভিন রাজ্যের দুই কুখ্যাত দুষ্কৃতী গ্রেফতার খাস কলকাতা থেকে। রাতে টহলদারি পুলিশ দুই দুষ্কৃতীর গতিবিধি দেখে সন্দেহ করে। জিজ্ঞাসাবাদ করতেই পালানোর চেষ্টা করে দু'জন। তবে শেষ রক্ষা হয়নি। পড়শি রাজ্য ঝাড়খণ্ডের দুই দাগী দুষ্কৃতীকে গ্রেফতার করেছে বিধানননগর দক্ষিণ থানার পুলিশ।

Advertisment

বৃহস্পতিবার গভীর রাতে চিংড়িঘাটা থেকে জামশেদপুরের কুখ্যাত 'গ্যাংস্টার' মনোজ বিবার ও বিশাল বিবারকে গ্রেফতার করেছে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ। সূত্রের খবর, গতকাল ধৃত এই দুই ভাই জামশেদপুরে এক ব্যবসায়ীকে গুলি করেছিল। সেখানে এই কাণ্ড ঘটিয়ে দু'জনেই পালিয়ে আসে বাংলায়। গা ঢাকা দিতে কলকাতাকেই বেছে নিয়েছিল এই কুখ্যাত দুই দুষ্কৃতী।

প্রথমে ট্রেনে সাঁতরাগাছিতে নামে দু'জন। সেখান থেকে তাদের গন্তব্য ছিল নিউটাউনে পরিচিত এক ব্যক্তির বাড়িতে। কিন্তু চিংড়িঘাটার কাছে তাদের গতিবিধি দেখে সন্দেহ হয় বিধান নগর দক্ষিণ থানার টহলদারি গাড়ির। নাকা চেকিং চলছিল সেই সময়।

আরও পড়ুন- Kolkata Weather Today:ঝেঁপে ঝড়-বৃষ্টির পূর্বাভাস আজও, আবহাওয়ার উন্নতি কবে থেকে?

Advertisment

দু'জনকে জিজ্ঞাসাবাদ করতেই তারা পালানোর চেষ্টা করে। তবে তাতে কাজ হয়নি। আগ্নেয়াস্ত্র-সহ মনোজ বিবর ও বিশাল বিবর নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তাদের সঙ্গে আরও কেউ ছিল কিনা সেটাও জানার চেষ্টা চলছে। বিধান নগর দক্ষিণ থানার পুলিশ জামশেদপুর পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। তাদের জামশেদপুর পুলিশের হাতে তুলে দেবে বিধান নগর পুলিশ, এমনটাই সূত্রের খবর।

আরও পড়ুন- West Bengal News Live: রাতের কলকাতায় শোভন-বৈশাখীর গাড়িকে টার্গেট, পরপর ধাক্কা....! তারপর?

kolkata Gangstar Bengali News Today Arrested news in west bengal news of west bengal