Body found in kolkata: পিসিশাশুড়ির দেহ ট্রলিতে ভরে গঙ্গায় ফেলতে গিয়েছিলেন, ধরা পড়তেই বিস্ফোরক স্বীকারোক্তি মা-মেয়ের!

Body found in kolkata: পুলিশি জিজ্ঞাসাবাদে বিস্ফোরক স্বীকারোক্তি মা-মেয়ের। গোটা ঘটনা জেনে চোখ কপালে ওঠার জোগাড় তদন্তকারীদেরও।

author-image
IE Bangla Web Desk
New Update
Body found in kolkata,dead body found in kolkata,kumortuli,kolkata news, কলকাতায় ট্রলিতে মৃতদেহ উদ্ধার

Body found in kolkata: পুলিশের প্রিজন ভ্যানে মুখ ঢাকা অবস্থায় আটক দুই মহিলা।

2 women trying to dump a deadbody at kolkata kumortuli ganga have been arrested: শহর কলকাতায় হাড়হিম করা ঘটনা। সাতসকালে কুমোরটুলির গঙ্গার ঘাটে ট্রলিতে পুরে বৃদ্ধার দেহাংশ গঙ্গায় ফেলতে এসেছিলেন দুই মহিলা। তবে শেষ রক্ষা হয়নি। স্থানীয়রাই হাতেনাতে ধরে ফেলেন মা-মেয়েকে। তারপরেই প্রকাশ্যে এসে যায় রোমহর্ষক সেই ঘটনা। খবর পেয়ে পুলিশ গিয়ে মা-মেয়েকে আটক করে। সেই সঙ্গে উদ্ধার হয় ট্রলিতে থাকা দেহাংশও। 

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক দুই মহিলার নাম আরতি ঘোষ ও ফাল্গুনী ঘোষ। সম্পর্কে তাঁরা মা ও মেয়ে। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা তাঁরা। তাঁদের সঙ্গে থাকা ট্রলিতে ছিল আরতির মেয়ে ফাল্গুনীর পিসি শাশুড়ির মৃতদেহ। বচসা চলাকালীন মাথায় ভারী বস্তুর আঘাতে মৃত্যু হয় সুমিতা ঘোষ নামে ওই বৃদ্ধার। তাঁরই মৃতদেহ ট্রলিতে পুরে গঙ্গায় ভাসিয়ে দিতে এসেছিলেন মা ও মেয়ে।

জানা গিয়েছে, মঙ্গলবার সাতসকালে কুমোরটুলির গঙ্গার ঘাটে ওই ট্রলি নিয়ে গিয়েছিলেন আরতি ও ফ্লাগুনী ঘোষ নামে ওই দুই মহিলা। তাঁদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা ট্রলিব্যাগটি খুলে দেখতে চান। তাতেই রোমহর্ষক সেই কাণ্ড প্রকাশ্যে এসে যায়। মুহূর্তে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তড়িঘড়ি খবর যায় পুলিশে। পুলিশ এসে ওই দুই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। উদ্ধার করা হয় ট্রলিব্যাগে থাকা মৃতদেহটি।

আরও পড়ুন- West Bengal News Live: 'ওরা আগে ঠিক করুক, কী চায়', বাংলাদেশের আচরণে চরম ক্ষুব্ধ ভারত

Advertisment

স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, এদিন সকালে কুমোরটুলিতে গঙ্গার ঘাটে একটি ট্রলি ব্যাগ হাতে দুই মহিলাকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। তখনই ওই ট্রলি ব্যাগটি খুলে দেখতে চান স্থানীয়রা। প্রথমটায় আপত্তি জানালেও শেষমেষ পিছু হঠতে বাধ্য হন ওই দুই মহিলা। ওই দুই মহিলা প্রথমে জানিয়েছিলেন ট্রলিতে কুকুরের দেহ রয়েছে। কিন্তু সেকথা বিশ্বাস হয়নি স্থানীয়দের। ট্রলিব্যাগটি খুলতেই বেরিয়ে আসে একটি মৃতদেহ। মুহূর্তে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কুমোরটুলি ঘাট চত্বরে। ওই দুই মহিলাকে পাকড়াও করে রেখে থানায় খবর দেন স্থানীয়রা। এরপর পুলিশ এসে দুই মহিলাকে আটক করে। দফায় দফায় শুরু হয় জিজ্ঞাসাবাদ।

আরও পড়ুন- Panagarh Accident Case: পানাগড়ে গাড়ি উল্টে মৃত তরুণী, ইভটিজিং তত্ত্ব উড়িয়ে চমকে দেওয়া দাবি পুলিশের!

স্থানীয়দের দাবি ওই দুই মহিলাই খুন করে মৃতদেহটি লোপাট করতে গঙ্গায় ভাসাতে এসেছিলেন। অন্য কোথাও খুন করে দেহ গঙ্গায় ফেলার চেষ্টা করছিল আটক দুই মহিলা, দাবি স্থানীয়দের। এদিন পুলিশ দু'জনকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। কোনও মতে সেই বিক্ষোভ সরিয়ে দু'জনকে নিয়ে যাওয়া হয় থানায়। 

আরও পড়ুন- Kolkata Metro: নয়া 'ইতিহাস' রচনা কলকাতা মেট্রোর! দুরন্ত তৎপরতায় আরও এক মাইলফলক স্পর্শ

পুলিশ সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত চালাচ্ছে। দফায়-দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দুই মহিলাকে। এদিন দুই মহিলাকে আটক করে নিয়ে যাওয়ার সময় পুলিশের প্রিজন ভ্যান আটকে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা। কোনওমতে সেই ভিড় সামাল দিয়ে প্রিজন ভ্যান নিয়ে রওনা দেয় পুলিশ।

kolkata Bengali News Today Deadbody news in west bengal news of west bengal