West Bengal News Highlights: দিঘায় জগন্নাথ ধামের উদ্বোধন কবে, নবান্ন থেকে দিনক্ষণ ঘোষণা মমতার

West Bengal News Highlights Today 25 Feb, 2025:পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Digha Jagannat temple

News in West Bengal Live: আগামী ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার শুভদিনে উদ্বোধন হবে দিঘার জগন্নাথ ধামের

Latest West Bengal News Highlights: রাজ্য মন্ত্রিসভায় পাশ দিঘার জগন্নাথ ধাম ট্রাস্ট। মুখ্যসচিবের নেতৃত্বে এই ট্রাস্টে থাকবেন ২৭ জন। বৃহস্পতিবার ট্রাস্টের বৈঠকে মন্দিরের আরও অন্যান্য বিষয়ে আলোচনা হবে। মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার শুভদিনে উদ্বোধন হবে দিঘার জগন্নাথ ধামের।

Advertisment

১১ বছর আগে পিটিয়ে খুনের মামলায় দোষী সাব্যস্ত ৫ জন। সেই দোষীদের মধ্যে রয়েছেন তৃণমূল কাউন্সিলরও। মঙ্গলবার আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিল তৃণমূল কাউন্সিলর তারক গুহকে। ২০১৪ সালে পানিহাটির শম্ভু সরকারকে দুর্গাপুজোর মণ্ডপের প্রণামী বাক্স থেকে ১০ হাজার টাকা চুরির অভিযোগে পিটিয়ে খুনের ঘটনায় সাজা ঘোষণা ব্যারাকপুর আদালতের। তারক গুহ, নেপাল গুহ, জয়দেব মুখোপাধ্যায় শ্যামল দাস এবং হরিপদ সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের। তিনজনকে বেকসুর খালাস করেছে আদালত। ২ জন এখনও পলাতক। 

শেষমেষ জল্পনাই হলো সত্যি! সিপিএমের রাজ্য কমিটি থেকে ছেঁটে ফেলা হল প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষকে। সিপিএমের তরফে জানানো হয়েছে, দলের রাজ্য সম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে ৮০ জনের নতুন রাজ্য কমিটি তৈরি হয়েছে। সেই কমিটিতে ১৪ জন মহিলা রয়েছেন। সর্বসম্মতিক্রমে আবারও দলের রাজ্য সম্পাদক নির্বাচিত হয়েছেন মহম্মদ সেলিম। পুরনো কমিটি থেকে সুশান্ত ঘোষ-সহ বিকাশ ভট্টাচার্য,জীবেশ সরকার, অমিয় পাত্রদের মতো প্রবীণ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে সুশান্ত ঘোষ ছাড়া বাকি তিন প্রবীণ নেতাকে বয়সজনিত কারণে সরতে হয়েছে। সুশান্ত ঘোষের বিরুদ্ধে সিপিএম নেতৃত্বের কাছে কিছু অভিযোগ জানিয়েছিলেন এক মহিলা। তারই ভিত্তিতে সুশান্ত ঘোষকে দলের রাজ্য কমিটি থেকে বাদ দেওয়ার একটি জল্পনা তৈরি হয়েছিল।   

  • Feb 25, 2025 18:07 IST

    West Bengal News Live: 'আমার গায়ে ফোস্কা পড়বে না', ‘মৃত্যুকুম্ভ’ মন্তব্য নিয়ে যোগীকে পাল্টা মমতার

    ‘মৃত্যুকুম্ভ’ মন্তব্য নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কটাক্ষের পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠকে বললেন, ‘দুর্ঘটনা যখন-তখন হতে পারে। তবে তারপর প্ল্যানিং করতে হয়। যোগী স‍্যর আমাকে যত গালিগালাজ করুন, আমার গায়ে ফোস্কা পড়বে না। তবে আমি বলব যাঁদের মৃত্যুর শংসাপত্র দেননি, ময়নাতদন্তের সার্টিফিকেট দেননি তাঁদের দেওয়া উচিত।’

     



  • Feb 25, 2025 18:04 IST

    West Bengal News Live: অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ ধামের উদ্বোধন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

    রাজ্য মন্ত্রিসভায় পাশ দিঘার জগন্নাথ ধাম ট্রাস্ট। মুখ্যসচিবের নেতৃত্বে এই ট্রাস্টে থাকবেন ২৭ জন। বৃহস্পতিবার ট্রাস্টের বৈঠকে মন্দিরের আরও অন্যান্য বিষয়ে আলোচনা হবে। মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার শুভদিনে উদ্বোধন হবে দিঘার জগন্নাথ ধামের।



  • Advertisment
  • Feb 25, 2025 17:49 IST

    West Bengal News Live: ১১ বছর আগে পিটিয়ে খুনের মামলায় যাবজ্জীবন তৃণমূল কাউন্সিলরের

    ১১ বছর আগে পিটিয়ে খুনের মামলায় দোষী সাব্যস্ত ৫ জন। সেই দোষীদের মধ্যে রয়েছেন তৃণমূল কাউন্সিলরও। মঙ্গলবার আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিল তৃণমূল কাউন্সিলর তারক গুহকে। ২০১৪ সালে পানিহাটির শম্ভু সরকারকে দুর্গাপুজোর মণ্ডপের প্রণামী বাক্স থেকে ১০ হাজার টাকা চুরির অভিযোগে পিটিয়ে খুনের ঘটনায় সাজা ঘোষণা ব্যারাকপুর আদালতের। তারক গুহ, নেপাল গুহ, জয়দেব মুখোপাধ্যায় শ্যামল দাস এবং হরিপদ সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের। তিনজনকে বেকসুর খালাস করেছে আদালত। ২ জন এখনও পলাতক। 



  • Feb 25, 2025 16:30 IST

    West Bengal News Live: অশান্ত বাংলাদেশে রেকর্ড পণ্য রফতানি ভারতের

    অশান্ত বাংলাদেশে রেকর্ড পণ্য রফতানি ভারতের। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে নয়াদিল্লি এবং ঢাকার কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। তবে দুই দেশের বাণিজ্যে তার ছিঁটেফোটাও প্রভাব পড়েনি। বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে রফতানিও। বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের জানুয়ারি মাসের তুলনায় এবছরের জানুয়ারি মাসে রফতানি বৃদ্ধি পেয়েছে ১৭.২৭ শতাংশ। গত জানুয়ারি মাসে ভারত থেকে বাংলাদেশে রফতানি হয়েছে প্রায় ৯ হাজার ৩৭৪ কোটি ৮০ লক্ষ টাকার (ভারতীয় মুদ্রায়) পণ্য। গত অর্থবর্ষের জানুয়ারিতে প্রায় ৭ হাজার ৯৯৯ কোটি ৬৬ লক্ষ টাকার পণ্য ভারত থেকে রফতানি হয়েছিল বাংলাদেশে।

     



  • Feb 25, 2025 16:10 IST

    West Bengal News Live:১৬-তেই বিয়ে নাবালিকার

    বয়স মাত্র ১৬ বছর ৩ মাস। এই বয়সের এক ছাত্রীর সিঁথি রাঙিয়ে গিয়েছে সিঁদুরে। শাঁখা ও পলায় শোভিত হাতে কলম তুলে নিয়ে ওই ছাত্রী এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই জোরদার চর্চা ছড়িয়েছে। ঘটনাটি জেনে নড়েচড়ে বসেছেন পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের কর্তারাও। 'কন্যাশ্রী ক্লাব' থাকা স্কুলের এক ছাত্রীর ১৮ বছর বয়সের আগেই বিয়ে হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। 

    বিস্তারিত পড়ুন- Purba Bardhaman News: ১৬-তেই বিয়ে নাবালিকার, মাধ্যমিক-পর্বেই 'ফাঁস' ঘটনা, তোলপাড় প্রশাসনে, প্রশ্নের মুখে স্কুল



  • Feb 25, 2025 15:18 IST

    West Bengal News Live:ভূমিকম্পে কেঁপে উঠল গোটা কলকাতা

    মঙ্গলবার ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল গোটা কলকাতা। শুধু কলকাতা শহরেই নয়, ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। কলকাতা, হাওড়ার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা-সহ বিস্তীর্ণ এলাকায় মঙ্গলবার ভোরে ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল ওড়িশার পারাদ্বীপ থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে। মঙ্গলবার সকাল ৬.১০ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের জেরেই এদিন ঘুম ভেঙেছে অধিকাংশ কলকাতাবাসীর। কলকাতার পাশাপাশি ওড়িশার বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশেরও কিছু অংশে এই ভূমিকম্প টের পাওয়া গেছে।

    বিস্তারিত পড়ুন- Kolkata Earthquake: সাতসকালে কলকাতা-সহ বাংলার বিস্তীর্ণ অংশে ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.১



  • Feb 25, 2025 15:01 IST

    West Bengal News Live:ফুটপাত দখল মুক্ত করতে অভিযান

    বনগাঁ শহরের ফুটপাথ দখলমুক্ত করতে অভিযানে পুরসভা। পুলিশকে সঙ্গে নিয়ে পুরকর্মীরা যশোর রোড সংলগ্ন পথের ধারে অবৈধ দোকানদারদের উচ্ছেদ করতে অভিযানে নামে। পুরসভার তরফে আগেই ওই দোকানদারদের নোটিশ দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও তাঁরা দোকান না সরানোয় রীতিমতো অভঙিযান চালিয়ে চলে উচ্ছেদ। যশোর রোড, বনগাঁ ট-বাজার এবং চাকদা রোডে অভিযান চালানো হয়। ফুটপাতের উপর যে সমস্ত দোকান পাট হয়েছে সেই সমস্ত দোকান তুলে দেওয়া হয়েছে। বনগাঁর পুপ্রধান গোপাল শেঠ বলেন, "এর আগেও পুরসভার পক্ষ থেকে ফুটপাত দখলমুক্ত করতে নোটিশ দেওয়া হয়েছিল। ২৩ তারিখের মধ্যে দোকান তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল । যশোর রোডের ধারে ফুটপাত দখলমুক্ত করতে বনগাঁ পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। আমরা ফুটপাথের উপর কোনও দোকান রাখতে দেব না।" 



  • Feb 25, 2025 14:57 IST

    West Bengal News Live:প্রশাসনকেই দুষছেন মৃত তরুণীর মা

    পানাগড়ে চন্দননগরের তরুণীর মর্মান্তিক মৃত্যুতে এখনও পর্যন্ত গ্রেফতারি শূন্য। পুলিশ দাবি করেছে, ইভটিজিংয়ের কোনও ঘটনা ঘটেনি। বরং তরুণীদের গাড়িটিই অন্য গাড়িটিকে ধাওয়া করছিল, তারই জেরে দুর্ঘটনা ও মৃত্যু। যদিও পুলিশের সেই দাবি নস্যাৎ করেছে মৃতের পরিবার। রাজ্যের প্রশাসনকেই কাঠগড়ায় তুলে মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মায়ের প্রশ্ন, "লক্ষ্মীরাই যদি চলে যায়... লক্ষীর ভাণ্ডার নেবে কে?"

    বিস্তারিত পড়ুন- Panagarh Accident: 'লক্ষ্মীরাই তো চলে যাচ্ছে, লক্ষীর ভাণ্ডার নেবে কে?', প্রশ্ন পানাগড়ে মৃত তরুণীর শোকাহত মায়ের



  • Feb 25, 2025 13:37 IST

    West Bengal News Live:সুন্দরবনে মাঝ নদীতে রয়্যাল দর্শন!

    সুন্দরবনের ফের বাঘের দর্শন পেলেন পর্যটকরা। কলকাতা থেকে আসা আট পর্যটকের একটি দল সজনেখালি থেকে ফেরার পথে রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পান। মুহূর্তে সেই বাঘের ছবি-ভিডিও মোবাইল ক্যামেরায় বন্দি করতে শুরু করেন তাঁরা। গত কয়েক মাসে সুন্দরবন বেড়াতে এসে বাঘের দর্শন পেয়েছেন অনেক পর্যটকই। 

    বিস্তারিত পড়ুন- Royal Bengal Tiger: সুন্দরবনে মাঝ নদীতে রয়্যাল দর্শন! প্রকাণ্ড বাঘের সাঁতরে যাওয়ার ছবি মুহূর্তে ক্যামেরাবন্দি



  • Feb 25, 2025 12:11 IST

    West Bengal News Live:আজ ফের বৈঠকে রাজ্য মন্ত্রিসভা

    আজ ফের বৈঠকে বসছে রাজ্য মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ বিকেল চারটেয় নবান্নে হবে এই বৈঠক। বিধানসভার বাজেট অধিবেশনের পর এই প্রথমবার বৈঠকে বসছে রাজ্যের মন্ত্রিসভা। দিন কয়েক আগেই হয়েছে রাজ্য বাজেট। সেই বাজেটে একাধিক প্রকল্পে বরাদ্দ থেকে শুরু করে বেশ কিছু নয়া ঘোষণা করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও সম্প্রতি শেষ হয়েছে শিল্প বাণিজ্য সম্মেলন। রাজ্যে আবারও এক ঝাঁক নতুন বিনিয়োগ প্রস্তাব এসেছে। বাজেটের প্রস্তাব ও বাণিজ্য সম্মেলন থেকে আসা লগ্নি প্রস্তাব নিয়ে এদিন মন্ত্রিসভার বৈঠকে বিশদে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 



  • Feb 25, 2025 11:25 IST

    West Bengal News Live:মুড়িগঙ্গায় ডুবে রয়েছে বাংলাদেশি বার্জ

    এক সপ্তাহ বেশি মুড়িগঙ্গা নদীতে ডুবে রয়েছে ফ্লাই অ্যাশ বোঝাই বাংলাদেশি বার্জ সি ওয়ার্ল্ড। মৎস্যজীবীদের অভিযোগ ক্রমাগত মুড়িগঙ্গা নদীতে মিশছে বিষাক্ত ফ্লাইয়াস। যার ফলে চিন্তায় প্রান্তিক মৎস্যজীবীরা।চলতি মাসের ১৩ ফেব্রুয়ারি মুড়িগঙ্গা নদীর চড়ায় ধাক্কা লেগে ডুবে গিয়েছিল একটি বাংলাদেশি পণ্যবাহী জাহাজ। প্রায় এক সপ্তাহের বেশি কেটে গেলেও সেটি এখনও পর্যন্ত একই রকম অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে জাহাজটিকে নদী থেকে সরিয়ে নেওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারমেন এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে  মৎস্য দপ্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসকে একটি দরখাস্ত করা হয়েছে। মৎস্যজীবীদের অভিযোগ, ওই পণ্যবাহী জাহাজটিতে ছাই ভর্তি রয়েছে। ছাই গুলি নদীতে মিশে গেলে জল দূষিত হয়ে যাবে। এক্ষেত্রে জলজ প্রাণী গুলি ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে প্রান্তিক মৎস্যজীবীদের জীবন জীবিকার উপরে ব্যাপক প্রভাব পড়বে।



  • Feb 25, 2025 11:23 IST

    West Bengal News Live:ছাত্রীর শ্লীলতাহানি

    স্কুলে যাওয়া-আসার পথে কিছু যুবক নবম শ্রেণীর এক ছাত্রীকে উত্যক্ত করতে থাকে প্রতিদিন। গত শনিবার ওই ছাত্রীর হাত ধরে টানাটানিও করে। অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। না যাওয়ায় তাঁকে মারধরও করা হয়। ক্যানিং থানার তালদি এলাকার ঘটনা। তালদি সুরবালা গার্লস হাইস্কুলের ছাত্রী ওই নাবালিকা। শনিবারের ঘটনার কথা বাড়িতে গিয়ে মাকে জানায় নবম শ্রেণীর ওই ছাত্রী। সোমবার মেয়েকে সাথে নিয়ে স্কুলে যান তাঁর মা। এদিনও রাস্তায় দাঁড়িয়ে ছিল অভিযুক্তরা। কেন মেয়েকে তারা উত্যক্ত করছে জিজ্ঞাসা করলে তাঁকেও বেধড়ক মারধর করে অভিযুক্তরা। সোমবার বিকেলে ক্যানিং থানায় অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মা ও মেয়ে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



  • Feb 25, 2025 10:14 IST

    West Bengal News Live:নয়া 'ইতিহাস' রচনা কলকাতা মেট্রোর!

    কলকাতা মেট্রোর (Kolkata Metro) মুকুটে এ যেন নয়া পালক! ‘মেট্রো রাইড কলকাতা অ্যাপ’ (Metro Ride Kolkata) তার ক্রমবর্ধমান জনপ্রিয়তার সাথে আরও একটি মাইলফলক স্পর্শ করেছে। এখন পর্যন্ত ১০.৩৯ লক্ষেরও বেশি অ্যান্ড্রয়েড এবং ৫৮০০০ এরও বেশি iOS ব্যবহারকারী এই অ্যাপটি ডাউনলোড করেছেন। সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (CRIS) দ্বারা তৈরি এই অ্যাপটি তৈরির পর থেকে ব্যবহারকারীদের মধ্যে দারুণ জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে। এই অ্যাপটি মেট্রো যাত্রীদের যে কোনও সময় যে কোনও জায়গা থেকে তাঁদের স্মার্ট কার্ড রিচার্জ করতে বা QR কোড ভিত্তিক টিকিট বুক করতে সাহায্য করেছে। যাত্রীদের সুবিধার জন্য, ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপটি ০৫.০৩.২০২২ তারিখে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে এবং ২২.০৩.২০২৪ তারিখে iOS প্ল্যাটফর্মে চালু করা হয়েছিল।

    বিস্তারিত পড়ুন-Kolkata Metro: নয়া 'ইতিহাস' রচনা কলকাতা মেট্রোর! দুরন্ত তৎপরতায় আরও এক মাইলফলক স্পর্শ



  • Feb 25, 2025 09:15 IST

    West Bengal News Live:ট্যাংরা কাণ্ডের জট কাটাতে মরিয়া পুলিশ

    ট্যাংরা কাণ্ডের জট কাটাতে মরিয়া পুলিশ। ইতিমধ্যেই ট্যাংরার দে বাড়ির কিশোরকে জিজ্ঞাসাবাদে বিস্ফোরক তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। কাকা প্রসূন দে'ই দেখেই তাঁর মা, কাকিমা আর দিদিকে খুন করেছে বলে দাবি করেছে ওই কিশোর। পুলিশের কাছে বছর ১৪-এর ওই কিশোর সেদিনের গোটা ঘটনার তথ্য পুলিশকে দিয়েছে। তবে এই কিশোরের কাছ থেকে মেলা তথ্যের ওপর ভিত্তি করে তদন্তের কাজও এগিয়ে নিয়ে যাচ্ছে লালবাজার। এই ঘটনার পুনর্নির্মাণ করতে চাইছেন তদন্তকারীরা।



  • Feb 25, 2025 09:04 IST

    West Bengal News Live: বাম্পার সুখবর শোনালেন সুকান্ত!

    তৃতীয় মোদী মন্ত্রিসভায় স্থান পেয়েছেন রাজ্য BJP সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তাঁর নিজের জেলা দক্ষিণ দিনাজপুর ও পাশের উত্তর দিনাজপুরের দুটি গুরুত্বপূর্ণ রেলপথ তৈরির কাজ কোন পর্যায়ে রয়েছে তা জানতে চেয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে জানতে চেয়েছিলেন সুকান্ত। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবার চিঠি দিয়ে পাল্টা সুকান্ত মজুমদারকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার ওই দুই রেল প্রকল্পের ব্যাপারে বিশদে জানিয়েছেন।

    বিস্তারিত পড়ুন- Sukanta Majumdar: বাংলায় দুরন্ত গতিতে এগোচ্ছে কাজ, রেলমন্ত্রীর চিঠির পরেই বাম্পার সুখবর শোনালেন সুকান্ত!



  • Feb 25, 2025 08:23 IST

    West Bengal News Live: বাড়বে গরম, বৃষ্টি নিয়ে বড় আপডেট

    দক্ষিণবঙ্গ থেকে আপাতত পাততাড়ি গুটিয়েছে বৃষ্টি। সম্প্রতি ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রা খানিকটা কমলেও এবার তা চড়বে। অর্থাৎ, ভরা ফাল্গুন মাসেই গরমের অনুভূতি এবার বাড়বে। রাজ্যে আগামী দিন কয়েক কেমন থাকবে আবহাওয়া? তা নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।মোটামুটি এবছরের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে শীত বিদায় নিয়েছে। এবার পারদ চড়ার পালা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আপাতত চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের জেলাগুলির পারদ চড়বে, বাড়বে গরমের অনুভূতি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত আগামী ৪/৫ দিন বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today: দিন কয়েকেই আরও চড়বে পারদ, বাড়বে গরম, বৃষ্টি নিয়ে বড় আপডেট আবহাওয়া দফতরের



kolkata earthquake Bengali News Today news in west bengal news of west bengal