/indian-express-bangla/media/media_files/2025/07/03/cng-2025-07-03-09-40-28.jpg)
AC CNG buses: প্রতীকী ছবি।
এবার পুজোর আগেই কলকাতা শহরের বিভিন্ন রুটে অত্যাধুনিক প্রযুক্তির ২০০টি গ্রিন বাস নামাচ্ছে পরিবহণ দফতর। শহরে বায়ু দূষণ কমাতে পরিবেশবান্ধব CNG চালিত এই নতুন AC বাস অল্প দিনেই মন কাড়বে যাত্রীদের, এমনই আশা পরিবহণ দফতরের কর্তাদের। নতুন এই বাসের ভাড়াও নাগালেই রাখা হবে বলে জানা গিয়েছে।
সবকিছু ঠিকঠাক থাকলে পুজোর আগেই কলকাতা শহরের বিভিন্ন রুটে একেবারে ২০০টি অত্যাধুনিক প্রযুক্তির গ্রিন বাস পথে নামছে। এর জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে। শহরের বিভিন্ন দিকে, অত্যাধুনিক প্রযুক্তির পরিবেশবান্ধব ৫০ টি স্ট্যান্ডার্ড ডিজেল এসি বাস, ৫০ টি সেমি ডিজেল এসি বাস এবং ১০০ টি মিনি এসি বাস নামানো হবে। রাজ্য পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, নতুন এই AC বাসের ভাড়া বর্তমানে যে এসি বাস গুলি চলে তার সমান থাকবে।
ব্যস্ত সময়ে কলকাতার বিভিন্ন রুটে মিলবে এই দারুণ আরামের যান। যাত্রীদের সুবিধার দিকে খেয়াল রাখার পাশাপাশি এই বাস চালানেরা মাধ্যমে শহরের বায়ু দূষণ কমাতেও তৎপর পরিবহণ দফতর।
ইতিমধ্যেই নতুন এই প্রকল্পের ব্যাপারে বেশ কিছুটা এগিয়ে গিয়েছে সরকার। সবকিছু ঠিকঠাক থাকলেই এবার পুজোর আগেই শহরের রাস্তায় ৫০টি নতুন এই অত্যাধুনিক বাস নেমে যাবে। এরপর ধাপে ধাপে পথে নামবে আরও ১৫০ টি বাস। অত্যাধুনিক প্রযুক্তির এই পরিবেশবান্ধব বাস সিএনজি চালিত। সেই কারণেই এ থেকে দূষণের মাত্রা কম। সেই সঙ্গে এই বাসগুলির আসন বেশ আরামদায়ক। জানা গিয়েছে মিনি এসি বাস গুলির আসন সংখ্যা ৩১টি। বড় এসি বাসগুলির আসন সংখ্যা থাকবে ৪২টি।
আরও পড়ুন- Kolkata weather Update today:আজ তুমুল বৃষ্টির প্রবল সম্ভাবনা এই জেলাগুলিতে, সপ্তাহভর চলবে দুর্যোগ?