AC CNG buses: ভাড়া নাগালেই! পুজোর আগেই কলকাতায় শ'য়ে-শ'য়ে নতুন AC বাস

AC CNG buses Kolkata: শহরে বায়ু দূষণ কমাতে দুরন্ত তৎপরতা এসি বাসের। দুর্গাপুজোর আগেই এবার কলকাতা শহরে নামানো হচ্ছে শ'য়ে-শ'য়ে এসি বাস।

AC CNG buses Kolkata: শহরে বায়ু দূষণ কমাতে দুরন্ত তৎপরতা এসি বাসের। দুর্গাপুজোর আগেই এবার কলকাতা শহরে নামানো হচ্ছে শ'য়ে-শ'য়ে এসি বাস।

author-image
IE Bangla Web Desk
New Update
200 AC CNG buses Kolkata before Durga Puja,Kolkata clean‑fuel bus rollout 2025,West Bengal WBTC AC buses tender,Kolkata AC CNG bus routes,₹125 crore AC CNG buses WBTC,২০০ টি এসি CNG বাস কলকাতা পুজোর আগে,  কলকাতা গ্রিন বাস উদ্যোগ ২০২৫,পশ্চিমবঙ্গ পরিবহণ ২০০ এসি বাস,কলকাতা WBTC CNG বাস রুট,১২৫ কোটি টাকা এসি বাস বরাদ্দ

AC CNG buses: প্রতীকী ছবি।

এবার পুজোর আগেই কলকাতা শহরের বিভিন্ন রুটে অত্যাধুনিক প্রযুক্তির ২০০টি গ্রিন বাস নামাচ্ছে পরিবহণ দফতর। শহরে বায়ু দূষণ কমাতে পরিবেশবান্ধব CNG চালিত এই নতুন AC বাস অল্প দিনেই মন কাড়বে যাত্রীদের, এমনই আশা পরিবহণ দফতরের কর্তাদের। নতুন এই বাসের ভাড়াও নাগালেই রাখা হবে বলে জানা গিয়েছে। 

Advertisment

সবকিছু ঠিকঠাক থাকলে পুজোর আগেই কলকাতা শহরের বিভিন্ন রুটে একেবারে ২০০টি অত্যাধুনিক প্রযুক্তির গ্রিন বাস পথে নামছে। এর জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে। শহরের বিভিন্ন দিকে, অত্যাধুনিক প্রযুক্তির পরিবেশবান্ধব ৫০ টি স্ট্যান্ডার্ড ডিজেল এসি বাস, ৫০ টি সেমি ডিজেল এসি বাস এবং ১০০ টি মিনি এসি বাস নামানো হবে। রাজ্য পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, নতুন এই AC বাসের ভাড়া বর্তমানে যে এসি বাস গুলি চলে তার সমান থাকবে।

 ব্যস্ত সময়ে কলকাতার বিভিন্ন রুটে মিলবে এই দারুণ আরামের যান। যাত্রীদের সুবিধার দিকে খেয়াল রাখার পাশাপাশি এই বাস চালানেরা মাধ্যমে শহরের বায়ু দূষণ কমাতেও তৎপর পরিবহণ দফতর।

আরও পড়ুন- West Bengal News Live Updates:কসবায় কলেজে গণধর্ষণে CBI তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা, আজ শুনানি হাইকোর্টে

Advertisment

ইতিমধ্যেই নতুন এই প্রকল্পের ব্যাপারে বেশ কিছুটা এগিয়ে গিয়েছে সরকার। সবকিছু ঠিকঠাক থাকলেই এবার পুজোর আগেই শহরের রাস্তায় ৫০টি নতুন এই অত্যাধুনিক বাস নেমে যাবে। এরপর ধাপে ধাপে পথে নামবে আরও ১৫০ টি বাস। অত্যাধুনিক প্রযুক্তির এই পরিবেশবান্ধব বাস সিএনজি চালিত। সেই কারণেই এ থেকে দূষণের মাত্রা কম। সেই সঙ্গে এই বাসগুলির আসন বেশ আরামদায়ক। জানা গিয়েছে মিনি এসি বাস গুলির আসন সংখ্যা ৩১টি। বড় এসি বাসগুলির আসন সংখ্যা থাকবে ৪২টি।

আরও পড়ুন- Kolkata weather Update today:আজ তুমুল বৃষ্টির প্রবল সম্ভাবনা এই জেলাগুলিতে, সপ্তাহভর চলবে দুর্যোগ?

kolkata Bengali News Today CNG Buses