West Bengal News Live Updates:কালীগঞ্জে ছোট্ট তামান্না খুনে CBI তদন্তের দাবি, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ পরিবার

West Bengal News Live Updates Today 03 July 2025: রাজ্য তথা দেশের সব বড় খবরের টাটকা আপডেট পড়ুন লাইভ নিউজে। রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া জগতের বড় খবরের আপডেট জানুন।

West Bengal News Live Updates Today 03 July 2025: রাজ্য তথা দেশের সব বড় খবরের টাটকা আপডেট পড়ুন লাইভ নিউজে। রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া জগতের বড় খবরের আপডেট জানুন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Kaliganj bomb attack live updates,  teenage girl killed in blast,  4 arrested in Kaliganj explosion  ,police action update Kaliganj  ,Nadia district bomb blast  ,socket bomb during TMC procession,  FIR No 534/25 Kaliganj PS,  CM Mamata Banerjee reaction,  bypoll violence West Bengal,  suspects arrested in bomb case,কালীগঞ্জ বোমা হামলা লাইভ নিউজ , কিশোরীর মৃত্যু বিস্ফোরণে  ,কালীগঞ্জে ৪ জন গ্রেফতার  ,পুলিশ অভিযানের আপডেট  ,বাল্যবয়স্ক কিশোরীর মৃত্যু (১৩/৯ বছর),  তৃণমূল বিজয় শোভাযাত্রা সংঘর্ষ  ,Nadia জেলা বোমা বিস্ফোরণ  ,কালিগঞ্জ,সকেট বোমা বিস্ফোরণ ঘটনা,   বোমা মারা মামলা Kaliganj PS 534/25  ,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় প্রতিক্রিয়া

News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata News Live Updates 3 July, 2025:এবার নদিয়ার কালীগঞ্জে তামান্না খাতুন খুনে CBI তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ পরিবার। কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিনে তৃণমূলের বিজয় মিছিল থেকে পরপর বোমা ছোড়া হয় বলে অভিযোগ। সেই বোমার আঘাতেই মৃত্যু হয় ছোট্ট তামান্না খাতুনের। একমাত্র মেয়েকে হারিয়ে এখনও শোকে পাথর গোটা পরিবার। পুলিশের FIR-এ নাম থাকা ২৪ জনের মধ্যে এখনও পর্যন্ত মাত্র ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশি তদন্তে আর ভরসা রাখতে পারছে না পরিবার। সেই কারণেই এবার কেন্দ্রীয় তদন্ত সংস্থার হস্তক্ষেপ চান তারা। তামান্নাদের পরিবারের হয়ে হাইকোর্টে মামলাটি লড়বেন প্রখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

Advertisment

কসবার ল' কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় এবার কড়া পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। কসবা-কাণ্ডের তদন্তের অগ্রগতি রিপোর্ট তলব উচ্চ আদালতের। আগামী বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট দিতে হবে রাজ্য সরকারকে। কীভাবে কলেজে ঢুকতে পারে প্রাক্তনী? কলেজের সময়সীমা শেষের পরেও কেন সেখানে কর্মীরা থাকবেন? অনধিকার প্রবেশ আটকাতে কলেজে কী ব্যবস্থা? আগে জানানো হলেও কেন অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নয়? এই সব প্রশ্নের উত্তর চাইল আদালত। এদিকে, কসবা-কাণ্ডে কলকাতা পুলিশের তদন্তে আস্থা আছে নির্যাতিতা ছাত্রীর পরিবারের। যদিও মামলা নিয়ে ইতিমধ্যেই তাঁরা প্রখ্যাত আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন বলে জানা গিয়েছে। 

বৃহস্পতিবার উত্তরপ্রদেশের হাপুরে একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চার নাবালক সহ পাঁচজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার বিনীত ভাটনগর জানিয়েছেন, বুধবার রাতে হাপুর থানা এলাকার বুলন্দশহর রোডের মিনিল্যান্ড স্কুলের কাছে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, রফিকনগরের বাসিন্দা ৪০ বছর বয়সী দানিশ হাপুর এলাকায় তার বন্ধুর ফার্মহাউসের সুইমিং পুল থেকে ফিরছিলেন। তিনি তার দুই সন্তান এবং তার ভাইয়ের সন্তানদের একটি মোটরবাইকে নিয়ে ফিরছিলেন। যাদের সবার বয়স ৮ থেকে ১১ বছরের মধ্যে।  

আরও পড়ুন- Kolkata weather Update today:আজ তুমুল বৃষ্টির প্রবল সম্ভাবনা এই জেলাগুলিতে, সপ্তাহভর চলবে দুর্যোগ?

Advertisment

এদিকে কসবা-কাণ্ডের এক সপ্তাহ পর শেষমেশ টনক নড়েছে রাজ্য বার কাউন্সিলের। গণধর্ষণে প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র আলিপুর আদালতের আইনজীবী। মনোজিতের এনরোলমেন্ট থাকবে কিনা তা এবার বৈঠকে সিদ্ধান্ত নেবে বার কাউন্সিল।

  • Jul 03, 2025 14:01 IST

    Kolkata News Live Updates:যুগান্তকারী নির্দেশ হাইকোর্টের

    নজিরবিহীন নির্দেশ কলকাতা হাইকোর্টের। অবিলম্বে গোটা রাজ্যের কলেজগুলিতে ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ উচ্চ আদালতের। দীর্ঘদিন ধরে রাজ্যের কলেজগুলিতে নির্বাচন করানো যায়নি, কোনও নির্বাচিত ইউনিয়নও সেখানে নেই। তবুও রাজ্যের কলেজে-কলেজে খোলা থাকছে ইউনিয়ন রুম। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। তারই পরিপ্রেক্ষিতে এবার নজিরবিহীন নির্দেশ আদালতের। যতদিন পর্যন্ত কলেজগুলিতে ছাত্র সংসদের নির্বাচন না হচ্ছে ততদিন পর্যন্ত রাজ্যের সব কলেজের ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

    বিস্তারিত পড়ুন- Calcutta High Court: রাজ্যের কলেজগুলি নিয়ে যুগান্তকারী নির্দেশ হাইকোর্টের, রাজ্যকে দিতে হবে হলফনামা



  • Jul 03, 2025 11:14 IST

    Kolkata News Live Updates:রাজমিস্ত্রির কাজে গিয়ে মৃত্যু

    রাজমিস্ত্রির কাজে গিয়ে মৃত্যু শ্রমিকের। মৃতের নাম জিতেন্দ্র সিং। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। কুলতলির সানকি জাহান এলাকায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেনআসেন জিতেন্দ্র সহ কয়েকজন রাজমিস্ত্রি। বৃহস্পতিবার সকালে বালি-সিমেন্ট মাখানোর জন্য মোটর দিয়ে জল দিতে গিয়েছিলেন তিনি। তখনই বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে জামতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। 



  • Jul 03, 2025 09:52 IST

    Kolkata News Live Updates:কলকাতায় শ'য়ে-শ'য়ে নতুন AC বাস

    এবার পুজোর আগেই কলকাতা শহরের বিভিন্ন রুটে অত্যাধুনিক প্রযুক্তির ২০০টি গ্রিন বাস নামাচ্ছে পরিবহণ দফতর। শহরে বায়ু দূষণ কমাতে পরিবেশবান্ধব CNG চালিত এই নতুন AC বাস অল্প দিনেই মন কাড়বে যাত্রীদের, এমনই আশা পরিবহণ দফতরের কর্তাদের। নতুন এই বাসের ভাড়াও নাগালেই রাখা হবে বলে জানা গিয়েছে। 

    বিস্তারিত পড়ুন- AC CNG buses: ভাড়া নাগালেই! পুজোর আগেই কলকাতায় শ'য়ে-শ'য়ে নতুন AC বাস



  • Jul 03, 2025 09:51 IST

    Kolkata News Live Updates: প্রবল বৃষ্টির সম্ভাবনা

    চলতি সপ্তাহ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েক দিন ঝড়-বৃষ্টির এই দাপট চলবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঝড়-বৃষ্টি চললেও আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে। 

    বিস্তারিত পড়ুন- Kolkata weather Update today:আজ তুমুল বৃষ্টির প্রবল সম্ভাবনা এই জেলাগুলিতে, সপ্তাহভর চলবে দুর্যোগ?



Bengal BJP Samik Bhattacharya Kasba Law College gang rape