Bombay High Court Verdict: ১১ মিনিটে ৭টি বিস্ফোরণে কেঁপে উঠল মুম্বই! ২০০৬ সালের 'লোকাল ট্রেন' বিস্ফোরণ মামলায় ১২ জনকে বেকসুর খালাস বোম্বে হাইকোর্টের।
সোমবার, ২০০৬ সালের মুম্বই লোকাল ট্রেন বিস্ফোরণ মামলায় বম্বে হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। হাইকোর্ট ১১ জন অভিযুক্তকে নির্দোষ বলে ঘোষণা করে তাদের বেকসুর খালাস দিয়েছে। বিচারপতি অনিল কিলোর এবং বিচারপতি এস.জি. চন্দকের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। নিম্ন আদালত ১২ জন অভিযুক্তের সাজা ঘোষণা করেছিল। এর মধ্যে ৫ জনকে মৃত্যুদণ্ড এবং ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু হাইকোর্ট রায়টি বাতিল করে দেয়।
২০০৬ সালের ১১ জুলাই মুম্বইয়ে এই ভয়ঙ্কর বিস্ফোরণে ১৮৯ জন প্রাণ হারান। এই মামলায়, দায়রা আদালত ২০১৫ সালে ১৩ জন অভিযুক্তের মধ্যে ১২ জনকে দোষী সাব্যস্ত করে। তাদের সকলেরই সাজা হয়েছে। একজন অভিযুক্তের ইতিমধ্যে মৃত্যু হয়েছে। সূত্রের খবর, এই বছরের জানুয়ারিতে মামলার চূড়ান্ত শুনানি সম্পন্ন হলেও রায় সংরক্ষিত ছিল। এই সমস্ত অভিযুক্ত নাসিক, ইয়েরওয়াড়া এবং নাগপুরের কারাগারে বন্দী। তাদের শুনানি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সম্পন্ন হয়েছিল।
১১ মিনিটে ৭টি বিস্ফোরণ, ১৮৯ জন প্রাণ হারিয়েছিলেন
মুম্বই বিস্ফোরণে ১৮৯ জনের মৃত্যুর পাশাপাশি ৮২৭ জন যাত্রী গুরুতর আহত হন। ১১ জুলাই মাত্র ১১ মিনিটের মধ্যে ৭টি বিস্ফোরণ ঘটে। দায়রা আদালতের রায়ের পর, অভিযুক্তরা হাইকোর্টের দ্বারস্থ হন, যেখানে তাদের খালাস বলে ঘোষণা করা হয়।