West Bengal News Highlights: দাপুটে রাজনীতিকের মৃত্যুতে শোকে ভাসল দেশ, না ফেরার দেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী

Kolkata Bengal News Updates 21 july 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের সব বড় খবর সবার আগে জানুন।

Kolkata Bengal News Updates 21 july 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের সব বড় খবর সবার আগে জানুন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
VS Achuthanandan’, former Kerala CM, dies at 101

প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রবীণ মার্কসবাদী নেতা ভিএস অচ্যুতানন্দন

Kolkata News  Updates 21 July, 2025: প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রবীণ মার্কসবাদী নেতা ভিএস অচ্যুতানন্দন। দীর্ঘ রোগভোগের পর ১০১ বছর না ফেরার দেশে বর্ষীয়ান এই রাজনীতিক।  তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক মহলে শোকের ছায়া। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) – সিপিআই (এম) – জানিয়েছে, অচ্যুতানন্দন দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত ২৩ জুন  হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে কেরলের তিরুবনন্তপুরমের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তাঁর মৃত্যু হয়।ভিএস অচ্যুতানন্দন ছিলেন কেরল কমিউনিস্ট রাজনীতির এক গুরুত্বপূর্ণ মুখ। তিনি ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনবার তিনি ছিলেন রাজ্যের বিরোধী দল নেতা – ১৯৯১-৯৬, ২০০১-০৬ ও ২০১১-১৬ সময়কালে। তাঁর রাজনৈতিক কেরিয়ারে তিনি পরিচিত ছিলেন দুর্নীতির বিরুদ্ধে এক আপোষহীন মুখ এবং দক্ষ সংগঠক হিসেবে। ২০২১ সালের জানুয়ারিতে কেরল সরকারের প্রশাসনিক সংস্কার কমিশনের চেয়ারম্যান পদ থেকে তিনি অবসর নেন। তারপর থেকেই তিনি তিরুবনন্তপুরমে বাড়িতেই থাকতেন।

Advertisment

এযেন ঠিক আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার পুনরাবৃত্তি। এবার বাংলাদেশে রাজধানী ঢাকায় একটি কলেজের উপর ভেঙে পড়ল একটি বিমান। বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম 'প্রথম আলো' সূত্রে জানা গিয়েছে, আজ দুপুর ১.০৬ মিনিট নাগাদ ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণের একটি বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর ভেঙে পড়ে। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। 

গুরুতর অসুস্থ! চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। এই খবর চাউর হতে ডিএমকে কর্মী সমর্থক এবংসাধারণের মধ্যে ছড়িয়ে পড়ে চরম চাঞ্চল্য। হাসপাতালের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন আজ সকালে নিয়মিত হাঁটার সময় মাথা ঘোরা অনুভব করেন এবং সেই কারণেই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের রিপোর্টে আরও বলা হয়েছে যে, তার ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে এবং তিনি বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকরা মুখ্যমন্ত্রীকে কয়েকদিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন এবং তাঁর সফরসহ তাঁর পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত রাখার পরামর্শ দিয়েছেন।

Advertisment

২১ জুলাই মমতার সভায় আসার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা। দুমড়ে মুচড়ে গেল কর্মী সমর্থক বোঝাই গাড়ি। মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিন জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। হাওড়ার জগৎবল্লভপুরে ধুন্ধুমার। জানা গিয়েছে হুগলির খানাকুল থেকে ৩০-৩২ জন কর্মী সমর্থককে নিয়ে ধর্মতলার শহীদ সমাবেশের উদ্দেশ্যে যাওয়ার সময় আচমকাই দ্রুত গতিতে ছুটে আসা বাসের সঙ্গে সজোরে ধাক্কা লাগে গাড়িটির। ছিটকে পড়েন গাড়িতে থাকা যাত্রীরা। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জনা গিয়েছে তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।  দুর্ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। 

কাঁদিয়ে চলে গেলেন একই পরিবারের ৫ জন। গুজরাটের আহমেদাবাদ জেলার বাগোদারা গ্রামে এক দম্পতি এবং তাদের তিন সন্তানের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশের প্রাথমিক অনুমান পরিবারের সকলেই বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদের মধ্যে রয়েছেন বিপুল ওয়াঘেলা (৩৪), তার স্ত্রী সোনাল (২৬) এবং তাদের  সন্তান কারিনা (১১), ময়ূর (৮) এবং প্রিন্স (৫)।পুলিশ সূত্রে খবর, রবিবার রাত ১:৩০ নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। তদন্তকারী পুলিশ আধিকারি পি.এন. গোহিল বলেন, "প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং আমরা ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে ।" স্থানীয় সূত্রে খবর, বিপুল ওয়াঘেলা (৩৪) রিকশা চালাতেন। দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় জর্জরিত ছিল। সেই কারণেই এই চরম পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হয় পরিবারটি। 

আরও পড়ুন- ছাব্বিশের আগে তৃণমূলের শেষ একুশে! ডিম-ভাত বদলে এবার জিভে জল আনা মেন্যু

আজ ২১ জুলাই। শহীদ দিবসের মেগা সমাবেশ। কলকাতার রাজপথে ভিড় জমাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা। এর মাঝেই দিলীপ ঘোষের আগুনে হুঁশিয়ারি। ২১ জুলাইয়ের সমাবেশের আগে তৃণমূলকে তুমুল কটাক্ষ বিজেপি নেতা দিলীপ ঘোষের। তিনি বলেন, এটাই তৃণমূলের শেষ শহীদ দিবস। এরপর তৃণমূল কংগ্রেস 'শহীদ' হয়ে যাবে।  

Dilip ghosh, digha jagannath temple, bjp, tmc,Mamata Banerjee,দিলীপ ঘোষ, তৃণমূল,বিজেপি
Dilip Ghosh: বিজেপি নেতা দিলীপ ঘোষ।

সংসদের বাদল অধিবেশন শুরুর প্রধানমন্ত্রী মোদী সংবাদমাধ্যমের সামনে এক ভাষণে বলেন,"ভারতের সামরিক শক্তির রূপ গোটা বিশ্ব দেখেছে। তিনি বলেন যে, ২২ মিনিটের মধ্যে গুঁড়িয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসবাদীদের আস্তানা। প্রধানমন্ত্রী মোদী বলেন, বাদল অধিবেশন জাতির জন্য একটি গর্বের অধিবেশন। মহাকাশে 'তেরঙ্গা উত্তোলন' দেশবাসীকে গর্বিত করেছে। এই অধিবেশন উদ্ভাবন এবং পুনর্নবীকরণের প্রতীক।   

monsoon-session-parliament-
অধিবেশন শুরুর আগে 'অপারেশন সিঁদুরের' উল্লেখ মোদীর

 

বেঙ্গালুরু-সালেম হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ৭ বছরের শিশুসহ মৃত ৩, আহত ৭। জাতীয় সড়কে রবিবার ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের, যাঁদের মধ্যে রয়েছেন সাত বছরের শিশু। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত সাতজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাল্টি-ভেহিকল কলিশনে একাধিক যানবাহন চূর্ণবিচূর্ণ হয়ে যায়। কৃষ্ণগিরির পুলিশ সুপার পি থঙ্গাদুরাই জানিয়েছেন, ‘‘মোট পাঁচটি গাড়ি এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছে। দুটি গাড়ি ও একটি টু-হুইলার মাঝখানে পড়ে দু’টি ট্রাকের। ট্রাফিক এখন স্বাভাবিক করা হয়েছে।’’ পুলিশের প্রাথমিক অনুমান, নিহত তিনজনই দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলির যাত্রী ছিলেন। দুর্ঘটনায় একটি টু-হুইলারও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ শুরু করে বিপর্যয় মোকাবিলা দল ও স্থানীয় পুলিশ। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে কৃষ্ণগিরি জেলা পুলিশ।

আরও পড়ুন- সকাল গড়ালেই কলকাতায় কাঁপানো ঝড়-বৃষ্টি? দুর্যোগ মাথায় নিয়েই তৃণমূলের ২১ জুলাই পালন?

publive-image

একদিকে আজ কলকাতায় তৃণমূলের ২১ জুলাইয়ের শহীদ সমাবেশ। একই দিনে আজ শিলিগুড়িতে পথে নামছে BJP। রাজ্যে নারী নির্যাতন, আইনশৃঙ্খলার অবনতি থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রতি সরকারের বঞ্চনার অভিযোগে গেরুয়া দলের যুব মোর্চার ডাকে 'উত্তরকন্যা অভিযান'। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই কর্মসূচি। শিলিগুড়ির চুনাভাটি ফুটবল মাঠে আজ প্রকাশ্য জনসভা বিজেপির।

এদিকে আজ খড়্গপুরে শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিতে পৃথক কর্মসূচি পালন বিজেপি নেতা দিলীপ ঘোষেরও। খড়গপুরে বিজেপির এই কর্মসূচিতে থাকবেন দিলীপ ঘোষ। গেরুয়া দলের ডাকাবুকো নেতা দিলীপ ঘোষের কথায়, "BJP-র অনেক কর্মী বাংলায় রাজনৈতিক লড়াইয়ে নিহত হয়েছেন। তাঁদের শ্রদ্ধাঞ্জলি দিতেই আজকের সভা।" অন্যদিকে, নদিয়ার পলাশিতে আজ কালীগঞ্জে নিহত তামান্না খাতুনের স্মৃতিতেও বিশেষ কর্মসূচি পালন করবে কংগ্রেস। অধীর চৌধুরীর থাকবেন সেই কর্মসূচিতে।

আরও পড়ুন- Dilip Ghosh:বোমা ফাটালেন দিলীপ! তৃণমূলের ২১ জুলাইয়ের দিনে BJP নেতাকে নিয়ে বড় খবর!

অন্যদিকে, আজই শুরু সংসদের বাদল অধিবেশন। চলতি অধিবেশনে সংসদের দুই কক্ষে কেন্দ্রীয় সরকারকে চেপে ধরতে একাধিক ইস্যু নিয়ে ঝাঁপানোর কৌশল বিরোধীদের। এর আগেই ইন্ডিয়া জোটের নেতারা নিজেদের মধ্যে বৈঠক করেছেন।

আরও পড়ুন- 21 July TMC Rally LIVE: 'মেগা একুশে' পাখির চোখ ২৬-এর নির্বাচন, মমতার 'আগুনে' ভাষণে নজর রাজ্যবাসীর

সেই বৈঠকে ইস্যুভিত্তিক আলোচনা হয়েছে। চলতি বাদল অধিবেশনে কোন কোন ইস্যু তুলে ধরে সরকারকে আক্রমণ করা যাবে সে ব্যাপারেও আগাম আলোচনা সেরে নিয়েছেন ইন্ডিয়া জোটের নেতারা। আজ বাদল অধিবেশনের শুরুতেই  সংসদের দুই পক্ষ উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- Congress Leader Passed Away: ২১ জুলাই ভোরে চরম দুঃসংবাদ, প্রয়াত রাজ্যের বর্ষীয়াণ রাজনীতিবিদ

  • Jul 21, 2025 13:56 IST

    Kolkata News Live Updates: ছটফট করতে করতে মৃত্যু তরুণীর

    রঘুনাথগঞ্জের ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবতী। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে ওই যুবতীর নাম রাধারানি মণ্ডল(২০)। তাঁর বাড়ি রঘুনাথগঞ্জ থানার ধনপতনগরে। ওই যুবতী এদিন দুপুর ১২টা নাগাদ ধনপতনগর ঘাটে স্নান করতে নামেন। নদীতে জলের স্রোত থাকায় যুবতী ভেসে বেশ কিছুটা দূরে চলে যায়। স্থানীয় লোকজন যুবতীকে সাহায্যের জন্য যায়। যুবতীকে টেনে পাড়ে নিয়ে আসার চেষ্টা করে। কিন্তু উপস্থিত সকলের চোখের সামনেই আচমকাই জলে তলিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে জঙ্গিপুর ফাঁড়ির পুলিস। স্থানীয় ডুবুরি নামিয়ে নিখোঁজ যুবতীর খোঁজ চালাচ্ছে পুলিস।



  • Jul 21, 2025 13:06 IST

    Kolkata News Live Updates: বাংলা তথা ভারতের সংস্কৃতিকে ধ্বংস করে তৃণমূল ২১ শে জুলাই পালন করছেঃ শুভেন্দু

    '২১ জুলাই শহীদ দিবস নয়, এটা একটা সরকারি অনুষ্ঠান। বাংলা তথা ভারতের সংস্কৃতিকে ধ্বংস করে তৃণমূল ২১ শে জুলাই পালন করছে। লোকজনদের জোর করে ট্রেনে বাসে করে মিছিলে নিয়ে এসেছে শাসক তৃণমূল। যত লোক এসেছে তার মধ্যে অর্ধেক কলকাতা ঘুরতে এসেছে', আক্রমনাত্মক শুভেন্দু।



  • Jul 21, 2025 12:21 IST

    Kolkata News Live Updates: তুমুল হট্টোগোল, লোকসভার কার্যক্রম দুপুর ২টো পর্যন্ত মুলতবি

    আজ থেকে শুরু সংসদের বাদল অধিবেশন। ২১ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে এই অধিবেশন। অধিবেশন শুরু হওয়ার সাথে সাথেই বিরোধীরা হট্টগোল শুরু করে, যার ফলে লোকসভা এবং রাজ্যসভার কার্যক্রম দুপুর ১২টা পর্যন্ত মুলতবি করা হয়। এর পরে, দুপুর ১২টায় কার্যক্রম শুরু হলে, বিরোধীরা আবার লোকসভায় হট্টগোল শুরু করে, যার কারণে লোকসভার কার্যক্রম দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হয়।



  • Jul 21, 2025 12:11 IST

    Kolkata News Live Updates: রিলস বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু

    রিলস ভিডিও বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। সোমবার সকালে সুজনিপারা রেলস্টেশন সংলগ্ন এলাকাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃত যুবকের নাম পরিচয় জানা যায়নি। এদিন রিলস ভিডিও বানানোর সময় সুজনিপারা এবং নিমতিতা রেল স্টেশনের মাঝামাঝি স্থানে একটি যাত্রীবাহী ট্রেনে ধাক্কা মারে যুবককে। তখনই তার মৃত্যু হয় বলে খবর।



  • Jul 21, 2025 11:42 IST

    Kolkata News Live Updates:শপথ নিলেন হর্ষবর্ধন শৃংলা

    আজ রাজ্যসভায় শপথ নিলেন শ্রী হর্ষবর্ধন শৃংলা। প্রাক্তন বিদেশ সচিব, তিনি নিজের একাধিক এনজিওর মাধ্যমে দার্জিলিং, শিলিগুড়ি এবং পাহাড়ের বিস্তীর্ণ অঞ্চলে বহু সমাজসেবামূলক কাজ করেন। বহু বছর হাই কমিশনার হিসেবে বাংলাদেশে ভারতের প্রতিনিধিত্ব করছেন। বাংলাদেশে গণ-অভ্যুত্থানের সময় ভারতের বিদেশ নীতি সংক্রান্ত বিশেষ ভূমিকা পালন করেছেন তিনি।



  • Jul 21, 2025 09:54 IST

    Kolkata News Live Updates: এটাই শেষ শহীদ দিবস, এরপর তৃণমূল 'শহীদ' হবে

    ২১ জুলাইয়ের আগে তৃণমূলকে তুমুল কটাক্ষ বিজেপি নেতা দিলীপ ঘোষের। তিনি বলেন, এটাই তৃণমূলের শেষ শহীদ দিবস। এরপর তৃণমূল কংগ্রেস 'শহীদ' হয়ে যাবে। 



  • Jul 21, 2025 09:49 IST

    Kolkata News Live Updates: কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়ে 'অবরুদ্ধ' শহর

    আজ ২১ জুলাই। শহীদ সমাবেশে যোগ দিতে জেলা থেকে কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থকরা ধর্মতলায় ভিড় জমাতে শুরু করেছেন। সপ্তাহের প্রথম কাজের দিনে চরম দুর্ভোগে অফিস যাত্রীরা। ২১শে জুলাই ভোর ৩টে থেকে রাত ৮ টা পর্যন্ত কোনও পণ্যবাহী যানবাহন শহরে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলেই পুলিশ সূত্রে খবর।  এলপিজি গ্যাস সিলিন্ডার, মাছ এবং মাংসের মতো প্রয়োজনীয় পণ্য বহনকারী যানবাহনের জন্য শুধুমাত্র ছাড় থাকছে।



  • Jul 21, 2025 09:07 IST

    Kolkata News Live Updates:আত্মহত্যার চেষ্টা বৃদ্ধার

    নিউ আলিপুর থেকে ডায়মন্ড হারবারে এসে মাঠের মাঝে দাউদাউ করে জ্বললেন এক বৃদ্ধা। ডায়মন্ড হারবার থানার নারায়নপুর গ্রামে রাতে এক বৃদ্ধা গায়ে আগুন দিয়ে আত্মহত্যা হওয়ার চেষ্টা করেন। মাঠের মাঝখানে দাউদাউ করে জ্বলছিলেন সাহাপুর কলোনি, নিউ আলিপুর (কলকাতা-৫৩) -এর বাসিন্দা মিঠু মুখার্জী। পরে তিনি রাস্তার ধারের জলাভূমিতে ঝাঁপ দেন। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে পুলিশে খবর দেন। দেহের অধিকাংশ অংশ পুড়ে যাওয়ায় আশঙ্কাজনক অবস্থায় ওই বৃদ্ধাকে দ্রুত ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে যে বৃদ্ধার দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা রয়েছে এবং অতীতে একাধিকবার আত্মহত্যা হওয়ার চেষ্টা করেছেন।



tmc bjp Bengali News Today 21 July Shahid Diwas