Parliament Monsoon Session: ২১ জুলাই উত্তাল হবে সংসদ! কোন কোন ইস্যুতে কেন্দ্রের কণ্ঠরোধে মরিয়া মমতা-রাহুল?

Parliament Monsoon Session: আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। অপারেশন সিন্দুর এবং বিহারের 'SIR' নিয়ে সরকারকে কোণঠাসা করার প্রস্তুতি বিরোধীদের।

Parliament Monsoon Session: আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। অপারেশন সিন্দুর এবং বিহারের 'SIR' নিয়ে সরকারকে কোণঠাসা করার প্রস্তুতি বিরোধীদের।

author-image
IE Bangla Web Desk
New Update
Parliament Winter Session.

২১ জুলাই উত্তাল হবে সংসদ!

Parliament Monsoon Session: আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন।  অপারেশন সিন্দুর এবং বিহারের 'SIR' নিয়ে সরকারকে কোণঠাসা করার প্রস্তুতি বিরোধীদের।

Advertisment

২১ জুলাইয়ের সমাবেশে কলকাতা কাঁপাবেন মমতা! পৃথক কর্মসূচিতে ঝড় তুলবেন শুভেন্দু-দিলীপরাও?

 আজ (২১ জুলাই ২০২৫) শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। পরবর্তী ৩২ দিন ধরে চলবে এই অধিবেশন। অর্থাৎ বাদল অধিবেশনের শেষ দিন ২১ আগস্ট। এই অধিবেশনের ২১টি সভা অনুষ্ঠিত হবে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন যে সরকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অপারেশন সিন্দুর নিয়ে বিরোধীদের দাবির জবাব দেবে। অধিবেশন শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী মোদী সংবাদমাধ্যমের সাথে কথা বলবেন।

Advertisment

বর্ষায় কত তাপমাত্রায় ফ্রিজ চালালে খাবার থাকবে ফ্রেশ একেবারে টাটকা?

উল্লেখ্য, স্বাধীনতা দিবস উদযাপনের কারণে ১৪ ও ১৫ আগস্ট সংসদের কার্যক্রম বন্ধ থাকবে। বিরোধী দল কংগ্রেস কেন্দ্রীয় সরকারকে কোনঠাসা করতে ৮টি বিষয়ের একটি তালিকা প্রস্তুত করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ সংসদে বিরোধীদের তরফে  উত্থাপিত বিষয়গুলি নিয়ে একটি বিবৃতি দিতে পারেন। আজ সংসদের বাদল অধিবেশন শুরুর আগেই সংসদে পৌঁছেছেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। 

'একুশের মঞ্চ থেকেই '২৬-এর বার্তা মমতার! তৃণমূলের শহীদ সমাবেশে কলকাতায় জনজোয়ার

অধিবেশনে বিরোধীদের ইস্যুগুলি কী কী থাকবে?

২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও হামলা এবং ৭ই মে অপারেশন সিন্দুর শুরু হওয়ার পর এটিই প্রথম সংসদ অধিবেশন। এছাড়াও, বিহারে ভোটার তালিকা সংশোধন এবং ওয়াকফ বিলও নিয়েও উত্তাল হতে পারে সংসদ। বিরোধীরা এই সমস্ত বিষয় সংসদের তলায় তোলার পরিকল্পনা করছে।বাদল অধিবেশনে, কেন্দ্রীয় সরকার অনেক বড় বিল পেশ করার এবং কিছু গুরুত্বপূর্ণ বিল পাস করার প্রস্তুতি নিচ্ছে তার মধ্যে রয়েছে 

বোমা ফাটালেন দিলীপ! তৃণমূলের ২১ জুলাইয়ের দিনে BJP নেতাকে নিয়ে বড় খবর!

  • লোকসভা মণিপুর পণ্য ও পরিষেবা কর (সংশোধনী) বিল ২০২৫
  • পাবলিক ট্রাস্ট (বিধান সংশোধন) বিল ২০২৫
  • ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (সংশোধনী) বিল ২০২৫
  • কর আইন (সংশোধন) বিল ২০২৫
  • ঐতিহ্যবাহী স্থান এবং ভূমির ধ্বংসাবশেষ (সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ) বিল ২০২৫
  • খনি ও খনিজ সম্পদ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) সংশোধনী বিল ২০২৫
  • জাতীয় ক্রীড়া প্রশাসন বিল ২০২৫
  • জাতীয় ডোপিং-বিরোধী (সংশোধনী) বিল ২০২৫

Google এ কোন শব্দ সার্চ করলেই চরম বিপদ? জানেন তো?

বাদল অধিবেশনের আগে, সরকার রবিবার সর্বদলীয় বৈঠক করেছে । সংসদের এই অধিবেশন ২১ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে। এক মাস ধরে চলা এই অধিবেশনে মোট ২১টি বৈঠক অনুষ্ঠিত হবে। সর্বদলীয় বৈঠকের পর, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন যে সরকার খোলা মনে সকল বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত, তবে তা নিয়ম এবং ঐতিহ্য অনুসারে হতে হবে। কিরেন রিজিজু অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকল দলের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন যে আমরা ভিন্ন ভিন্ন মতাদর্শের দল হতে পারি, কিন্তু অধিবেশন পরিচালনার দায়িত্ব সকলের।

২১ জুলাই ভোরে চরম দুঃসংবাদ, প্রয়াত রাজ্যের বর্ষীয়াণ রাজনীতিবিদ

west news of west bengal