Bengal Gangrape: উত্তাল বাংলা! কসবা কাণ্ডের মাঝেই বাংলার বুকে ফের গণধর্ষন, শিকেয় নারী নিরাপত্তা

Bengal Gangrape: কোনওক্রমে বাড়ি ফিরে মহিলা তাঁর পরিবারের লোকজনকে গোটা ঘটনা জানান। পরিবার সদস্যদের কথা মতো রাতেই তিনি কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন ।

Bengal Gangrape: কোনওক্রমে বাড়ি ফিরে মহিলা তাঁর পরিবারের লোকজনকে গোটা ঘটনা জানান। পরিবার সদস্যদের কথা মতো রাতেই তিনি কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন ।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Burdwan Gangrape,rape,burdwan incident,purba bardhaman,kalipuja 2024,police,গণধর্ষণ,পূর্ব বর্ধমান,বর্ধমান

প্রতীকী ছবি

Katwa Gangrape: কসবার আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতে ফের গণধর্ষণ বঙ্গে।এবার ঘটনাস্থল পূর্ব বর্ধমানের কাটোয়া। তবে অবশ্য অভিযুক্তরা কেউ রেহাই পায় নি।এ ক্ষেত্রেও পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে বধূকে গণধর্ষণের ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। কাটোয়া থানার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্ত যুবকের নাম দুলাল শেখ এবং বজরুল শেখ।

Advertisment

 ধৃত দু’জনেই কাটোয়া থানার করুই নতুনগ্রামের বাসিন্দা। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ বৃহস্পতিবার দুই ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করে সাত দিনের জন্য নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন জানায়। বিচারক ধৃতদের ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। গোপন জবানবন্দি পেশের জন্য এদিনই নির্যাতিতাকে হাজির করা হয় আদালতে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে ,বছর ২৪ বয়সী নির্যাতিতা বধূ কাটোয়া থানা এলাকার বাসিন্দা।পুলিশকে তিনি জানিয়েছেন, “তাঁর স্বামীর সঙ্গে একটি মামলা চলছিল।সেই মামলার নিস্পত্তির জন্য বুধবার তিনি কাটোয়া আদালতে যান। কাটোয়া আদালতে কাজ মিটিয়ে বাড়ি ফেরার জন্য মহিলা ও তাঁর স্বামী কাটোয়া বাসস্ট্যাণ্ড থেকে বাসে চাপেন। বাপের বাড়ি যাওয়ার জন্য তিনি সন্ধ্যায় নাগাদ কৈথন বাসস্ট্যাণ্ডে নামেন। সেখান থেকে টোটো ধরে বাপের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন।

নির্যাতিতা মহিলার অভিযোগ," টোটো থেকে নামার পর তাঁর স্বামী তাঁকে খানিকটা পথ এগিয়ে দেন । তারপর তিনি একাই হেঁটে বাপের বাড়ি দিকে যাচ্ছিলেন। তখন রাত প্রায় সাড়ে আটটা। 

Advertisment

পথে এক পোল্ট্রি ফার্মের কাছের নির্জন জায়গায় তাঁর পথ আটকায় দুলাল শেখ এবং বজরুল শেখ । দুলাল ও বজরুল জোর করে তাঁকে মাঠের দিকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে মহিলা অভিযোগ করেছেন। পুলিশকে মহিলা জানিয়েছেন,নির্যাতনের পর অসুস্থ অবস্থায় সেখানেই তিনি পড়ে থাকেন।অভিযুক্ত দু’জন পালিয়ে যায়। এরপর কোনওক্রমে বাড়ি ফিরে মহিলা তাঁর পরিবারের লোকজনকে গোটা ঘটনা জানান। পরিবার সদস্যদের কথা মতো রাতেই তিনি কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন। 

 

 

Katwa Gangrape