west bengal news Highlights: নাড্ডার পর কে হচ্ছেন BJP-র সর্বভারতীয় সভাপতি? প্রকাশ্যে এই হেভিওয়েটের নাম

West Bengal News Updates Today 4 July 2025: রাজ্য তথা দেশের সব বড় খবরের টাটকা আপডেট পড়ুন। রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া জগতের বড় খবরের আপডেট জানুন।

West Bengal News Updates Today 4 July 2025: রাজ্য তথা দেশের সব বড় খবরের টাটকা আপডেট পড়ুন। রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া জগতের বড় খবরের আপডেট জানুন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
operation sindoor news, operation sindoor live, india pakistan news, pahalgam terror attack,jaish-e-mohammed,jaish chief masood azhar,india pakistan news,india pakistan war,india pakistan news latest,india news,india attacks pakistan,operation sindoor,operation sindoor india,lashkar e taiba,muridke,bahawalpur,pm modi,pm modi on operation sindoor,operation sindoor news,operation sindoor press release,operation sindoor pakistan response,india pakistan news live,india pakistan tension,operation sindoor live updates,operation sindoor live,অপারেশন সিঁদুর, পাকিস্তানে এয়ারস্ট্রাইক,কংগ্রেস,বিজেপি,মোদী সরকার,শাহ,রাহুল গান্ধী,west bengal news today,latest bengali news

News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

west bengal news Highlights: আগামী কয়েক দিনের মধ্যে বিজেপি দলের নতুন সর্বভারতীয়  সভাপতি পেতে চলেছে। গেরুয়া শিবিরের পরবর্তী সর্বভারতীয় সভাপতি কে হতে চলেছে তা নিয়ে চলছে চূড়ান্ত চর্চা। গত কয়েকদিনে, কেন্দ্রীয় নেতৃত্ব অনেক রাজ্যে রাজ্য সভাপতিদের নাম ঘোষণা করেছে এবং এর ফলে দলীয় সংবিধান অনুসারে সর্বভারতীয় স্তরে সভাপতি নির্বাচনের পথ সুগম হয়েছে। গত কয়েক মাস ধরে বিজেপির জাতীয় সভাপতি কে হবেন তা নিয়ে অনেক জল্পনা চলছে। জেপি নাড্ডার মেয়াদ ২০২৩ সালের জানুয়ারিতে শেষ হয়েছে। অনেক নামই আলোচনায় উঠে আসছে। কিন্তু এখন মিডিয়ায় প্রকাশিত সর্বশেষ এবং সবচেয়ে বড় তথ্য অনুসারে, প্রথমবারের মতো বিজেপি পেতে চলেছে মহিলা সর্বভারতীয় সভাপতি। প্রতিযোগিতায় এগিয়ে রয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি ডি. পুরন্দেশ্বরী এবং বিজেপি মহিলা মোর্চার প্রাক্তন সর্বভারতীয় সভাপতি বনথি শ্রীনিবাসনের মতো বিশিষ্ট মুখ। এটি লক্ষণীয় যে তিন মহিলাই দক্ষিণ ভারতের।

Advertisment

দু'বছরের জন্য তার ডাক্তারির রেজিস্ট্রেশন বাতিল করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা শান্তনু সেন। হাইকোর্টে তাঁর আবেদন গৃহীত হয়েছে। আগামী সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শান্তনু সেনের আবেদনের শুনানি হতে পারে। শান্তনু সেনের বিদেশি ডিগ্রি অবৈধ বলে অভিযোগ ওঠে। মেডিকেল কাউন্সিলকে না জানিয়ে সেই ডিগ্রি তিনি ব্যবহার করছিলেন বলে অভিযোগ। তারপরেই তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে মেডিকেল কাউন্সিল।

কসবার সাউথ ক্যালকাটা ল' কলেজের গণধর্ষণের ঘটনায় তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে কলকাতা পুলিশের সিট। শুক্রবার ভোররাতে কসবার ওই কলেজে নিয়ে যাওয়া হয়েছিল গণধর্ষণে প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ বাকি ৩ ধৃতকে। সেদিনের ঘটনার পুনঃনির্মাণ করেছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ ভোর ৩টে নাগাদ রোমহর্ষক সেই ঘটনার পুনর্নির্মাণ শুরু হয়। এই পুনর্নির্মাণ থেকে মেলা তথ্যের সঙ্গে নির্যাতিতার বয়ান মিলিয়ে দেখা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর প্রায় ৩টে থেকে সকাল ৮টা পর্যন্ত কসবার ওই কলেজে ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশ।

Advertisment

সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা শান্তনু সেনের ডাক্তারির রেজিস্ট্রেশন দু'বছরের জন্য বাতিল করে দিল রাজ্য মেডিকেল কাউন্সিল। তাঁর বিদেশি ডিগ্রি নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, রাজ্য মেডিকেল কাউন্সিলে রেজিস্ট্রেশন না করিয়েই ওই বিদেশি ডিগ্রি ব্যবহার করছিলেন শান্তনু সেন।

আরও পড়ুন- Dilip -Samik:শমীক BJP সভাপতি হওয়ার পরের দিনেই কী বললেন দিলীপ? আজ-কালেই বিরাট সিদ্ধান্ত?

বিষয়টি নিয়ে আগেই শান্তনু সেনের কাছে একটি নোটিশ পাঠায় মেডিকেল কাউন্সিল। বৃহস্পতিবার তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। তারপরেই শান্তনু সেনের ডাক্তারির রেজিস্ট্রেশন দু'বছরের জন্য বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন- West Bengal weather Update: ভারী বৃষ্টির পবূর্বাভাস দক্ষিণবঙ্গে, আজ থেকেই লাগাতার দুর্যোগ, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?

  • Jul 04, 2025 15:35 IST

    Kolkata News Live:বিজেপিকে কটাক্ষ অধীরের

    গতকালই পশ্চিমবঙ্গে BJP-র রাজ্য সভাপতি পদে দায়িত্ব নিয়েছেন শমীক ভট্টাচার্য। দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রথম ভাসনে তৃণমূলের প্রতি হুঙ্কার বজায় রাখলেও সংখ্যালঘুদের নিয়ে খানিকটা নরম মনোভাব প্রকাশ পেয়েছে শমীকের কথায়। শমীক ভট্টাচার্যের সেই মন্তব্য নিয়ে জোরদার চর্চাও ছড়িয়েছে বঙ্গ রাজনীতিতে। হঠাৎ করে সংখ্যালঘুদের নিয়ে বিজেপির এই অবস্থানে ঘুরিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

    বিস্তারিত পড়ুন- Adhir Chowdhury: 'BJP এখন বুঝছে মুসলমান ভোটের কদর আছে', শমীক-উবাচে 'পুরনো স্টাইল' দেখছেন অধীর



  • Jul 04, 2025 13:58 IST

    Kolkata News Live:তামান্না খুনে ফের গ্রেফতারি

    কালীগঞ্জ উপনির্বাচনের গণনা চলাকালীন মোলান্দিতে বোমার আঘাতে বালিকার খুন হওয়ার ঘটনায় বৃহস্পতিবার রাতে পুলিশ আরও একজনকে গ্রেফতার করল। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আব্দুল কাশেম সেখ। তার বাড়ি মোলান্দি পূর্ব পাড়ায়। বয়স ৫৮ বছর। এই ঘটনায় পুলিশ মোট ১০ জনকে গ্রেফতার করলো। শুক্রবার দুপুরে উপনির্বাচনের গণনা চলাকালীন মোলান্দিতে শকেট বোমায় ছিন্নভিন্ন হয়ে যায় একরত্তি তামান্না খাতুনের শরীর। 



  • Jul 04, 2025 12:40 IST

    Kolkata News Live:তৃণমূল ছেড়ে লাল-পার্টিতে

    আবাস যোজনার ঘর দেওয়ার নামে কোটি টাকার তোলাবাজির অভিযোগ! ঘর না পেয়ে তৃণমূল ছেড়ে প্রায় ৫০টি পরিবার যোগ দিল CPIM-এ। মুর্শিদাবাদের ডোকমলের ঘটনা। একসঙ্গে প্রায় ৫০টি পরিবার তৃণমূল ছেড়ে লাল পার্টিতে যোগ দেওয়ায় এলাকায় শক্তি বেড়েছে সিপিএমের। গ্রামের তৃণমূল কার্যালয়ের দখল নিল সিপিএম। 

    বিস্তারিত পড়ুন- TMC-CPM: 'লুঠেপুটে খাচ্ছে', চরম ক্ষোভে তৃণমূল ছেড়ে লাল-পার্টিতে, পার্টি অফিসের দখল নিল CPM



  • Jul 04, 2025 12:00 IST

    Kolkata News Live:৬০০-এর বেশি বাঘের মৃত্যু

    বিগত ৬ মাসে দেশে শতাধিক বাঘের মৃত্যু ঘিরে চরম চাঞ্চল্য। কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, গত ৫ বছরের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। মৃত্যুর পরিসংখ্যান  বুকে কাঁপুনি ধরিয়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসেই দেশে মৃত্যু হয়েছে ১০৭টি বাঘের। চাঞ্চল্যকর পরিসংখ্যান সামনে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে দেশজুড়ে। যার মধ্যে রয়েছে ২০টি শাবক। জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ (NTCA)-র পরিসংখ্যান অনুযায়ী, গত ৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি এবং ২০২৪ সালের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি বাঘের মৃত্যু হয়েছে দেশ জুড়ে। 

    বিস্তারিত পড়ুন- India Tiger Census Deaths: ৬ বছরে ৬০০-এর বেশি বাঘের মৃত্যু, প্রশ্নের মুখে দেশের 'ব্যাঘ্র সংরক্ষণ'



  • Jul 04, 2025 11:59 IST

    Kolkata News Live:করোনার ভ্যাকসিনের কারণেই হার্ট অ্যাটাক?

    পার্টিতে নাচতে নাচতে, জিমে গিয়ে, মাঠে ময়দানে হার্ট অ্যাটাকে তরুণ প্রজন্মের মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে দিনে দিনে। এমন অনেক ঘটনা সামনে আসতেই করোনা ভ্যাকসিনের সঙ্গে হার্ট অ্যাটাকের যোগসূত্রের বিষয়টি সামনে এসেছে। সম্প্রতি, কর্ণাটকের হাসান জেলায় ৪০ দিনে ২০ জনেরও বেশি মানুষের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। এই নিয়ে বিতর্কের মধ্যে, কর্ণাটক সরকার করোনার হার্ট অ্যাটাকের জন্য করোনার ভ্যাকসিনকে দায়ী করেছে। 

    বিস্তারিত পড়ুন- Corona Vaccine Controversy: করোনার ভ্যাকসিনের কারণেই হার্ট অ্যাটাক? সামনে এল চাঞ্চল্যকর তথ্য!



  • Jul 04, 2025 11:57 IST

    Kolkata News Live: দুনিয়া কাঁপানো সিদ্ধান্ত রাশিয়ার

    আফগানিস্তানের নতুন তালিবান শাসনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল রাশিয়া। এই স্বীকৃতির অংশ হিসেবে তালিবান নিযুক্ত নতুন আফগান রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে মস্কো। বৃহস্পতিবার মস্কো সরকার তালিবান পরিচালিত আফগান সরকারের কূটনৈতিক স্বীকৃতি প্রদান করে বিশ্বের প্রথম দেশ হিসেবে নতুন ইতিহাস গড়ল। একইসঙ্গে তালিবানকে নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকেও বাদ দেওয়া হয়েছে। তালিবান নেতারা রাশিয়ার এই সিদ্ধান্তকে 'বড় মাইলফলক' বলে উল্লেখ করেছেন। 

    বিস্তারিত পড়ুন- Afghanistan Russia diplomacy: বিরাট মাস্টারস্ট্রোক পুতিনের, দুনিয়া কাঁপানো সিদ্ধান্ত রাশিয়ার



  • Jul 04, 2025 10:56 IST

    Kolkata News Live: মুখ খুললেন দিলীপ ঘোষ

    গতকালই BJP-র সভাপতি হয়েছেন শমীক ভট্টাচার্য। ফের একবার দলের রাজ্য সভাপতির দৌড়ে খানিকটা হলেও নাম ভেসেছিল দিলীপ ঘোষেরও। তবে শেষমেশ সেই লড়াই থেকে সরে যান তিনি। বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব নেন শমীক ভট্টাচার্য। শমীকের অভিষেকের পরের দিনই এবার মুখ খুললেন দিলীপ ঘোষ।  

    বিস্তারিত পড়ুন-  Dilip -Samik:শমীক BJP সভাপতি হওয়ার পরের দিনেই কী বললেন দিলীপ? আজ-কালেই বিরাট সিদ্ধান্ত?



Samik Bhattacharya Bengali News Today news in west bengal