Tragic Death: মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মন্দির, মা- দুই মেয়ের মৃত্যুতে কান্নার রোল, বুক ফাটা আর্তনাদ

Tragic Death: দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার কামারপাড়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় মাটির দেওয়াল চাপা পড়ে প্রাণ হারালেন মা ও তাঁর দুই মেয়ে।

Tragic Death: দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার কামারপাড়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় মাটির দেওয়াল চাপা পড়ে প্রাণ হারালেন মা ও তাঁর দুই মেয়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
Mandirbazar accident

মর্মান্তিক দুর্ঘটনা!

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার কামারপাড়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় মাটির দেওয়াল চাপা পড়ে প্রাণ হারালেন  মা ও তাঁর দুই মেয়ে। মৃতরা হলেন বৃহস্পতি কর্মকার (৪৩), তাঁর মেয়ে শিলা কর্মকার (১৫) এবং প্রিয়া কর্মকার (১০)।

Advertisment

আরও পড়ুন- উড়িয়ে দেওয়া হবে বাণিজ্যনগরী, ভয়ঙ্কর সতর্কতায় জারি হাই অ্যালার্ট, শুরু জোর তল্লাশি

জানা যায়, বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়েছিলেন তিনজন। ভোরবেলায় হঠাৎই মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়ে  চাপা পড়ে । স্থানীয়রা শব্দ পেলেও কিছু বুঝতে পারেননি। সকালে বাড়ি চাপা পড়া অবস্থায় দেখতে পেয়ে তড়িঘড়ি তিনজনকে উদ্ধার করে স্থানীয় নাইয়ারহাট  হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।

Advertisment

আরও পড়ুন-বেআইনিভাবে কার্তুজের খোল লেনদেন, STF-এর জালে কলকাতার তিন অস্ত্রের দোকানের মালিক

ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে মন্দির বাজার থানার পুলিশ। ঘটনায় মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার কেন্দ্রীয় বঞ্চনাকে দায়ী করেছেন এই মৃত্যুর পেছনে। বিধায়ক জানিয়েছেন, বাংলা আবাস যোজনার বাড়ি দেওয়া হয়েছে দ্বিতীয় কিস্তির টাকাও তারা পেয়েছেন বাড়ি তৈরি হচ্ছে কেন্দ্র টাকা আটকে রেখেছিল যদি তিন বছর আগে সেই টাকা দেওয়া হতো তাহলে এই মর্মান্তিক ঘটনা ঘটত না। পরিবারের পাশে রয়েছি। 

Death