/indian-express-bangla/media/media_files/2025/03/02/QwjcesWX33oEDxpwl11L.jpg)
News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata News Updates: আরজি কর কান্ডের বর্ষপূর্তিতে প্রতিবাদ মিছিলে অভয়ার মায়ের ওপর পুলিশের লাঠিচার্জ ঘিরে উত্তেজনা। ঘটনায় কড়া পদক্ষেপ নিল জাতীয় মহিলা কমিশন। কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে নোটিস পাঠানো হয়েছে কমিশনের তরফে। সূত্রের খবর, আগামী ১০ সেপ্টেম্বর সকাল ১১টায় ভার্চুয়ালি হাজিরা দিতে হবে পুলিশ কমিশনারকে। অভয়ার মায়ের উপর পুলিশের এই আচরণকে গুরুতরভাবে নিয়েছে জাতীয় মহিলা কমিশন। সেই কারণেই এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। ঘটনার পরিপ্রেক্ষিতে কমিশনের এই পদক্ষেপে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলেও।
রহড়ায় অস্ত্র উদ্ধার কাণ্ডে এবার বেঙ্গল STF-এর জালে কলকাতার অস্ত্র দোকানের তিন মালিক। বিবাদী বাগ এলাকার অস্ত্রের দোকানের তিন মালিক সুবীর দাঁ, আভির দাঁ ও সুব্রত দাঁকে গ্রেফতার করেছে এসটিএফ। প্রচুর কার্তুজের খোল লেনদেনের অভিযোগে গ্রেফতার বলে বেঙ্গল STF সূত্রে খবর। এর আগে অন্য একটি অস্ত্র মামলায় এই দোকানেরই দুই কর্মী গ্রেফতার হয়েছিলেন। এবার রহড়ায় অস্ত্র উদ্ধার-কাণ্ডে কলকাতার বিবাদী বাগ এলাকা থেকে তিন অস্ত্র দোকানের মালিককে গ্রেফতার করেছে বেঙ্গল STF।
এবার বাংলা ব্যান্ড 'হুলিগানইজম'-এর অনির্বাণ ভট্টাচার্য ও তাঁর ব্যান্ডের সদস্যদের বিরুদ্ধে লালবাজারে অভিযোগ জানিয়েছে BJP। গেরুয়া শিবিরের দাবি, গানের মধ্য দিয়ে সনাতন ধর্মের অসম্মান করা হয়েছে। এই ব্যাপারে পুলিশ যথোপযুক্ত পদক্ষেপ না করলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।
আসন্ন দুর্গাপুজো উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৭টি গান প্রকাশিত হবে বলে জানা গিয়েছে। বিধানসভার স্টাফ রিক্রিয়েশন ক্লাবের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কথা জানিয়েছেন। গত বছরও কলকাতা শহরের বেশ কয়েকটি বড় পুজোর থিম সং লিখেছিলেন মুখ্যমন্ত্রী।
বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে এবার হাওড়া সদর ও গ্রামীণ এলাকার দলীয় নেতৃত্বকে নিয়ে বৈঠক করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ঝাড়গ্রাম জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গেও তাঁর বৈঠক হয়েছে। সেই বৈঠকে মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন স্তরের তৃণমূলের নেতা-নেত্রীরা ছিলেন।
আরও পড়ুন-Kolkata Weather Today: পুজোর মুখেও আবহাওয়া নিয়ে স্বস্তির খবর নেই! আজও ভারী বৃষ্টির পূর্বাভাস
- Sep 05, 2025 15:04 IST
Kolkata News Live Updates: ৮২৬ কোটির মদ বিক্রি কেরলে
ওনাম উৎসবকে কেন্দ্র করে মদ বিক্রিতে রেকর্ড গড়ল কেরল স্টেট বেভারেজেস কর্পোরেশন (KSBC)। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি মরশুমে আগস্ট ২৫ থেকে সেপ্টেম্বর ৪ পর্যন্ত ১০ দিনে বেভকো (BEVCO) আউটলেটগুলিতে মোট বিক্রি হয়েছে ৮২৬.৩৮ কোটি টাকার মদ। গত বছরের তুলনায় এ বছর বিক্রি বেড়েছে ৬.৩৮ শতাংশ। ২০২৪ সালে একই সময়ে মদের বিক্রি হয়েছিল ৭৭৬.৮২ কোটি টাকা। KSBC সূত্রে জানা গিয়েছে, এই মরশুমে মোট বিক্রি গত বছরের রেকর্ড (৮৪২.০৭ কোটি টাকা) ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। শনিবার পর্যন্ত চলবে ওনাম সেলস সিজন।
- Sep 05, 2025 13:46 IST
Kolkata News Live Updates:মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর
আবারও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বিধানসভায় ভাষণে মুখ্যমন্ত্রী বেনজিরভাবে আক্রমণ শানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহদের। শুভেন্দু অধিকারীর অভিযোগ, বিধানসভায় দাঁড়িয়ে বিদেশমন্ত্রক নিয়ে মুখ্যমন্ত্রী যে বিষোদগার করেছেন, সেটা অনৈতিক। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল দেশবিরোধী মন্তব্য করেছেন বলে অভিযোগ BJP বিধায়কের।
বিস্তারিত পড়ুন- Suvenddu-Mamata: 'পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চাইছেন', মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর
- Sep 05, 2025 12:40 IST
Kolkata News Live Updates:ফের দুলে উঠল পৃথিবী
ব্যাপক ধ্বংসযজ্ঞের রেশ কাটতে না কাটতেই ফের কেঁপে উঠল আফগানিস্তান। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে কাবুল থেকে প্রায় ১৩৮ কিলোমিটার দূরে আঘাত হানে ৪.৬ মাত্রার ভূমিকম্প। জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, সকাল ৭টা ৪৬ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়।
বিস্তারিত পড়ুন- Afghanistan Earthquake: ব্যাপক ধ্বংসযজ্ঞের পর ফের দুলে উঠল পৃথিবী, প্রবল কম্পনে কেঁপে উঠল এই দেশ
- Sep 05, 2025 12:32 IST
Kolkata News Live Updates: সাতসকালে স্টেশনে ঢুকল নতুন AC লোকাল
চালু হয়ে গেল বনগাঁ AC লোকাল ট্রেন। শুক্রবার প্রথমবারের মতো বনগাঁ রুটে ছুটলো নতুন এসি লোকাল। আবেগে আপ্লুত যাত্রীরা। তবে নতুন এই এসি লোকাল ট্রেনের ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে।
বিস্তারিত পড়ুন- AC local train: সাতসকালেই স্টেশনে ঢুকল নতুন AC লোকাল, টিকিট কাটতে উপচে পড়া ভিড় কাউন্টারে
- Sep 05, 2025 11:05 IST
Kolkata News Live Updates: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের
এক্স হ্যান্ডলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "শিক্ষা হলো সেই আলো যা অজ্ঞতা দূর করে এবং একটি প্রগতিশীল ও আলোকিত সমাজের ভিত্তি তৈরি করে।আজ, আমি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণকে আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি জানাই, একজন দূরদর্শী দার্শনিক এবং রাষ্ট্রনায়ক, যার জীবন এবং আদর্শ জ্ঞান এবং মূল্যবোধের রূপান্তরকারী শক্তিকে মূর্ত করে তোলে। এই শিক্ষক দিবসে, আমরা সেই পথপ্রদর্শক আলোর প্রতি প্রণাম জানাই যারা শিক্ষার বীজ বপন করেন, আত্মবিশ্বাস জাগিয়ে তোলেন এবং একটি উজ্জ্বল আগামীর ভিত্তি তৈরি করেন।"
Education is the light that dispels ignorance and forms the foundation of a progressive and enlightened society.
— Abhishek Banerjee (@abhishekaitc) September 5, 2025
Today, I pay my heartfelt homage to Dr. Sarvepalli Radhakrishnan, a visionary philosopher and statesman, whose life and ideals embody the transformative power of… - Sep 05, 2025 11:03 IST
Kolkata News Live Updates: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর
এক্স হ্যান্ডলে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "আজ 'শিক্ষক দিবস'। প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস। তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। এই পুণ্যদিনে সকল শিক্ষক-শিক্ষিকা, অধ্যাপক-অধ্যাপিকা ও অশিক্ষক কর্মীবৃন্দকে জানাই জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। নবপ্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করে তোলার মূল কারিগর তাঁরাই। গতকাল যথাযোগ্য মর্যাদায় আমরা ‘শিক্ষক দিবস’-এর অনুষ্ঠান পালন করেছি। সেখানে সমাজের প্রতি শিক্ষকদের এই অসাধারণ অবদানকে স্বীকৃতি জানাতে রাজ্যের বিভিন্ন স্কুল, আই টি আই – এর বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের ‘শিক্ষারত্ন’ সম্মাননা জ্ঞাপন করা হয়েছে। সেরা স্কুলগুলোকেও পুরস্কৃত করা হয়েছে। এছাড়া রাজ্যের কৃতী ছাত্রছাত্রী যারা এবারের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স, আলিম, ফাজিল, হাই-মাদ্রাসা, ICSE, ISC, CBSE এবং ভোকেশনাল পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেয়েছে, তাদেরও সম্মানিত করা হয়েছে। সকলকে আমি আর একবার আমার আন্তরিক অভিনন্দন জানাই।"
আজ 'শিক্ষক দিবস'। প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস। তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম।
— Mamata Banerjee (@MamataOfficial) September 5, 2025
এই পুণ্যদিনে সকল শিক্ষক-শিক্ষিকা, অধ্যাপক-অধ্যাপিকা ও অশিক্ষক কর্মীবৃন্দকে জানাই জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। নবপ্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করে তোলার মূল কারিগর তাঁরাই।… - Sep 05, 2025 10:53 IST
Kolkata News Live Updates: ৭৩ শিক্ষককে 'শিক্ষারত্ন' পুরস্কার
রাজ্যের ৭৩ জন শিক্ষককে 'শিক্ষারত্ন' পুরস্কার দেওয়া হল। এছাড়াও সেরার সেরা তালিকায় বেছে নেওয়া ১২টি স্কুলকেও শিক্ষা এবং খেলাধুলায় মানোন্নয়নের জন্য বিশেষ পুরস্কার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ধনধান্য স্টেডিয়ামে শিক্ষক দিবস উপলক্ষে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্য সরকার।
বিস্তারিত পড়ুন- Teacher’s Day: এগিয়ে রামকৃষ্ণ মিশন, 'শিক্ষক দিবস' উপলক্ষে ৭৩ শিক্ষককে 'শিক্ষারত্ন' পুরস্কার
- Sep 05, 2025 10:51 IST
Kolkata News Live Updates: আজও ভারী বৃষ্টির পূর্বাভাস
শুক্রবার সকাল থেকে শহর কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনই দফায় দফায় এই বৃষ্টি চলবে। বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট। আজ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।
বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today: পুজোর মুখেও আবহাওয়া নিয়ে স্বস্তির খবর নেই! আজও ভারী বৃষ্টির পূর্বাভাস