Kolkata Book Fair: অভূতপূর্ব রেকর্ডের মাইলফলক ছুঁল কলকাতা বইমেলা, রেকর্ড বই বিক্রির নয়া নজির

International Kolkata Book Fair 2025: গতকালই শেষ হয়েছে এবছরের আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এবারের কলকাতা বইমেলার থিম কান্ট্রি ছিল জার্মানি।

author-image
Nilotpal Sil
New Update
Kolkata Book Fair,International Kolkata Book Fair 2025,25 crores worth of books were sold at International Kolkata Book Fair 2025,Book fair kolkata,কলকাতা বইমেলা ২০২৫,২৫ কোটি টাকার বই বিক্রি কলকাতা বইমেলায়

International Kolkata Book Fair 2025: আন্তর্জাতিক কলকাতা বইমেলায় রেকর্ড টাকার বই বিক্রি।

25 crores worth of books were sold at International Kolkata Book Fair 2025: গতকালই শেষ হয়েছে এবারের কলকাতা বইমেলা (Kolkata Book Fair)। বই বিক্রির নিরিখে এবার নজিরবিহীন সাফল্যের শিখর ছুঁয়েছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা (International Kolkata Book Fair)। বাঙালি কবি-সাহিত্যিক থেকে শুরু করে দেশের কিংবদন্তী অন্যান্য সাহিত্যিকদের বই রেকর্ড হারে বিক্রি তো হয়েছেই এরই পাশাপাশি বিদেশি বইয়ের বিক্রিও এবার দারুণ হারে বেড়েছে। মেলার দিনগুলিতে এবছর প্রায় ২৭ লক্ষ বইপ্রেমী ঢল নামিয়েছিলেন কলকাতা বইমেলায়। 

Advertisment

একটানা ১২ দিনের বইমেলা শেষ হল গতকাল অর্থাৎ ৯ ফেব্রুয়ারি। প্রতিবারের মতো এবারও বইমেলার দিনগুলিতে সল্টলেকের সেন্ট্রাল পার্কে লক্ষ-লক্ষ বইপ্রেমী ভিড় জমিয়েছিলেন। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন, এবারের বইমেলায় কম-বেশি ২৫ কোটি টাকার বই বিক্রি হয়েছে। ইংরেজি বইয়ের বিক্রি বেড়েছে। যেহেতু বাংলা বইয়ের তুলনায় ইংরেজি বইয়ের দাম বেশি, তাই সার্বিকভাবেই বই বিক্রির ক্ষেত্রে এই নতুন রেকর্ড হয়েছে।

বইমেলায় রেকর্ড টাকার বই বিক্রিতে উচ্ছ্বসিত গিল্ডের কর্তারা। আগামী বছর কলকাতা বইমেলা আরও বড় আকারের করার পরিকল্পনা নিয়ে ফেলেছেন তাঁরা। আগামী বছরের বইমেলার বহু আগে থেকে তার প্রস্তুতি শুরু করে দিতে চাইছেন গিল্ডের কর্তারা। জানা গিয়েছে, গত বছর ২৩ কোটি টাকার বই বিক্রি হয়েছিল কলকাতা বইমেলায়। এবার সেই রেকর্ডও ছাপিয়ে গিয়ে নয়া রেকর্ড তৈরি হয়েছে। 

আরও পড়ুন- West Bengal News Live: অশান্তির স্রোত বাংলাদেশে, অপারেশন 'ডেভিল হান্ট' জারি পুলিশের, হাজারেরও বেশি গ্রেফতার

Advertisment

এবছর কলকাতা বইমেলার থিম কান্ট্রি ছিল জার্মানি। কলকাতা বইমেলায় যোগ দিয়েছিলেন আমেরিকা, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা সহ বিভিন্ন দেশের প্রকাশকেরা। এবারের ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হয়েছিল গত ২৮ জানুয়ারি। গতকাল ছিল বইমেলার শেষ দিন।

আরও পড়ুন- Madhyamik Exam 2025: আজ থেকে শুরু এই বছরের মাধ্যমিক, পরীক্ষার্থীদের সুবিধার্থে যুগান্তকারী পদক্ষেপ

Kolkata Book Fair news in west bengal news of west bengal International Kolkata Book Fair 2025 Book Sale